বাংলা নিউজ > ক্রিকেট > ‘আর কখনও অন্ধ্রর হয়ে খেলব না’, রঞ্জি অভিযান শেষেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন হনুমা বিহারী

‘আর কখনও অন্ধ্রর হয়ে খেলব না’, রঞ্জি অভিযান শেষেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন হনুমা বিহারী

রাজ্য সংস্থার উপর ক্ষোভ উগরে দিলেন হনুমা বিহারী। ছবি- এপি।

রঞ্জি অভিযান শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন হনুমা বিহারী, ক্ষোভে-দুঃখে জানালেন, আর কখনও অন্ধ্রর হয়ে খেলবেন না। কারণ নিয়ে জোর চর্চা ভারতীয় ক্রিকেটমহলে।

মধ্যপ্রদেশের কাছে রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনাল হেরে রঞ্জি ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন হনুমা বিহারী। তাঁর লড়াই সত্ত্বেও দল ম্যাচ হারায় হতাশা প্রকাশ করেন বিহারী। তবে সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তুলোধনা করেন তাঁর সঙ্গে অন্যায় আচরণের জন্য়। ক্রিকেট সংস্থার আচরণে অপমানিত হনুমা ক্ষোভের সঙ্গেই জানিয়ে দেন যে, দলকে ভালোবাসলেও আর কখনও খেলবেন না অন্ধ্রপ্রদেশের হয়ে।

হনুমার সোশ্যাল মিডিয়া পোস্টে এটাও স্পষ্ট যে, ভারতীয় ক্রিকেট রাজনীতিবিদদের প্রভাব কতটা। ভারতের হয় ১৬টি টেস্ট খেলা বিহারীর অভিযোগ, খেলার মাঝে দলের এক ক্রিকেটারকে বকাঝকা করেছিলেন, যাঁর বাবা একজন রাজনীতিবিদ। সেই ক্রিকেটারের রাজনীতিবিদ পিতার নির্দেশেই অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা তাঁর ক্যাপ্টেন্সি কেড়ে নেয়।

বিহারী নিজের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘(মধ্যপ্রদেশের বিরুদ্ধে) আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়েছি। যদিও তা যথেষ্ট ছিল না। অন্ধ্রর হয়ে আরও একটি কোয়ার্টার ফাইনাল হেরে ব্যথিত। তবে কিছু বিষয় জানানোর উদ্দেশ্যেই এই পোস্ট। বাংলার বিরুদ্ধে রঞ্জির প্রথম ম্যাচে আমি ক্যাপ্টেন ছিলাম। প্রথম ম্য়াচ চলাকালীন আমি দলের ১৭ নম্বর ক্রিকেটারকে বকাঝকা করেছিলাম। সে তার বাবাকে গিয়ে অভিযোগ করে। তার বাবা একজন রাজনীতিবিদ। সেই ক্রিকেটারের বাবা অ্যাসোসিয়েশনকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে।’

আরও পড়ুন:- নেট রান-রেটে এগিয়ে থাকতে ইচ্ছে করে ওয়াইড বল, বিপক্ষকে জিতিয়ে দিয়ে পরের রাউন্ডে উঠল মালয়েশিয়া

হনুমা সঙ্গে যোগ করেন, ‘গতবারের ফাইনালিস্ট বাংলার বিরুদ্ধে আমরা (প্রথম ইনিংসে) ৪১০ রান তাড়া করে টপকে যাই। তা সত্ত্বেও কোনও দোষ ছাড়াই আমাকে ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করতে বলা হয়। ব্যক্তিগত আক্রোশ থেকে আমি কোনও ক্রিকেটারকে কখনও কিছু বলিনি। তবে সংস্থার মনে হয়ে ওই খেলোয়াড় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যে গতবছর দলকে বাঁচাতে নিজের শরীর ছুঁড়ে দিয়েছিল, দলের স্বার্থে চোট নিয়ে বাঁ-হাতে ব্যাট করেছিল। যে গত ৭ বছরে অন্ধ্রকে ৫ বার নক-আউটে নিয়ে গিয়েছে এবং ভারতের হয়ে ১৬টি টেস্ট খেলেছে, সংস্থার কাছে তার থেকেও বড় মনে হয়েছে ওই ক্রিকেটার।’

