বাংলা নিউজ > ক্রিকেট > IND W vs ENG W: পরপর ম্যাচ খেলা খুব কঠিন, তবে টেস্টের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াল, বললেন মন্ধনা

IND W vs ENG W: পরপর ম্যাচ খেলা খুব কঠিন, তবে টেস্টের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াল, বললেন মন্ধনা

স্মৃতি মন্ধনা। ছবি-পিটিআই (PTI)

অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয়ের মুখ দেখল ভারত। সিরিজ হারলেও টেস্ট ম্যাচের আগে জয় পেয়ে খুশি স্মৃতি।

অবশেষে সম্মানরক্ষা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টি-২০ ম্যাচে জয় পেল হরমনপ্রীত কৌররা। রবিবার ৫ উইকেটে জয় পেল তারা। সৌজন্যে স্মৃতি মন্ধনার গোছানো একটি ইনিংস এবং শ্রেয়াঙ্কা পাতিলের দুর্দান্ত বোলিং। তবে অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে খেলতে হয় ১৯টা ওভার। 'হোয়াইট ওয়াশ' হওয়ার থেকে নিজেদের বাঁচিয়ে খুশি টিম ইন্ডিয়া। এদিন ম্যাচ শেষে এক সাংবাদিক সম্মেলনে তারকা ওপেনার স্মৃতি মন্ধানা দাবি করেছেন যে পরপর দুদিন ম্যাচ খেলা কঠিন বিষয়, তবে আসন্ন টেস্ট ম্যাচের আগে জয় এক আলাদা আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন যে তিনি খুশি কারণ এই জয়ের মধ্যে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর।

রবিবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলতে নামে দুই দল। প্রথম দুই ম্যাচের পুরোপুরি উল্টোটা হয় এদিন। ভারতীয় বোলারদের সামনে রীতিমতো দুর্বল দেখায় ইংল্যান্ডের ব্যাটারদের। এদিন রীতিমত চাপে দেখা গিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে। তবে ভারতের জন্যও জয়ের রাস্তা মোটেই সহজ ছিল না। অল্প রানের লক্ষ্য তাড়া করতে মাত্র ১৯ ওভারেই জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় ভারত। এদিন ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্মৃতি মন্ধনা।

ম্যাচ শেষে তিনি জানান যে টেস্ট ম্যাচের আগে এই জয় তাদের খুবই প্রয়োজন ছিল। তিনি বলেন, 'প্রথম দুই ম্যাচে আমাদের ফল একেবারেই ভালো হয়নি। তবে শেষ ম্যাচে জয় আমাদের দরকার ছিল। বিশেষ করে টেস্টের আগে এই জয় আমাদের অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাশাপাশি এও বলতে হবে, পরপর দু'দিন ম্যাচ খেলা খুব সহজ বিষয় নয়। আমি আজ যেভাবে ব্যাটিং করতে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। তবে খুশি এই জয়ে আমার অবদান রয়েছে বলে। আমনজ্যোতও ভালো খেলেছে।'

এছাড়াও এদিন দলের প্রশংসা করে অধিনায়ক হরমনপ্রীত কৌর দাবি করেছেন যে তাদের দল বেশ ভালো উন্নতি করেছে এবং সেটা লক্ষ্য করা গিয়েছে তৃতীয় ম্যাচে। তিনি বলেন, 'আমরা সিরিজ হেরেছি ঠিকই, তবে দল হিসেবে আমরা অনেক উন্নতি করেছি এবং আজকের ম্যাচে সেটা স্পষ্টই লক্ষ্য করা গিয়েছে। আমি আশাবাদী আগামী দিনে আমরা আরও ভালো পারফর্ম করব।' এদিন জয় নিয়ে খুশি প্রকাশ করেছেন ম্যাচের সেরা শ্রেয়াঙ্কা পাতিলও। তিনি জানিয়েছেন প্রথমবার তিন উইকেট পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং প্রশংসা করেছেন দীপ্তি শর্মারও লাগাতার সাহায্যের জন্য।

উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান তোলে ইংল্যান্ড। সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক হেদার নাইট। এছাড়াও জোনস করেন ২৫। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান সাইকা ও শ্রেয়াঙ্কা এবং দুটি করে উইকেট পান রেনুকা ও আমনজ্যোত কৌর। জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ওপেনার স্মৃতি মন্ধানা করেন ৪৮ রান। এছাড়া ২৯ রানের একটি ইনিংস আসে জেমিমা রড্রিগেজের ব্যাট থেকে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান ফ্রেয়া কেম্প ও সোফি একলেস্টোন এবং একটি উইকেট পান চার্লি ডিন। ম্যাচের সেরা হন শ্রেয়াঙ্কা।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল স্বস্তির খবর! ভয়ের কিছু নেই,শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত! জানালেন স্মৃতি… চার্জশিট-সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল!'ডাক্তারবাবু'কে কটাক্ষ TMCP নেত্রীর কালই নিম্নচাপ তৈরি, বাড়বে শক্তি, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে কয়েকদিন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.