সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারতকে বড় ব্যবধানে হারের মুখ দেখতে হয়। তবে ব্যক্তিগত পারফর্ম্যান্স দিয়ে বিশ্বব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দেন বিরাট কোহলি। বিরাট পুনরায় আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়েন। বুমরাহ জায়গা করে নেন বিশ্বব়্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে।
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে কোহলি ৩৮ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে তিনি দলের হয়ে সব থেকে বেশি ৭৬ রান করে সাজঘরে ফেরেন। অর্থাৎ, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে কোহলির ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ১১৪ রান। ব্যাট হাতে এমন লড়াকু পারফর্ম্যান্সের পরে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৪ ধাপ উঠে আসেন কোহলি। তিনি ব্যক্তিগত টেস্ট ব়্যাঙ্কিংয়ের ৯ নম্বরে পৌঁছে যান।
ব্যাটসম্যানদের প্রথম দশে ভারতের প্রতিনিধি একা কোহলিই। শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তিন নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। পাকিস্তানের বাবর আজম রয়েছেন টেস্ট ব্যাটারদের তালিকার ৬ নম্বরে। রোহিত শর্মা ৪ ধাপ পিছিয়ে ১৪ নম্বরে অবস্থান করছেন। ১২ নম্বরে রয়েছেন ঋষভ পন্ত। ডিন এলগার ১৯ ধাপ উঠে এসে ১৭ নম্বরে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন:- IND vs SA 2nd Test: লাঞ্চের আগেই ৬ উইকেট নিয়ে এই হাফ-ডজন রেকর্ড গড়লেন সিরাজ
আইসিসির সদ্যপ্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিং অনুযায়ী বোলারদের তালিকার প্রথম পাঁচে রয়েছেন তিনজন ভারতীয় তারকা। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। চার নম্বরে অবস্থান করছেন টিম ইন্ডিয়া আরও এক তারকা স্পিনার রবীন্দ্র জাদেজা। ৫ নম্বরে নাম রয়েছে পেসার জসপ্রীত বুমরাহর।
জাদেজা চোটের জন্য সেঞ্চুরিয়ন টেস্টে মাঠে নামেননি। সেঞ্চুরিয়নের পেস সহায়ক পিচে ১টি উইকেট নেন অশ্বিন। বুমরাহ ৬৯ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। বোলারদের প্রথম দশে আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই। ২ ধাপ পিছিয়ে ২০ নম্বরে জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি। যদিও শামি ফিট নন বলে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যেতে পারেননি।
টেস্ট অল-রাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পঞ্চম স্থানে রয়েছেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের শাকিব আল হাসান রয়েছেন তিন নম্বরে। চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। মারকো জানসেন ৫ ধাপ উঠে এসে ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। টেস্ট অল-রাউন্ডারদের প্রথম কুড়িতে ভারতের আর কোনও ক্রিকেটার নেই।