যশস্বী জয়সাল তাঁর টেস্ট ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত করেছেন। ভারতের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলে তিনি ৮৬১ রান করেছেন, যার মধ্যে দু'টি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং দু'টি হাফসেঞ্চুরি রয়েছে। এই রানের অর্ধেকেরও বেশি এসেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চলতি সিরিজে। তিনটি টেস্টের ছয় ইনিংসে ইতিমধ্যে ৫৪৫ রান করে ফেলেছেন যশস্বী। যার মধ্যে দু'টি ডাবল সেঞ্চুরি রয়েছে। ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টে তিনি ২০৯ রান করেন এবং রাজকোটে তৃতীয় টেস্টে অপরাজিত ২১৪ রান করেন। এই দু'টি টেস্টই ভারত দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নেয়।
যশস্বীর শৈশবের কোচ জ্বলা সিং প্রকাশ করেছেন যে, এই সবই শুরু হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার একটি আশ্চর্যজনক ফোন কলের মাধ্যমে।ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে হোম টিমের রেকর্ড ৪৩৪ রানে জয়ের একদিন পর ইন্ডিয়া টুডে-র সঙ্গে কথা বলার সময়ে জ্বলা সিংকে জিজ্ঞেস করা হয়েছিল, রোহিতের সঙ্গে ভারতের ওপেনার হিসেবে যশস্বীর জুটি বাঁধার প্রসঙ্গে। এর জবাবেই জ্বলা সিং একটি ফোন কলের কথা বলেছেন। পাঁচ বছর আগে রোহিত যখন ফোন করেছিল যশস্বীকে, তখন তিনি মুম্বইয়ের হয়ে খেলছে।
আরও পড়ুন: ঘুর্ণি পিচ বানিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী- নিন্দুকদের এহেন সমালোচনা ফুৎকারে ওড়ালেন রোহিত
জ্বলা সিং যোগ করেছেন যে, রোহিত মুম্বইয়ের একজন খেলোয়াড়ের ফোনে কল করেছিলেন এবং যশস্বীর সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। বর্তমান ভারত অধিনায়ক তখন, যশস্বীকে বলেছিলেন যে, তিনি জাতীয় দলের অংশ হবেন।
জ্বলা বলছিলেন, ‘রোহিত একজন দুর্দান্ত খেলোয়াড়, ও মুম্বইয়ের হয়েও খেলেছে। মনে আছে, একদিন যশস্বী আমাকে একটা গল্প বলেছিল। তখন ও মুম্বইয়ের হয়ে খেলছে। সেই সময়ে রোহিত কিছু সতীর্থকে ফোন করে বলেছিল যে, ও যশস্বীর সঙ্গে কথা বলতে চায়। এটি প্রায় ৪-৫ বছর আগের ঘটনা। ও যশস্বীকে বলেছিল, আমি এখন যেখানে আছি, তুমিও একদিন সেখানেই থাকবে। এর পর যশস্বী দ্রুত আমাকে ফোন করে এবং রোহিতের কলের কথা জানায়। ও খুব উত্তেজিত ছিল। এখন রোহিত ওর অধিনায়ক এবং ওপেনিং পার্টনার। তাই সেই স্তরের স্বাচ্ছন্দ্য রয়েছে যশস্বীর।’
রোহিত এবং যশস্বী এখনও পর্যন্ত ১৩ ইনিংসে একসঙ্গে ব্যাট করেছেন। এবং তারা দু'টি সেঞ্চুরি সহ ৭৮৮ রান সংগ্রহ করেছেন। যশস্বী তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে গত কয়েক সপ্তাহ ধরে প্রশংসা পেলেও, ভারত অধিনায়ক সামনাসামনি যশস্বীকে নিয়ে উচ্ছ্বাস দেখাতে রাজি নন। তিনি বরং রবিবার ম্যাচের পর বলেছেন, ‘আমি ওর সম্পর্কে অনেক কথা বলেছি। আমি নিশ্চিত যে, দলের বাইরের লোকেরাও ওর সম্পর্কে অনেক কথা বলছে। আমি ওকে নিয়ে খুব বেশি আর কথা বলতে চাই না। তবে এটা বলব যে, ও ওর ক্যারিয়ার শুরু করেছে অন্য উচ্চতায়।’