বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 4th Test: সিরিজে তফাৎ গড়ে দেওয়া সেরা বোলার নেই, রাঁচিতে বুমরাহর অভাব ঢাকবেন কে? হদিশ দিলেন গিল

IND vs ENG 4th Test: সিরিজে তফাৎ গড়ে দেওয়া সেরা বোলার নেই, রাঁচিতে বুমরাহর অভাব ঢাকবেন কে? হদিশ দিলেন গিল

সাংবাদিক সম্মেলনে শুভমন গিল। ছবি- পিটিআই।

India vs England Ranchi Test: ঝুড়ি ঝুড়ি রান করা যশস্বীরা নন। বল হাতে ঘূর্ণিঝড় তোলা অশ্বিন-জাদেজাদের ধারাবাহিকতাও প্রত্যাশিত মনে হয়েছে গিলের কাছে। তবে চলতি টেস্ট সিরিজে দু'দলের মধ্যে ফারাক গড়ে দেওয়ার জন্য ভারতের পেসারদের কৃতিত্ব দিলেন শুভমন।

চলতি টেস্ট সিরিজে যা ভাবা হয়েছিল, দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন ছবি। ভারতীয় স্পিনারদের একতরফা দাপট দেখা যাবে বলেই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে বল হাতে সব থেকে বেশি দাপট দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত দু'দলের মধ্যে সব থেকে বেশি ১৭টি উইকেট নিয়েছেন বুমরাহ।

ভারতের চার স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (১১টি), রবীন্দ্র জাদেজা (১২টি), কুলদীপ যাদব (৮টি) ও অক্ষর প্যাটেল (৫টি) মিলে সংগ্রহ করেছেন সাকুল্যে ৩৬টি উইকেট। সেখানে ভারতের তিন পেসার বুমরাহ (১৭টি), সিরাজ (৪টি) ও মুকেশ (১টি) সংগ্রহ করেছেন মোট ২২টি উইকেট।

স্বাভাবিকভাবেই চলতি সিরিজে ভারতের সার্বিক পারফর্ম্যান্সে পেসারদের অবদান অস্বীকার করা যাবে না। রাঁচি টেস্টের আগে এই বিষয়টি উল্লেখ করতে ভোলেননি শুভমন গিল। সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান যে, চলতি সিরিজে তফাৎ গড়ে গিয়েছেন ভারতের পেসাররাই।

গিল বলেন, ‘ভারতের যেখানেই খেলা হোক না কেন, পিচে স্পিনারদের জন্য অল্প-বিস্তর সাহায্য থাকেই। অ্যাশ ভাই (অশ্বিন), জাড্ডু ভাই (জাদেজা) যেভাবেই হোক উইকেট তুলে নেন। তবে এই সিরিজে আমাদের পেসাররা যেভাবে বল করেছেন, সেটাই তফাই গড় দিয়েছে দু’দলের মধ্যে।'

আরও পড়ুন:- IND vs ENG 4th Test: 'এমন পিচ আগে কখনও দেখিনি', রাঁচির বাইশগজের সম্ভাব্য চরিত্র নিয়ে ধোঁয়াশায় স্টোকস

উল্লেখযোগ্য বিষয় হল, রাঁচি টেস্টে ভারত দলে পাচ্ছে না সিরিজের সেরা বোলার জসপ্রীত বুমরাহকে। ওয়ার্ক লোড ম্যানেজের কথা ভেবে তাঁকে চতুর্থ টেস্ট থেকে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই বুমরাহকে ছাড়া ভারতের বোলিং বিভাগকে তুলনায় দুর্বল দেখাচ্ছে। গিল মেনে নিলেন যে, বিরাট কোহলির মতো জসপ্রীত বুমরাহর যথাযথ বিকল্প খুঁজে পাওয়াও সম্ভব নয়। তবে তিনি এটাও জানাতে ভোলেননি যে, বুমরাহর অভাব ঢাকার মতো বোলার রয়েছেন ভারতীয় শিবিরে।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: নক-আউটের আগে রঞ্জির এলিট গ্রুপে সব থেকে বেশি রান কাদের? দেখুন সেরা ১০