আরও পড়ুন:- PSL 2024: ব্যর্থ হল দাসেনের সেঞ্চুরি, ‘৪১৪ রানের’ রুদ্ধশ্বাস ম্যাচে আফ্রিদিদের হারালেন বাবর আজমরা

শেষে বিহারী লেখেন, ‘অত্যন্ত বিব্রত ছিলাম। তবে আমি এই মরশুমে খেলা চালিয়ে গিয়েছে একটাই কারণে। আমি খেলাটাকে সম্মান করি এবং দলকে ভালোবাসি। দুঃখের বিষয় হল, অ্যাসোসিয়েশন ভাবে তারা যা বলবে খেলোয়াড়দের তাই শুনতে হবে। তারা ভাবে খেলোয়াড়রা তাদের জন্য মাঠে নামার সুযোগ পায়। ভীষণভাবে অপমনিত মনে হয়েছিল, তবে আজকের আগে এই নিয়ে কিছু বলিনি। আমি ঠিক করেছি যে, আর কখনও অন্ধ্রর হয়ে খেলব না, যেখানে আমি আত্মমর্যাদা হারিয়েছি। যেভাবে প্রতি মরশুমে আমরা উন্নতি করছি, তাতে ভীষণ আনন্দিত। তবে অ্যাসোসিয়েশন চায় না আমরা উন্নতি করি।’

স্বাভাবিকভাবেই বিহারীর সোশ্যাল মিডিয়া পোস্টের পরে খোঁজ নেওয়া শুরু হয়ে যায় যে, কোন ক্রিকেটারের সঙ্গে ঝামেলার জেরে নেতৃত্ব খোয়াতে হয় বিহারীকে। যদিও বিশেষ খোঁজাখুঁজি করতে হয়নি কাউকে। কেননা হনুমা বিহারীর বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্টের ঠিক পরেই কেএন প্রুধ্বীরাজ নিজেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতে জানান যে, তিনিই সেই ক্রিকেটার, যাঁর সঙ্গে বিহারীর ঝামেলা হয়েছিল। যদিও বিহারীর দাবি করা প্রতিটি তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ২৪ বছরের উইকেটকিপার, যিনি এখনও পর্যন্ত অন্ধ্রর হয়ে ১টি মাত্র লিস্ট-এ ম্য়াচ খেলেছেন।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

৮০ সালের রেকর্ড ছুঁয়ে কলকাতায় আজ তাপমাত্রা ৪১ ডিগ্রি পার! পারদ ঠেকল কততে? মানিকতলা ভোটের মামলা তুলে নিতে আর্জি বিজেপির কল্যাণ চৌবের, কারণটা কী? রোশনাইয়ের সেটেই চলল শনের জন্মদিনের হুল্লোড়, নায়ককে কেক খাওয়ালেন অনুষ্কা তাপপ্রবাহের ঝোড়ো ইনিংসের মাঝে ক্রিজে নামছে বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা? ‘ফ্যানটাস্টিক…’, করোনার ভ্যাকসিন বানানো বিজ্ঞানী দাদাগিরিতে! উচ্ছ্বসিত সৌরভ শাহের ভিডিয়ো বিকৃত করে ছড়ানোর অভিযোগ, তেলাঙ্গানার সিএমকে সমন দিল্লি পুলিশের ‘ভোট শেষ হতেই ফুড়ুৎ, এ কেমন প্রার্থী!’কংগ্রেসের আক্রমণে জবাব দিলেন পর্দার ‘রাম’ পান্নুনকে নিকেশ করতে হিট টিমকে বরাত দিয়েছিল RAW অফিসার: ওয়াশিংটন পোস্ট রিপোর্ট শ্রম আইনের আওতার সুবিধা পাওয়ার অধিকারী সমবায় সমিতির কর্মীরা-কোর্ট মনোনয়ন পত্র জমা দিলেন রচনা, জয় নিয়ে আশাবাদী হুগলির TMC প্রার্থী

Latest IPL News

আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি,ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.