মহেন্দ্র সিংহ ধোনি দুম করেই বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। চেন্নাইয়ের নতুন অধিনায়ক হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে এই ঘোষণা করা হয়েছে সিএসকে-র তরফে। রুতুরাজ আগে থেকেই জানতেন যে, সিএসকে-র ব্যাটন তাঁর হাতে আসতে চলেছে। তবে সেটা যে এবার আইপিএলেই হতে চলেছে, এটা জানা ছিল না রুতুর।
নিঃসন্দেহে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে একটি ‘গুরুত্বপূর্ণ’ দায়িত্ব চলে এসেছে। তবে তাঁকে গাইড করে দেওয়ার জন্য এমএস ধোনি নিজেই থাকবেন। সঙ্গে রবীন্দ্র জাদেজার অভিজ্ঞ নির্দেশিকাও উপলব্ধ থাকবে। স্বভাবতই রুতুরাজ কিছুটা হলেও আশ্বস্ত বোধ করছেন বলে জানিয়েছেন।
শুক্রবার চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সিএসকে। আর ২০২৪ আইপিএল ওপেনারের ঠিক একদিন আগে কিংবদন্তি ধোনি সিএসকে-র অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এবং গায়কোয়াড়ের হাতে নেতৃত্ব তুলে দেন।
যদিও গায়কোয়াড় ২০১৯ সাল থেকে ফ্র্যাঞ্চাইজির অংশ এবং দলে নিজের আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন। তবে সিএসকে-কে নেতৃত্ব দেওয়াটা নিঃসন্দেহে একটি কঠিন চ্যালেঞ্জ।
সোশ্যাল মিডিয়ায় সিএসকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে রুতুরাজ গায়কোয়াড় বলেছেন, ‘নিঃসন্দেহে এটি একটি বড় বিষয়। তার থেকেও গুরুত্বপূর্ণ গল, এটি একটি বিশাল দায়িত্ব। কিন্তু আমাদের যে গ্রুপ রয়েছে, তার জন্য আমি সত্যিই উত্তেজিত। প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞ, তাই আমার আর খুব বেশি কিছু করার দরকার হবে না।’
ধোনি তাঁকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব সময়েই সাহায্য করে থাকবেন। এবং দুই অভিজ্ঞ তারকা জাদেজা ও অজিঙ্কা রাহানেও থাকবেন, যারা গত মরশুমে ৭২.৪৯ হেড-টার্নিং স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন।
রুতু যোগ করেছেন, ‘এছাড়াও আমাকে গাইড করার জন্য দলে মাহি ভাই, জাড্ডু ভাই এবং অজ্জু ভাই (রাহানে) আছে, যারা এক একজন দুর্দান্ত অধিনায়ক ছিলেন। তাই খুব বেশি চিন্তার কিছু নেই। এটি উপভোগ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’
রুতুরাজ গায়কোয়াড় একজন স্টাইলিশ ওপেনার। গত বছর তিনি ১৬ ম্যাচে ১৪৭.৫০-এর একটি দুর্দান্ত স্ট্রাইক রেটে মোট ৫৯০ রান করেছিলেন। আর ২০২১ সালে তিনি ১৬ ম্যাচে ৬৩৫ রান করেছিলেন। মহারাষ্ট্রের ২৭ বছর বয়সী এই যুবক প্রথম বার কোনও দলকে নেতৃত্ব দেবেন, এমনটা নয়, গত বছর এশিয়ান গেমসে ভারতীয় দলকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বেই স্বর্ণপদক জিতেছিল ভারত। তিনি তার রাজ্য দল মহারাষ্ট্রকে নেতৃত্বও দিয়েছেন। গায়কোয়াড় দেশের হয়ে ছ'টি ওডিআই এবং ১৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।