দীর্ঘ ১৪ মাস পরে ভারতের টি-২০ দলে ফিরেছেন কোহলি। তবে ২০ ওভারের ক্রিকেটে এখনই তাঁকে মাঠে নামতে দেখা হচ্ছে না অনুরাগীদের। বরং আরও ১টি টি-২০ ম্যাচে বিরাটকে ছাড়াই মাঠে নামবে টিম ইন্ডিয়া।
আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য কোহলিকে জাতীয় দলে ফেরান নির্বাচকরা। তবে ব্যক্তিগত কারণে আফগানদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামতে পারবেন না বিরাট, প্রাক সিরিজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।
উল্লেখ্য, বিরাট কোহলি শেষবার ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন ২০২২ সালের ১০ নভেম্বরে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটির পরে আর জাতীয় দলের টি-২০ জার্সি গায়ে চাপাননি তিনি।
টিম ইন্ডিয়ার হেড কোচ এটাও নিশ্চিত করেছেন যে, মোহালিতে ভারতের হয়ে ওপেন করতে নামবেন রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। উল্লেখ্য, ক্যাপ্টেন রোহিতও দীর্ঘ ১৪ মাস পরে ভারতের টি-২০ দলে ফিরেছেন। রোহিতের অনুপস্থিতিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে ওপেন করেছেন শুভমন গিল, ইশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়রা। তবে ইশান ও রুতুরাজ আফগানিস্তান সিরিজের ভারতীয় স্কোয়াডে নেই। ইশান কিষান যে নিজের ইচ্ছাতেই বিশ্রামে রয়েছেন, সেটাও পরিষ্কার করে দিয়েছেন দ্রাবিড়।
আরও পড়ুন:- এড়াতে পারলেন না শাস্তি, ধর্ষণের দায়ে ৮ বছরের জেল তারকা ক্রিকেটারের
উল্লেখ্য, বৃহস্পতিবার মোহালিতে খেলা হবে ভারত-আফগানিস্তান সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। সিরিজের পরবর্তী ২টি টি-২০ ম্য়াচ খেলা হবে যথাক্রমে ১৪ ও ১৭ জানুয়ারি। সেই ম্য়াচ ২টি আয়োজিত হবে ইন্দোর ও বেঙ্গালুরুতে।
আফগানিস্তান এই সিরিজে দলে পাচ্ছে না তাদের সেরা বোলার রশিদ খানকে। পিঠে অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে রয়েছেন রশিদ। ভারতের সফরের ১৯ জনের স্কোয়াডে রশিদকে জায়গা করে দেন আফগান নির্বাচকরা। তবে বোর্ডের তরফে দল ঘোষণার সময়েই ইঙ্গিত দেওয়া হয় যে, রশিদ হয়ত সিরিজের কোনও ম্যাচেই মাঠে নামবেন না। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। সিরিজ শুরুর আগেই নিশ্চিত হয়ে যায় যে, তারকা স্পিনারকে ছাড়াই খেলতে হবে আফগানদের।
ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজের সূচি:-
প্রথম টি-২০: ১১ জানুয়ারি, ২০২৪ (মোহালি)।
দ্বিতীয় টি-২০: ১৪ জানুয়ারি, ২০২৪ (ইন্দোর)।
তৃতীয় টি-২০: ১৭ জানুয়ারি, ২০২৪ (বেঙ্গালুরু)।
আফগানিস্তান সিরিজের জন্য ভারতের টি-২০ স্কোয়াড:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার।