ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শনিবার চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার উপর বেশ চাপ রয়েছে। কারণ তারা ইতিমধ্যে ১-২ সিরিজে পিছিয়ে রয়েছে। এই ম্যাচটি ভারতের কাছে মরণ-বাঁচন। হারলেই সিরিজ হাতছাড়া। ভারত এই ম্যাচে তাই আশা করে রয়েছে যে, ব্যাটসম্যানরা ফের দুরন্ত ছন্দে থেকে দলকে দ্বিতীয় জয় এনে দিয়ে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করবে। তৃতীয় টি-টোয়েন্টির জয়ের ধারাই তারা ধরে রাখতে চাইবে।
তৃতীয় টি-টোয়েন্টিতে ইশান কিষাণকে বিশ্রাম দিয়ে যশস্বী জয়সওয়ালকে খেলানো হয়েছিল। অভিষেক ম্যাচেই নজর কাড়তে চূড়ান্ত ব্যর্থ হন যশস্বী। ওপেন করতে নেমে ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন যশস্বী। ম্যাচের প্রথম ওভারেই পেসার ওবেদ ম্যাকয়ের বলে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। দলের রান তখন মাত্র ৬। যশস্বীর সঙ্গে শুভমন গিলের ওপেনিং জুটিও দানা বাঁধেনি। তবে আগের দুই ম্যাচেও ইশান কিষান এবং শুভমন গিল ওপেনিং জুটিতে স্কোর করতে ব্যর্থ হয়েছেন। তাঁরা ওপেনিং জুটিতে যথাক্রমে মাত্র ৫ এবং ১৬ রান করেছিলেন। ওপেনিং জুটি ব্যর্থ হওয়া মানে মিডল অর্ডারে চাপ পড়া।
আরও পড়ুন: বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ মাহমুদুল্লাহ রিয়াদ, নতুন মুখ তানজিদ
এই ম্যাচে ইশান কিষানকে একাদশে ফেরানো হয় কিনা, সেটা দেখার। তবে যাঁরাই ওপেন করুন না কেন, টিম ম্যানেজমেন্ট চাইবে, তাঁরা যেন প্রথম উইকেটে সাফল্যের সঙ্গে শুরুটা করেন এবং ভারতের ভিত যেন তাঁরা মজবুত করেন। যেহেতু ভারতের অর্ধেক প্লেয়ারকেই বিশ্রাম দেওয়া হয়েছে, তাই টেল-এন্ডারে ব্যাট হাতে হাল ধরার সে ভাবে কেউ না থাকায়, উপরের দিকে থাকা ব্যাটারদেরই ভালো পারফরম্যান্স করতে হবে। ভারত সাত নম্বরে অক্ষর প্যাটেলকে খেলাচ্ছে। তবে তারা পাঁচ বোলার নিয়ে খেলতে নামছে।
আরও পড়ুন: দিল্লির হয়ে আর খেলতে চান না, ছাড়পত্রের আবেদন নীতিশ রানা এবং ধ্রুব শোরের- রিপোর্ট
জেনে নিন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ম্যাচটি কখন, কী ভাবে, কোন চ্যানেলে দেখবেন, ম্যাচের লাইভ স্ট্রিমিং-ই বা কোথায় দেখা যাবে:
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ম্যাচ কখন হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ হবে শনিবার, ১২ অগস্ট, ভারতীয় সময়ে রাত ৮টায়।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লডারহিল, ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের সম্প্রচার কোথায় হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ দূরদর্শন স্পোর্টসের মাধ্যমে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় পাওয়া যাবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি JioCinema-এর মাধ্যমে লাইভ স্ট্রিম করা হবে। এছাড়া প্রতি মুহূর্তের আপডেট পাওয়া যাবে HT বাংলায়।