ভারত তথা বিশ্বের অন্যতম সুদৃশ্য আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তবে ধরমশালার আবহাওয়া এই মুহূর্তে নির্বিঘ্নে ক্রিকেট ম্যাচ আয়োজনের পক্ষে চ্যালেঞ্জিং সন্দেহ নেই। নিতান্ত ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামকে। তার উপর তুষারপাত তো রয়েছেই। গত কয়েক সপ্তাহ ধরেই বরফে ঢাকা মাঠ ও স্টেডিয়ামের ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।
যদিও এমন প্রতিকূলতা সত্ত্বেও ভারত-ইংল্যান্ড টেস্ট আয়োজনে বিশেষ অসুবিধা হবে না বলে আশ্বাস পাওয়া গিয়েছে কিউরেটরের তরফে। তবে আবহাওয়া যে ম্যাচের মাঝে বিঘ্ন ঘটাতে পারে, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
ধরমশালার ঠান্ডা আবহাওয়া ইংল্যান্ডের ক্রিকেটারদের স্বস্তি দিতে পারে, তবে পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি দুশ্চিন্তায় রাখতে পারে বেন স্টোকসদের। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জনি বেয়ারস্টো নিশ্চিত করেন যে, রঞ্জি ট্রফিতে ব্যবহৃত পুরনো পিচেই খেলা হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। অর্থাৎ, গত মাসে রঞ্জিতে ব্যবহৃত সেকেন্ডহ্যান্ড পিচেই সিরিজের শেষ টেস্টে ভারতীয় বোলারদের মোকাবিলা করতে হবে ব্রিটিশ ব্যাটারদের।
আবহাওয়া পেসারদের অনুকূল হলেও ধরমশালায় স্লো টার্নার বাইশগজে ম্যাচ খেলা হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। সুতরাং, বেয়ারস্টোদের কাজ যে নিতান্ত সহজ হবে না, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।
উল্লেখযোগ্য বিষয় হল, ধরমশালার এই টেস্ট ম্য়াচটি অশ্বিনের মতোই জনি বেয়ারস্টোরও কেরিয়ারের শততম টেস্ট ম্য়াচ। এমন মাইলস্টোন ম্যাচের আগে বেয়ারস্টো সাংবাদিক সম্মেলনে বলেন, ‘গত মাসে রঞ্জি ট্রফিতে ব্যবহৃত পিচেই খেলা হবে এই টেস্ট। দেখা যাক কেমন আচরণ করে। এখানের আবহাওয়ার কথা মাথায় রাখলে মাঠকর্মীরা দারুণ কাজ করেছে বলতেই হয়। আউটফিল্ডও দারুণ দেখাচ্ছে। সুতরাং, আউটফিল্ড নিয়েও অত্যন্ত পরিশ্রম করেছেন গ্রাউন্ডসম্যানরা। এটি বিশ্বের অন্যতম সুন্দর একটি মাঠ।’
কেরিয়ারের শততম টেস্টের আগে জনি বেয়ারস্টো অবশ্য মোটেও পরিচিত ছন্দে নেই। তিনি ৪টি টেস্টের ৮টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ১৭০ রান সংগ্রহ করেছেন। একটিও হাফ-সেঞ্চুরি করতে পারেননি বেয়ারস্টো। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে ৩৮ রানের।
উল্লেখ্য, ভারত ইতিমধ্যেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছে। হায়দরাবাদের প্রথম টেস্টে জয় তুলে নেয় ইংল্যান্ড। বিশাখাপত্তনম, রাজকোট ও রাঁচির পরবর্তী তিনটি টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া। সুতরাং, ৩-১ ব্যবধানে লিড নিয়ে ধরমশালায় সিরিজের শেষ টেস্টে মাঠে নামছে ভারত।