বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: রোহিতের দলকে দুর্বল করে ইংল্যান্ড সিরিজের প্রথম ২টি টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি

IND vs ENG: রোহিতের দলকে দুর্বল করে ইংল্যান্ড সিরিজের প্রথম ২টি টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি

ইংল্যান্ড সিরিজের প্রথম ২টি টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহিল। ছবি- পিটিআই।

India vs England Tests: তাড়াতাড়িই জাতীয় নির্বাচকরা কোহলির পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করবেন বলে জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।

দীর্ঘ ১৪ মাস পরে ভারতের টি-২০ স্কোয়াডে ফিরেও আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে আফগান সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামেননি তিনি। তবে শেষ ২টি ম্য়াচে খেলতে নামেন বিরাট। এবার আরও একবার ব্যক্তিগত কারণে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিলেন কোহলি।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টেস্টের ভারতীয় স্কোয়াডে স্বাভাবিকভাবেই নির্বাচিত হন বিরাট। তবে একেবারে শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সিরিজের প্রথম ২টি টেস্ট খেলবেন না বলে জানিয়ে দেন তিনি। বোর্ডের তরফে কোহলির সরে দাঁড়ানোর কথা জানিয়ে দেওয়া হয় বিজ্ঞপ্তি জারি করে।

ঠিক কী কারণে কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টেস্টে মাঠে নামবেন না, সেটা নিশ্চিত করেনি বিসিসিআই। বরং মিডিয়া ও অনুরাগীদের কোহলির ব্যক্তিগত বিষয় নিয়ে গোপনীয়তা বজায় রাখা ও অমূলক জল্পনা উসকে না দেওয়ার অনুরোধ জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এও জানানো হয় যে, তাড়াতাড়িই জাতীয় নির্বাচকরা প্রথম ২টি টেস্টের জন্য কোহলির পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করবেন। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দেশের হয়ে মাঠে নামা সর্বদা আগ্রাধিকার পায় কোহলির কাছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে বিরাটের বিশেষ মনোযোগ দেওয়া দরকার অন্যত্র। তাই ক্যাপ্টেন রোহিত, কোচ দ্রাবিড়-সহ টিম ম্য়ানেজমেন্ট ও জাতীয় নির্বাচকদের সঙ্গে কথা বলেই ইংল্যান্ড সিরিজের প্রথম ২টি টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন তিনি। বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট কোহলির সিদ্ধান্তকে সম্মান জানায়।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: ৩০ বলে হাফ-সেঞ্চুরি, ব্যাট হাতে ঝড় তুলেও দলকে জেতাতে পারলেন না রিয়ান পরাগ, রঞ্জিতে ফের হার অসমের

কোহলি না থাকায় সিরিজের প্রথম ২টি ম্য়াচের গেম প্ল্যান বদল করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তবে এটা নিশ্চিত যে, বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় দলের শক্তি কমল অনেকটাই।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টেস্টের ভারতীয় স্কোয়াড:-

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, যশস্বী জসওয়াল, বিরাট কোহলি (সরে দাঁড়িয়েছেন), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন) ও আবেশ খান।

আরও পড়ুন:- IND vs ENG: ইংল্যান্ড সিরিজেই কিংবদন্তি ব্র্যাডম্য়ানকে টপকে যেতে পারেন কোহলি, রয়েছে ৯ হাজারি হওয়ার হাতছানিও

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি:-

প্রথম টেস্ট: ২৫-২৯ জানুয়ারি (হায়দরাবাদ)।
দ্বিতীয় টেস্ট: ২-৬ ফেব্রুয়ারি (বিশাখাপত্তনম)।
তৃতীয় টেস্ট: ১৫- ১৯ ফেব্রুয়ারি (রাজকোট)।
চতুর্থ টেস্ট: ২৩-২৭ ফেব্রুয়ারি (রাঁচি)।
পঞ্চম টেস্ট: ৭-১১ মার্চ (ধরমশালা)।

ক্রিকেট খবর

Latest News

বৈবাহিক ধর্ষণ কেন 'ব্যতিক্রমী'? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বোঝাল কেন্দ্র এবার গ্রেফতার আরজি করের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে, সিবিআই জালে সন্দীপের ডান-হাত 'সামান্থাকে রাজনৈতিক নেতার কাছে পাঠাতে চেয়েছিল নাগার্জুন', ক্ষমা চাইল মন্ত্রী আগামিকাল কেমন কাটবে? ভালো খবর আসবে? জেনে নিন ৪ অক্টোবর শুক্রবারের রাশিফল আসছে মেডিক্যালের নতুন পিজি কোর্স, পড়ানো হবে মেডিক্যাল কলেজে, গাইডলাইন দিল NMC ১০ বছর পরে ICC Women's T20 WC-এ ম্যাচ জিতল বাংলাদেশ, স্কটল্যান্ডকে হারাল ১৬ রানে Sindoor in Astrology: ভাগ্যের মোড় ঘোরাতে পারে সিঁদুর ভয় দেখিয়ে হচ্ছে কাজ! বাংলাদেশে দুর্গা-সহ ৭ প্রতিমা ভাঙচুর, পুজোর আগেই তাণ্ডব ‘আপতত সিঙ্গল থাকতে চাই’,প্রেমে অনীহা সুস্মিতার! এভি-র সঙ্গে কী প্ল্যান এই পুজোয়? বেঙ্গালুরুর আকাশে এক রহস্যময় রঙিন আলো, ঠিক ৮০০০০ বছর পর ঘটল এই বিরল ঘটনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.