এই প্রসঙ্গে গিল বলেন, ‘বিরাট ভাইকে নিয়ে আমি যেমনটা বলেছি, ঠিক তেমনই বুম ভাইয়ের (বুমরাহ) মতো ক্রিকেটার না খেললে যে কোনও দল তাঁর অভাব টের পাবে। তার উপর ওঁই আমাদের পেস বোলিং বিভাগের নেতা। তবে অন্যদিকে তাকান, সিরাজ গত ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে চারটি উইকেট নিয়েছেন। সুতরাং, আমি মনে করি যে, ভারতীয় পরিবেশে বল করার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে আমাদের সব পেসারের। তাছাড়া সবাই রিভার্স সুইং করাতে পারেন।’

কোহলি-বুমরাহদের না থাকা বাকিদের কাছে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ বলেও মন্তব্য করেন গিল। তাঁর কথায়, ‘গত তিনটি টেস্টে বিরাট ভাই আমাদের সঙ্গে নেই। অবশ্যই এই মানের ক্রিকেটারের না থাকা দলের পারফর্ম্যান্সে প্রভাব ফেলে। তবে আমি মনে করি যে, সরফরাজ প্রথম সুযোগেই দারুণ খেলেছে। অর্থাৎ, নতুনরা যতটুকু সুযোগ পাচ্ছে, সেটাকে কাজে লাগাতে চাইছে। ওরা জানে যে, কোহলি ভাই, বুম ভাই ফিরলে ওদের জায়গা ছেড়ে দিতে হবে। তাই যতটুকু সুযোগ পাওয়া যায়, সেটাকেই যথাযথ ব্যবহার করতে চাইছে নতুনরা।’

ক্রিকেট খবর

Latest News

কোজাগরী লক্ষ্মীপুজোয় ব্যাঙ্ক খোলা কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে ছুটি? রইল লিস্ট মুখ্যমন্ত্রীর পুজো কার্নিভালে হাজির মুনমুন কন্যারাও, বসেছিলেন সকলের অগোচরে? ব্ল্যাক হাঙ্ক লুক নিয়ে হাজির রণবীর, নেটিজেনদের চক্ষু চড়কগাছ! কোন ছবির লুক? ২০২৪ সালে ভারতের 'সবচেয়ে সুন্দর নিরামিষাশী তারকা'র তকমা পেলেন জ্যাকলিন ও রীতেশ লক্ষ্মীপুজোর ২ দিনই বৃষ্টি হবে ২০ জেলায়! কোনগুলি শুষ্ক থাকবে? পরে ভাসবে বাংলা? দেখা নেই দেব, রাজ-শুভশ্রীদের, গুটিকতক তারকা নিয়ে মমতার কার্নিভাল যেন জৌলুসহীন প্রতি বছর পালিত হয় না এই সংক্রান্তি, এই বছর হবে, কী এই গারু সংক্রান্তি চাপে পড়ে চিকিৎসককে ছেড়ে দিল পুলিশ, টি শার্টে তখনও লেখা, শিরদাঁড়া বিক্রি নেই.. শেষ চারে অজিদের এড়িয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, দেখুন বিশ্বকাপের সেমিফাইনালের সূচি লক্ষ্মী পুজো নিয়ে কী বললেন দেবলীনা? কেমন হবে এবার উত্তম কুমারের বাড়ির পুজো

Women World Cup 2024 News in Bangla

'লিগ টপার' ইংল্যান্ডকে ছিটকে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ৪ দিন আগেই হারিয়েছেন বাবাকে! দেশের স্বার্থে তবু মাঠে পাক অধিনায়ক! চোখ ভিজল জলে… T20 WC 2024: পাকিস্তানকে হারিয়ে ভারতের স্বপ্নে জল ঢেলে শেষ চারে উঠল নিউজিল্যান্ড IND v AUS: মাঠে ভেঙে পড়লেন হরমন, মুখ ঢাকলেন স্মৃতি! কেমন ছিল ভারতের সাজঘরের ছবি কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা হাড় হিম করা ছবি বিশ্বকাপে! মাঠে আছড়ে পড়ে যন্ত্রণায় ছটফট করলেন অজি তারকা-Video ২০ ওভারে মাত্র ২ ছয়! ম্যাচ শেষে শেফালি বললেন,‘মাঠ বড় ছিল’! ফোকাসে অজি ম্যাচ...

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.