বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: ধরমশালা টেস্টের আগে ছুটির মেজাজে ইংল্যান্ড, চন্ডীগড়-বেঙ্গালুরুতে সময় কাটাবেন স্টোকসরা

IND vs ENG: ধরমশালা টেস্টের আগে ছুটির মেজাজে ইংল্যান্ড, চন্ডীগড়-বেঙ্গালুরুতে সময় কাটাবেন স্টোকসরা

ইংল্যান্ড টেস্ট দল। ছবি-রয়টার্স (REUTERS)

সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। সিরিজের শেষ ম্যাচ শুরু হতে বেশ কয়েকদিন দেরি। ধরমশালায় নামার আগে বেঙ্গালুরু এবং চন্ডীগড়ে সময় কাটাবেন স্টোকসরা।

শুভব্রত মুখার্জি:- রাঁচি টেস্টের ফয়সালা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চারদিনেই টেস্ট জিতে নিয়েছে ভারতীয় দল। ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় ও নিশ্চিত করেছে তারা। পাঁচ ম্যাচের সিরিজে শেষ ম্যাচ বাকি রয়েছে। ধরমশালাতে সেই টেস্টের গুরুত্ব কিছুটা হলেও কমেছে। ইংল্যান্ড তাদের ব্যাজবল জমানাতে এই প্রথম কোনও টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়েছে। এমন আবহে ধরমশালা টেস্টের আগে কার্যত ছুটির মুডে চলে গিয়েছেন বেন স্টোকসরা। ইংল্যান্ডের টিম সূত্রে খবর তারা ধরমশালা যাওয়ার আগে অন্যত্র সময় কাটাবেন। সেইমত পরিকল্পনা ও হয়ে গিয়েছে। যা জানা যাচ্ছে দক্ষিণ ভারতের বেঙ্গালুরু এবং উত্তর ভারতের চন্ডীগড়ে তারা কয়েকদিন সময় কাটাবেন।

হাতে এক সপ্তাহের ছুটি রয়েছে। আর এই ছুটি উপভোগ করতেই ইংল্যান্ডের ক্রিকেটাররা দুটি দলে ভাগ হয়ে যাবেন। এরপর একদল চন্ডীগড় এবং অপর দলটি বেঙ্গালুরুতে ছুটি কাটিয়ে সবাই মিলিত হবেন ধরমশালাতে। উল্লেখ্য ধরমশালাতে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ মার্চ থেকে। ইতিমধ্যেই পাঁচ টেস্টের সিরিজে ৩-১ ফলে পিছিয়ে রয়েছে বেন স্টোকসরা। উল্লেখ্য এর আগেও দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মাঝে ফাঁকা সময় থাকায় সেই সময়ে ইংল্যান্ড দল আবুধাবিতে ঘুরে এসেছিল। ঘটনাচক্রে এই সিরিজের প্রস্তুতি ও তারা শুরু করেছিল আবুধাবি থেকেই। ২৫ জানুয়ারি শুরু হয়েছিল ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ। হায়দরাবাদে প্রথম টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে লিড ও নিয়েছিল ইংল্যান্ড দল।

ইসিবি সূত্রে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানানো হয়েছে, 'পঞ্চম টেস্টের আগে আমাদের স্কোয়াড দুটি ভাগে ভাগ হয়ে একটি দল চন্ডীগড় এবং অপর দল বেঙ্গালুরুতে ছুটি কাটাবে। এই সময়ে তারা কোনও রকম কোনও অনুশীলন করবে না। এরপর তারা ধরমশালাতে উপস্থিত হবে। শেষ টেস্টের তিন দিন আগে তারা ধরমশালাতে উপস্থিত হবে। উল্লেখ্য হায়দরাবাদ টেস্টে জেতার পর সিরিজে ইংল্যান্ড দল পরপর তিনটি ম্যাচ হেরেছে। বিশাখাপত্তনম, রাজকোট এবং রাঁচিতে জিতে সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। এই সিরিজে চোটের কারণের পাশাপাশি ব্যক্তিগত কারণে ও ভারতীয় দল একাধিক তারকাকে পায়নি। বিরাট কোহলি, মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, কেএল রাহুলের অনুপস্থিতিতে এই সিরিজ জয় তাই ভারতের কাছে বেশ তাৎপর্যপূর্ণ।

ক্রিকেট খবর

Latest News

১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.