বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 3rd Test: বাবার দেওয়া ‘খারাপ বউমা’ তকমা মুছে, স্ত্রীকে ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করে মান বাড়ালেন জাদেজা

IND vs ENG 3rd Test: বাবার দেওয়া ‘খারাপ বউমা’ তকমা মুছে, স্ত্রীকে ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করে মান বাড়ালেন জাদেজা

স্ত্রী রিভাবার সঙ্গে রবীন্দ্র জাদেজা।

জাদেজার দাবি, রিভাবা সামনে না এলেও, আড়ালে থেকেই সব সময়ে কঠোর পরিশ্রম করেছেন তাঁর জন্য। যে কারণে জাড্ডু রাজকোটে তাঁর সাফল্যের জন্য স্ত্রী রিভাবাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং ম্যাচের সেরার পুরস্কারও স্ত্রীকে উৎসর্গ করেছেন।

কিছুদিন আগেই পুত্রবধূ রিভাবার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনেছিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে গার্হ্যস্থ ঝামেলা প্রকাশ্যে এনেছিলেন অনিরুদ্ধ সিং। তাঁদের সংসারের ভাঙন এবং ছেলের সঙ্গে সম্পর্কে ফাটলের জন্য সরাসরি পুত্রবধূ রিভাবাকেই দায়ী করেছিলেন জাড্ডুর বাবা। তবে স্ত্রী-র সম্মান রক্ষা করতে পাশে দাঁড়ান জাদেজা। রবিবার রাজকোট টেস্টে ম্যাচের সেরার পুরস্কার পেয়ে, তা স্ত্রীকে উৎসর্গ করে আরও একবার রিভাবাকে সম্মানিত করলেন জাড্ডু। মান রাখলেন স্ত্রী-র।

আরও পড়ুন: পঞ্জাবকে নাস্তানাবুদ করে হারিয়ে ৭ বছর পর রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে সাই কিশোরের তামিলনাড়ু

রোজকোটে যশস্বীর দুরন্ত দ্বিশতরানের পরেও, রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের জেরে তাঁকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। জাদেজা দলের খারাপ সময়ে ক্রিজে টিকে থেকে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে লড়াই করে ভারতকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। পাঁচে নেমে ১১২ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে অবশ্য জাদেজাকে ব্যাট করতে নামতে হয়নি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে জাদেজা ২ উইকেট নিয়েছিলেন এবং তাদের দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নিয়ে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেন। স্বাভাবিক ভাবেই তাঁর এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তাঁর হাতেই তুলে দেওয়া হয় ম্যাচের সেরার পুরস্কার।

আরও পড়ুন: ওকে নিয়ে কিছু বলতে চাই না- বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হলেও, যশস্বী প্রসঙ্গেই মুখ কুলুপ রোহিতের, হঠাৎ কী ঘটল?

আর এই পুরস্কার পাওয়ার পর, সেটি তিনি উৎসর্গ করেন তাঁর স্ত্রী রিভাকে। দাবী করেন যে, রিভাবা সামনে না এলেও, আড়ালে থেকেই সব সময়ে কঠোর পরিশ্রম করেছেন জাদেজার জন্য। যে কারণে জাড্ডু রাজকোটে তাঁর সাফল্যের জন্য স্ত্রী রিভাবাকে ধন্যবাদ জানিয়েছেন। জাদেজা BCCI.tv-র তরফে শেয়ার করা একটি ক্লিপে বলেছেন, ‘আমি এই প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কারটি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। আমার পিছনে ও সত্যিই কঠোর পরিশ্রম করেছে এবং করছেও। আমাকে সব রকম ভাবে সমর্থন করে ও।’

এছাড়াও ম্যাচের পরে জাদেজা বলেছিলেন, ‘আমি এই উইকেটের চরিত্র জানি। প্রথম ইনিংসে ব্যাট করা সহজ। দ্বিতীয় ইনিংস থেকে বল ঘুরতে শুরু করে। রোহিত টসে জেতার পরেই বলেছিলাম, এটাই দরকার ছিল। প্রথমে ব্যাট করা। পরে বল করে ম্যাচ জিতে যাও। সেটাই হয়েছে। আমি রোহিতের সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলাম। কারণ, তখন আর একটা উইকেট পড়লে সমস্যা হত। নিজের শক্তি অনুযায়ী শট খেলছিলাম। বল দেখে খেলছিলাম। আর কিছু ভাবিনি। উইকেট পেতে অনেক পরিশ্রম করতে হয়। ঠিক জায়গায় ক্রমাগত বল করতে হয়। ব্যাটারকে ভুল করতে বাধ্য করতে হয়। তার পরেই উইকেট পাওয়া যায়।’

ক্রিকেট খবর

Latest News

সস্তা হচ্ছে নোনতা, ক্যানসারের ওষুধ; বিমার প্রিমিয়ামের উপর থেকে GST উঠে যাচ্ছে? দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর দিল্লিতে বাজি তৈরি, বিক্রি, ব্যবহার নিষিদ্ধ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, কেন জানেন? 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাক শুনে বললেন মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.