ICC Under 19 World Cup 2024 IND U19 vs USA U19: ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ২৩তম ম্যাচ। গ্রুপ এ-র এই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে টিম ইন্ডিয়া। ৪৬ রানে দলের প্রথম উইকেট হারিয়েছিল ভারত। ২৫ রান করে আউট হয়েছিলেন আদর্শ সিং। এরপর মুম্বইকার মুশির খান ও সোলাপুরের আর্শিন কুলকার্নি দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়েন। এদিকে আর্শিন ও মুশির দুজনেই ব্যক্তিগত অর্ধশতক করেন। এরপর ৭৩ রান করে আউট হন মুশির খান।
মুশির খানের পর মাঠে নামেন দলের ক্যাপ্টেন উদয় সাহারান। মুশির যখন আউট হন তখন আরশিন সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। ম্যাচের ৪১তম ওভারে আর্শিন একটি দুর্দান্ত চার মারেন যখন ডাগআউটে সেঞ্চুরি করতে তাঁর ১ রানের প্রয়োজন ছিল। এই সেঞ্চুরি দিয়ে মহারাষ্ট্র তথা গোটা ভারতকে গর্বিত করেছেন আর্শিন। এছাড়াও, আর্শিন দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি U19 বিশ্বকাপ 2024-এ সেঞ্চুরি করেছিলেন। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন মুশির খান।
সেঞ্চুরি পূর্ণ করতে ১১০ বলের মোকাবেলা করেছিলেন আর্শিন। এই সেঞ্চুরিটি পূর্ণ করতে আর্শিন ৩টি বিশাল ছক্কা ও ৮টি চার হাঁকিয়েছিলেন। ১১ বলে চার ও ছক্কায় ৫০ রান পূর্ণ করেছিলেন আর্শিন। সেঞ্চুরির পর বড় ইনিংস করার সুযোগ ছিল আর্শিনের। কিন্তু ৮ রান করে আউট হন তিনি। অর্থাৎ ১১৮ বলে ১০৮ রান করে সাজঘরে ফিরে যান আর্শিন। তার বোলিংয়ে পার্থ প্যাটেলের হাতে আর্শিনকে ক্যাচ আউট করেন অতীন্দ্র সুব্রামানিয়ান।
ম্যাচের কথা বললে, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে ৩২৬ রান তোলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৮ বলে ১০৮ রান করেন আর্শিন কুলকার্নি। আদর্শ সিং ৩৭ বলে ২৫ রানের ইনিংস খেলে ভারতের শুরুটা ভালো করেছিল। এরপরে মুশির খান ৭৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। দলের অধিনায়ক উদয় সাহারান ২৭ বলে ৩৫ রান করেন। এই সময়ে তিনি ১টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছিলেন। এরপরে সচিন ধাস ১৬ বলে ২০ রানের ইনিংস খেলেন। এই সময়ে তিনি একটি ছক্কা মারেন।
এই ইনিংসের সময়ে প্রিয়াংশু মোলিয়া ১৯ বলে ২৭ রান করে নট আউট থাকেন। সাত বলে ১২ রান করে অপরাজিত থাকেন আরাবল্লী অবনীশ। শেষ পর্যন্ত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে ভারতের অনুর্ধ্ব-১৯ দল। এই ম্যাচ জিততে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুর্ধ্ব-১৯ দলকে ৩২৭ রান তুলতে হবে।