আইপিএল ২০২৪-এর মরশুমে যেখানেই চেন্নাই সুপার কিংসের ম্যাচ অনুষ্ঠিত হয়, সেখানেই হলুদ আর্মির ভক্তেরা পৌঁছে যাচ্ছেন এবং স্টেডিয়ামটি হলুদের সমুদ্রে পরিণত করছেন। যার সবচেয়ে বড় কারণ হল, এমএস ধোনি। মহেন্দ্র সিং ধোনির ফ্যান ফলোয়িং কারও থেকে লুকানো নেই, ভক্তরা তাঁর প্রতি তাদের ভালবাসা প্রকাশ করতে পিছপা হন না। এছাড়াও, তাঁর এক ঝলক দেখতে, বহু ভক্তই এমন কিছু কাজও করেন যা ক্রিকেট বিশ্বকে অবাক করে দেয়। সম্প্রতি এমনই এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। এক মহেন্দ্র সিং ধোনি ভক্ত ৬৪ হাজার টাকার টিকিট কিনে স্টেডিয়ামে পৌঁছেছিলেন। এত দাম দিয়ে টিকিট কিনে স্টেডিয়ামে যাওয়ার আসল কারণ হল এমএস ধোনিকে সামনে থেকে দেখা।
এমএস ধোনিকে দেখার জন্য ভক্তরা পাগল
চিপকে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা দেখতে এক ভক্ত ৬৪ হাজার টাকার দামের টিকিট কিনলেন। নিজের তিন মেয়েকে নিয়ে ওই ভক্ত চিপক স্টেডিয়ামে গিয়েছিলেন। এই ভক্ত জানিয়েছেন যে তিনি প্রাথমিকভাবে টিকিট কাটতে পারেননি, যে কারণে তিনি ৬৪ হাজার টাকা দিয়ে কালোবাজার থেকে একটি টিকিট কিনেছিলেন। ওই ভক্ত আরও জানান, তিনি এখনও মেয়ের স্কুলের ফি দেননি। তবে এমএস ধোনিকে দেখতে তিনি এবং তাঁর তিন মেয়ে মাঠে চলে এসেছেন। অবশেষে ধোনিকে দেখতে পেয়ে তাঁরা খুব খুশি।
কী বলেন সেই মাহি ভক্ত?
স্পোর্টওয়াক চেন্নাই-এ কথা বলতে গিয়ে ওই ভক্ত বলেন, ‘আমি টিকিট পাইনি, তাই কালোবাজার থেকে টিকিট কিনেছি। এই টিকিটের মোট দাম ছিল ৬৪ হাজার টাকা। আমাকে এখনও স্কুলের ফি দিতে হবে। কিন্তু আমরা এমএস ধোনিকে একবার দেখতে চেয়েছিলাম। আমার তিন মেয়ে এবং আমি খুব খুশি।’ কথা বলতে গিয়ে সেই ভক্তের মেয়ে বলেন, ‘আমার বাবা অনেক পরিশ্রম করেছেন এই টিকিটগুলো পেতে। ধোনিকে খেলতে দেখে আমরা খুব খুশি হয়েছিলাম।’
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই ভক্ত
এমএস ধোনির ফ্যানের এই অ্যাকশনে কিছু ভক্তকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। ইউরোলজিস্ট ডক্টর জেসন ফিলিপ ভক্তকে বোকা আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এই বোকামি বর্ণনা করার মতো কোনও শব্দ আমার কাছে নেই।’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘শিশুদের শিক্ষার চেয়ে ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ নয়।’