ব্যাজবল ছেড়ে নিজের স্টাইলে ফিরতেই, সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট। হাল ধরেছেন ইংল্যান্ডের ইনিংসের। বহু দিন পর টেস্ট ক্রিকেটে, টি-টোয়েন্টির ঢঙে ব্যাটিং ছেড়ে ইংল্যান্ডের পুরো দলকে মন্থর ব্যাটিং করতে দেখা গিয়েছে। জো রুট নিজের ছন্দে ২১৯ বলে সেঞ্চুরি করেছেন। এর থেকেই বোঝা যাচ্ছে, ইংল্যান্ড ভারতে এসে ব্যাজবল পরিত্যাগ করতে বাধ্য হয়েছে। জো রুট এদিন ২২৬ বলে অপরাজিত ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে রয়েছে শুধু ৯টি চার।
আরও পড়ুন: বুমরাহের কোন টিপস কাজে লাগিয়ে বাজিমাত? সফল অভিষেকের পর খোলসা করলেন আকাশ দীপ
এদিন সেঞ্চুরি হাঁকানোর পর একটি বিশেষ সেলিব্রেশন করেন জো রুট। শতরানের পরেই সাজঘরের দিকে তাকিয়ে আঙুলের সাহায্যে একটি বিশেষ মুদ্রা তৈরি করেন। কড়ে আঙুল বাদ দিয়ে বাকি চারটে আঙুল মুঠো করে, অনেকটা আড়ি করার স্টাইলে মুদ্রাটি করেন জো রুট। তবে কড়ে আঙুল কিছুটা বাঁকানো থাকে। রুটের এই বিশেষ সেলিব্রেশন নিয়ে তীব্র চর্চা শুরু হয়ে যায়। পরে জানা যায়, প্রয়াত গায়ক এলভিস প্রেসলিকে মাথায় রেখেই এই রকম সেলিব্রেশন করেছেন রুট। তাঁর জীবনীচিত্রের অভিনেতা অস্টিন বাটলারকেও একই রকমের আঙুলের মুদ্রা করতে দেখা গিয়েছিল। সেটাই অনুকরণ করেছেন রুট। শুধু রুট একা নন, সাজঘরে বসে থাকা বেন স্টোকসকেও দেখা গিয়েছে, একই মুদ্রা করতে। এটিকে পিঙ্কি সেলিব্রেশন বলা হয়ে থাকে।
রুট এমন উদযাপন প্রথম বার করেননি। ২০২২ সালের জুলাইয়ে বার্মিংহ্যামে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে ভারতের বিরুদ্ধে শতরান স্কোর করার পরে একই রকম সেলিব্রেশন করেছিলেন। সেবার তিনি ম্যাচজয়ী অপরাজিত ১৪২ রানের ইনিংস খেলেছিলেন।
আসলে ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম এই বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত। তিনিই প্রথম এই ধরনের ইঙ্গিতের প্রচলন করেছিলেন ইংল্যান্ডের ড্রেসিংরুমে। এলভিস প্রেসলির প্রতি ম্যাকালামের অগাধ প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে। ম্যাকালাম আমেরিকান রকস্টারের বায়োপিক দেখে প্রথম ব্রিটিশ শিবিরে এই আইকনিক অঙ্গভঙ্গির প্রচলন করেছিলেন।
বার্মিংহ্যামে সেই ম্যাচে জয়ের পর রুট বলেছিলেন, ‘বেন (ইংল্যান্ড কোচ ম্যাকালাম) চেয়েছিল যে, আমরা যেন বিনোদনকারী হতে উঠি। মাঠে রক স্টার হয়ে ওঠার চেষ্টা করার কথা উল্লেখ করেছিল ও।’ সঙ্গে তিনি যোগ করেছিলেন, ‘জীবনে কোনও দিন নিজেকে রকস্টার ভাবিনি। কিন্তু আজ ১০ সেকেন্ডের জন্য সেটাই মনে হয়েছে নিজেকে। তার জন্যই পিঙ্কি সেলিব্রেশন করেছি। বেন এলভিস প্রিসলির ফিল্ম দেখে এসে সারা সপ্তাহ এটি করছে, তাই এটি ওর প্রতি সামান্য শ্রদ্ধা।’