শুভব্রত মুখার্জি: ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ৪-১ ফলের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে একেবারে উড়িয়ে দিয়েছে রোহিত শর্মা বাহিনী। কিন্তু সিরিজ শেষ হলেও কোথাও যেন এর রেশ রয়ে গিয়েছে। এবার ধরমশালা টেস্টের এক অজানা কাহিনী সবার সামনে এনেছেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। যেখানে ভারতের তরুণ ব্যাটার শুভমন গিলের সঙ্গে তাঁর ঠিক কী উত্তপ্ত বাক্যালাপ হয়েছিল, তা খোলসা করেছেন অ্যান্ডারসন।
আরও পড়ুন: রোহিত আলাদা মাপের মানুষ, দয়ালু হৃদয়ের, স্বার্থপর সমাজে ও বিরল- অধিনায়ককে নিয়ে কেন এমন বললেন অশ্বিন?
বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের এক সাক্ষাৎকারে যদিও শুভমন গিল কিছু বলেননি। তবে মুখ খুলেছেন জেমস অ্যান্ডারসন। তিনি বিবিসির 'টেলএন্ডার্স' পডকাস্টে জানিয়েছেন, সেদিন ঠিক কী কথা হয়েছিল তাঁদের। অ্যান্ডারসন বলেন, ‘আমি গিলকে বলেছিলাম ভারতের বাইরে কি তুমি রান পাও? কত রান পেয়েছ? জবাবে গিল আমাকে বলে- এবার সময় এসেছে তোমার অবসর নেওয়ার। এর ঠিক দুই বল পরে আমি ওকে (গিলকে) আউট করতে সমর্থ হই।’ উল্লেখ্য, ধরমশালা টেস্টে মাত্র দু'টি উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। তাঁর টেস্ট কেরিয়ারের ৬৯৯ তম উইকেটটি হল গিলের উইকেট। ভারতের প্রথম ইনিংসে একেবারে শেষ দিকে তিনি কুলদীপ যাদবকে আউট করেন। করে তাঁর টেস্ট কেরিয়ারের ৭০০ তম উইকেটটি তুলে নেন।
প্রসঙ্গত এই ম্যাচে ভারত প্রথম ইনিংসে অলআউট হয় ৪৭৭ রান। জোড়া শতরান করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। রোহিত শর্মা ১০৩ রানে আউট হন বেন স্টোকসের বলে। গিল ১১০ রান করে আউট হন জেমস অ্যান্ডারসনের বলে। এই পডকাস্টেই আবার আরও একটি অজানা দিক তুলে ধরেছেন অ্যান্ডারসন। তিনি জানিয়েছেন, ভারতীয় স্পিনার কুলদীপ যাদব নাকি তাঁকে বলেছিলেন, টেস্টে তাঁর (অ্যান্ডারসনের) ৭০০ তম শিকার হবেন তিনিই! জিমির দাবি, ‘কুলদীপ আমাকে বলেছিল আমিই (কুলদীপ) তোমার ৭০০তম শিকার হব। কুলদীপ এটা বোঝাতে চাইনি যে, ও ইচ্ছে করে আউট হবে। ও বোঝাতে চেয়েছিল যে, এটাই ও মনে করছে। আমরা দু'জনেই বিষয়টি নিয়ে খুব হেসেছিলাম।’