বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: ঘুর্ণি পিচ বানিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী- নিন্দুকদের এহেন সমালোচনা ফুৎকারে ওড়ালেন রোহিত

IND vs ENG: ঘুর্ণি পিচ বানিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী- নিন্দুকদের এহেন সমালোচনা ফুৎকারে ওড়ালেন রোহিত

পিচ বিতর্কে যোগ্য জবাব রোহিত শর্মার। ছবি: এএনআই

ঘরের মাঠে ঘূর্ণি পিচ নিয়ে একাধিকবার সমালোচিত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১২২ রানে শেষ হওয়ার পরই ফের শুরু হয়েছে পিচ বিতর্ক। যা নিয়ে এবার সরব হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

রাজকোটে তৃতীয় টেস্টে ইংল্যান্ড বাজে ভাবে হারের পরেই পিচ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। রাজকোটে ঘূর্ণি উইকেট বানিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত, এমনও দাবি উঠেছে। তৃতীয় টেস্টে জেতার পর এবার পিচ নিয়ে মুখ খুলেছেন রোহিত শর্মা। সমালোচকদের তিনি একহাত নিয়েছেন। বলেছেন, পিচ তৈরিতে তাঁদের কোনও ভূমিকা থাকে না। একই পিচে ইংল্যান্ড যেমন খেলেছে, তেমনই ভারতও খেলেছে।

ঘরের মাঠে ঘূর্ণি পিচ নিয়ে একাধিকবার সমালোচিত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১২২ রানে শেষ হওয়ার পরই ফের শুরু হয়েছে পিচ বিতর্ক। যা নিয়ে এবার সরব হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন: যশস্বী তোমার থেকে নয়, জীবন থেকে শিখেছে, তোমরা পারলে ওর থেকে শিক্ষা নাও- ডাকেটকে উচিত শিক্ষা দিলেন নাসের

রাজকোট টেস্টের শেষে সাংবাদিক বৈঠকে পিচ নিয়ে কাটাছেড়া চলে। যে পিচে ভারত দুই ইনিংসে চারশোর বেশি রান তুলেছে, সেই পিচে ইংল্যান্ড মাত্র ১২২ রানে অল আউট হয়ে গিয়েছে কী ভাবে? এই প্রশ্নের জবাবে রোহিত বলেছেন, ‘আমরা এই ধরনের উইকেটে আরও অনেক ম্যাচ জিতেছি। ঘূর্ণি উইকেট আমাদের শক্তি। এতে আমাদের দলের ভারসাম্য বাড়ে। এই ধরণের উইকেটে জেতা আমাদের কাছে নতুন নয়। তবে পিচ তৈরিতে আমাদের কোনও ভূমিকা নেই। ঘূর্ণি পিচ অবশ্যই বাড়তি সুবিধা দেয় আমাদের। কিন্তু তার মানে এই নয় আমরা নিজেরা নির্দেশ দিয়ে পিচ বানাই। আমরা দু'দিন আগে পিচ দেখতে যাই। দু'দিনে পিচে আর কতটা কী বদল করতে পারব? পিচ প্রস্তুতকারকেরা নিজেরাই সিদ্ধান্ত নেন।’

আরও পড়ুন: পরের ফ্লাইট ধরে বাড়ি চলে যাও- রাজকোটে লজ্জার হারের পর ইংল্যান্ডের ব্যাজবল নীতিকে তীব্র কটাক্ষ শ্রীকান্তের

তিনি আরও যোগ করেন, ‘আমরা যে কোনও পিচে ম্যাচ জিততে পারি। সেটা অস্ট্রেলিয়া হোক বা দক্ষিণ আফ্রিকা। সেখানেও তো আমরা জিতেছি। পিচ যেমনই হোক আমাদের লক্ষ্য থাকে শুধু জয়।’ পাশাপাশি দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে রোহিত বলেছেন, ‘আমরা যে কোনও ধরনের পিচে ম্যাচ জিততে পারি। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে কেমন পিচ ছিল সবাই জানে। সেখানে কী ভাবে জিতলাম? এখানেও তিন টেস্টে তিন ধরনের উইকেট হয়েছে। হায়দরাবাদে পিচ মন্থর ছিল। বল ঘুরছিল। বিশাখাপত্তনমে আবার খেলা যত গড়িয়েছে পিচ তত মন্থর হয়েছে। রাজকোটে প্রথম তিন দিন বল নিচু হচ্ছিল। পিচে ঘূর্ণি ছিল। কিন্তু চতুর্থ দিন পেসারেরাও সুবিধা পেল।’

তৃতীয় টেস্ট জিতে ৫ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। শেষ টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। ২৩-২৭ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট হবে রাঁচিতে। এই টেস্ট জিতলে সিরিজ পকেটে পুড়ে ফেলবে টিম ইন্ডিয়া। শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচ হবে ধর্মশালাতে। ৭-১১ মার্চ পঞ্চম টেস্টের দিন নির্ধারিত হয়েছে।

ক্রিকেট খবর

Latest News

‘খুব তো হেলমেট ছুড়েছিলে’! চিন্নাস্বামীতে আবেশকে দেখেই আওয়াজ RCB সমর্থকদের! ‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.