ধরমশালা টেস্টে বেশ ভালো জায়গায় রয়েছে ভারতীয় দল। ইতিমধ্যেই ২৫৫ রানে এগিয়ে তারা। সৌজন্যে ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্স। এদিন জুনিয়র থেকে সিনিয়র, সকলেই ব্যাট হাতে রান পেয়েছেন। তবে এদিন সকলের নজর কাড়তে সফল হয়েছেন অভিষেক ঘটানো ক্রিকেটার দেবদূত পাডিক্কাল। ১০৩ বলে ৬৫ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন। এর মধ্যে রয়েছে বেশকিছু আকর্ষণীয় শট, যা দেখে রীতিমতো হাততালি শুরু হয় গোটা স্টেডিয়াম জুড়ে।
দ্বিতীয় ম্যাচ শেষে একটি সাক্ষাৎকারে মুখোমুখি হন দেবদূত পাডিক্কাল। সেখানে কথায় কথায় তিনি জানান যে কিভাবে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা তাঁর ক্রিকেটে প্রতি ভালোবাসা দ্বিগুণ করে দিয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরও জানান যে ক্রিকেটের থেকে দূরে থাকার পর তিনি ভালো করেই বুঝতে পেরেছেন যে একজন ক্রিকেটারের কাছে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ।
দেবদূত পাডিক্কাল বলেন, 'আমি মনে করি জীবনের যে কোনও কাজে সাফল্য পাওয়ার জন্য সংবেদনশীল হওয়া অত্যন্ত জরুরি। সে অনুশীলন হোক কি অন্যকিছু। আমি বড় লক্ষ্যের জন্য নিজের নিয়মানুবর্তিতা বজায় রেখেছিলাম। যখন আমি অসুস্থ ছিলাম, তখন খুব একটা কিছু করতে পারিনি। কিন্তু মাথার মধ্যে একটাই জিনিস চলত, যাতে আমি কোনও দিকে পিছিয়ে না পরি। সেই কারণেই আমি মানসিক ও শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতে থাকি। পদ্ধতিগতভাবে আমি অনেক কিছুর পরিবর্তন করেছি, তবে মানসিকভাবে আমার পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। যেহেতু বিগত দুবছর আমি খুব একটা খেলার সুযোগ পাইনি তাই আমার খেলার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। এছাড়াও আমি এটাও বুঝতে পারি যে একটা ক্রিকেটারের জীবনে ক্রিকেট কতটা গুরুত্বপূর্ণ।'
এরপর ম্যাচের সুযোগ পাওয়া প্রসঙ্গেও মুখ খোলেন পাডিক্কাল। তিনি বলেন, 'সে আপনি যখনই জানতে পারেন না কেন, কিন্তু তার আগে একটা চিন্তা সবসময় লেগেই থাকে। আমি আগেরদিন জানতে পারি যে আমি হয়তো প্লেইং একাদশে থাকবো। মনের মধ্যে একটু হলেও চিন্তা হচ্ছিল। সারারাত ঠিকভাবে ঘুমোতে পারিনি। কিন্তু দিনের শেষে সত্যি এটাই যে এটার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করে গিয়েছি। তবে মাঠে নেমে আজ ভালো পারফর্ম করতে পেরে আমি খুব খুশি।'