India vs South Africa 2nd Test, Team India India's probable Playing XI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কেপটাউনের নিউল্যান্ডসে। ভারতীয় দল বর্তমানে সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে। কারণ সেঞ্চুরিয়নে একটি ইনিংস এবং ৩২ রানে পরাজয়ের মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার নজর থাকবে এই ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণাকে আবার সুযোগ দেয় কিনা নাকি প্লেয়িং একাদশে নতুন কাউকে সুযোগ দেয় সেদিকেই নজর থাকবে সবার। এছাড়া অশ্বিনের জায়গায় রবীন্দ্র জাদেজা প্লেয়িং একাদশে জায়গা করে নিতে পারবেন কি না সেটাও দেখার বিষয়।
মহম্মদ শামির বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে আবেশ খানকে। পিঠের ব্যথার কারণে রবীন্দ্র জাদেজা প্রথম টেস্ট খেলতে না পারলেও, সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্টের জন্য অভিমন্যু ঈশ্বরন দলের অংশ ছিলেন না। প্রথম টেস্টে শুধু টিম ইন্ডিয়ার ব্যাটিংই হতাশাজনক ছিল না, বোলারদের পারফরম্যান্সও ছিল গড়পড়তা।
সেঞ্চুরিয়ন টেস্টের সময়, শার্দুল ঠাকুর ১৯ ওভার বল করেছিলেন এবং ১০১ রান দিয়েছিলেন। মাত্র একটি উইকেট পেয়েছিলেন শার্দুল ঠাকুর। এছাড়াও প্রসিধ কৃষ্ণা ২০ ওভার বল করেছিলেন এবং তিনি ৯৩ রান খরচ করেছিলেন এবং তিনিও মাত্র একটি উইকেট নিতে সফল হয়েছিলেন। তখন থেকেই মনে করা হচ্ছিল এই দুই খেলোয়াড়ই প্লেয়িং ইলেভেনের বাইরে থাকতে পারেন, বিশেষ করে প্রসিধ কৃষ্ণা।
যাইহোক, কেপটাউন টেস্টের আগে ম্যাচের প্রাক্কালে আয়োজিত সংবাদ সম্মেলনে, রোহিত শর্মা ইঙ্গিত দিয়েছেন যে ম্যানেজমেন্ট আবারও প্রসিধ কৃষ্ণার উপর আস্থা রাখতে পারে। বোলিংয়ে সম্ভাব্য পরিবর্তন এবং মুকেশ কুমারকে সুযোগ দেওয়ার বিষয়ে রোহিতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ‘এই টেস্ট ম্যাচের জন্য আমরা কী ধরনের বোলার চাই তা নিয়ে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমরা এখনও আমাদের প্লেয়িং ইলেভেন চূড়ান্ত করিনি। এটা ঠিক করা হয়নি। আমাদের সব খেলোয়াড়ই ফিট এবং নির্বাচনের জন্য উপলব্ধ। আমরা এখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব না।’
রোহিত শর্মা আরও বলেছিলেন, ‘আমি জানি আমাদের বোলিং কিছুটা অনভিজ্ঞ এবং যখন এমন হয় তখন আপনাকে তাদের প্রতি আস্থা দেখাতে হবে। এটি যে কোনও দলের সঙ্গেই ঘটতে পারে। শেষ ম্যাচের পর আমি বলেছিলাম যে প্রসিধ তার প্রথম ম্যাচ খেলছে। যখন কেউ তাঁর প্রথম ম্যাচ খেলে তখন সকলেই নার্ভাস থাকেন।’
প্লেয়িং ইলেভেন এমন হতে পারে
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/মুকেশ কুমার, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা/আবেশ খান।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, টনি ডি জর্জি, কিগান পিটারসেন, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন, মার্কো জনসন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিদি।