ব্যাট হাতে অভিষেক ম্যাচ থেকেই দুর্দান্ত ইনিংস খেলে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার যশস্বী জসওয়াল। শুধু দুর্দান্ত ইনিংসই নয়, একেবারে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি। অল্প সময়ের মধ্যেই তিনি রীতিমতো দলের একটি স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই করে ফেলেছেন একাধিক দুটি দ্বিশতরান। অধিকাংশ প্রাক্তন ক্রিকেটারই মনে করছেন যে আগামীদিনে ভারতীয় ক্রিকেটকে এক অন্য মাত্রায় নিয়ে যাবেন যশস্বী। এছাড়া তিনি জিতে ফেলেছেন ফেব্রুয়ারি মাসের আইসিসির সেরা ক্রিকেটারের খেতাব। সবমিলিয়ে, এই মুহূর্তে এই তরুণ ব্যাটার হয়ে উঠেছে সকলের নয়নের মনি।
কিন্তু ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ নক্ষত্র এবার টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিশেষ মন্তব্য করলেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন যে ম্যাচের পরিস্থিতি নিয়ে হিটম্যানের দারুণ অভিজ্ঞতা রয়েছে এবং তাঁর ব্যাপারটাই আলাদা। এরপরই যশস্বী জানান যে রোহিতের সঙ্গে খেলার মজাটাই আলাদা।
ম্যাচ চলাকালীন একটি মুহূর্তের কথা তুলে ধরেন যশস্বী। তিনি বলেন, 'একটি মুহূর্ত আসে যখন রোহিত ভাই আমায় সামনে এসে বলেন যে সোজা শট নেওয়া এখন ভালো হবে। তাই ওঁর দেওয়া পরামর্শ অনুযায়ী আমি সোজা মারতে শুরু করি। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে ওনার চোখে সবকিছুই পরে, কোনও কিছুই আড়াল হয় না। ও সবকিছুই জানেন এবং ভালো করে বুঝতে পারে। এটা ওঁর সবচেয়ে বড় গুণ। রোহিত ভাই বুঝতে পারে যে পরমহুর্তে কী হতে পারে বা কী হতে চলেছে। ব্যাপারটাই আলাদা। সত্যি বলতে ওঁর সঙ্গে খেলার মজাটাই আলাদা।'
এরপর তারকা ওপেনার আরও দাবি করেন যে তিনি হিটম্যানের থেকে অনেক কিছু শিখেছেন এই কয়েক দিনে। যশস্বী জসওয়াল বলেন, 'রোহিত ভাইয়ের মতো একজনকে ড্রেসিংরুমে পেয়ে আমি সত্যিই ধন্য। ওঁর সঙ্গে খেলাটা আমি দারুণ উপভোগ করছি। এমন অনেক মুহূর্ত আছে যেগুলো আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাই না, সেগুলো আপাতত আমার কাছেই থাকুক। যেভাবে রোহিত ভাই ক্রিকেটারদের লাগাতার সাহায্য করে চলেছেন বা যেভাবে উনি লোকের সঙ্গে কথা বলেন বা নিজের খেলা খেলেন, সত্যিই এটা প্রশংসার যোগ্য। যাই হয়ে যাক না কেন, সর্বদাই ক্রিকেটারদের পাশে থাকে। আমি মনে করি যে কেউ যদি নিজের দলের অধিনায়কের মধ্যে এই জিনিসটা দেখে, তাহলে সে খুশিই হবে। আমি এই অল্পদিনে রোহিত ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি এবং আগামীদিনেও শিখে চলবো।'