যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের পারফরম্যান্সে একেবারে মুগ্ধ রোহিত শর্মা। ভারতীয় টেস্ট দলের তরুণ ত্রয়ীকে নিয়ে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। আর তার মাধ্যমেই নিজের মুগ্ধতার কথা বুঝিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। হিটম্যান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের ছবি শেয়ার করেছেন। তিনি এই ছবির মাধ্যমে এই তরুণ খেলোয়াড়দের দক্ষতার প্রশংসা করেছেন। রোহিত এই ছবিগুলিতে আকর্ষণীয় ক্যাপশনও দিয়েছেন।
এই ত্রয়ীর ফটোতে রোহিত ক্যাপশন লিখেছেন ‘ইয়ে আজকাল কি বাচ্চে’, অর্থাৎ ‘এরা আজকালকার বাচ্চা’। এর সঙ্গে হাততালির একটি ইমোজিও যোগ করেছেন তিনি। এটা স্পষ্ট যে, রোহিতের এই ইনস্টা স্টোরিটি যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের দুরন্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন। এভাবেই তরুণদের মনোবল বাড়াতে সাহায্য করেছেন এবং তাঁদের উৎসাহ দিয়েছেন রোহিত।
তরুণ খেলোয়াড়দের শক্তিশালী পারফরম্যান্স
রাজকোট টেস্টে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতের এই তরুণ ত্রয়ী। রবিবার শেষ হওয়া টেস্টে ভারতের জয়ে এই তিন তরুণই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ডাবল সেঞ্চুরি করে ইংল্যান্ডের জয়ের আশা পুরোপুরি ধ্বংস করে দেন যশস্বী জয়সওয়াল। এই টেস্টের উভয় ইনিংসেই দ্রুত হাফ সেঞ্চুরি করে সরফরাজ টিম ইন্ডিয়াতে নিজের জায়গা নিশ্চিত করেন। অন্যদিকে, উইকেটরক্ষক ধ্রুব জুরেলও এই ম্যাচে ৪৭ রানের ইনিংস খেলেন এবং উইকেটের পিছনে দাঁড়িয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বেন ডাকেটকে রান আউট করা সম্ভব হয়েছে তাঁর কারণেই।
আরও পড়ুন: বাবার দেওয়া ‘খারাপ বউমা’ তকমা মুছে, স্ত্রীকে ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করে মান বাড়ালেন জাদেজা
মজার ব্যাপার হল, এটাই ছিল সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের অভিষেক ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচেই এই দুই তরুণই হৃদয় জয়ী পারফরম্যান্স করেছেন। অন্যদিকে, যশস্বীও এখনও পর্যন্ত মাত্র ৭টি টেস্ট খেলেছেন। গত বছরই টেস্টে অভিষেক হয় তাঁর। এত অল্প সময়েও আন্তর্জাতিক ক্রিকেটে বড় ভালো জায়গায় পৌঁছে গিয়েছেন যশস্বী।
আরও পড়ুন: পঞ্জাবকে নাস্তানাবুদ করে হারিয়ে ৭ বছর পর রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে সাই কিশোরের তামিলনাড়ু
ভারতের রেকর্ড জয়
রাজকোটে ব্যাজবলের গঙ্গাপ্রাপ্তি ঘটিয়ে ইংল্যান্ডকে দুমড়ে দিয়েছে ভারত। ৪৩৪ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। যা রানের নিরিখে ভারতের টেস্ট ইতিহাসে সব থেকে বড় জয়। অর্থাৎ ভারতের ৯২ বছরের টেস্ট ইতিহাসে কখনও এত বেশি রানে জেতেনি টিম ইন্ডিয়া। এতদিন ভারতের সর্বাধিক জয়ের মার্জিনের থেকে ৬২ রান বেশি। এতদিন টেস্টে রানের বিচারে ভারতের সব থেকে বড় জয় এসেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০২১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেবার ৩৭২ রানে জিতেছিল ভারত। সেই জয়কে রবিবার ছাপিয়ে গেল রোহিত শর্মা ব্রিগেড।