বৃহস্পতিবার আইপিএল ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। অনেকাংশে, এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দীনেশ কার্তিক একটি আশ্চর্যজনক হাফ সেঞ্চুরি করেন। আরসিবি এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৯৬/৮ রান করেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে জয়ের জন্য ১৯৭ রানের টার্গেট দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র ১৫.৩ ওভারেই লক্ষ্য অর্জন করল মুম্বই। সাত উইকেটে জিতল তারা।
এটি আইপিএল ২০২৪ এর ২৫ তম ম্যাচ ছিল। দুই দলই তাদের দ্বিতীয় জয় খুঁজছিল। মুম্বই চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছল, আরসিবি পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিল। এমন পরিস্থিতিতে এই ম্যাচটি বেশ আকর্ষণীয় ও হাই স্কোরিং ছিল। একভাবে, বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তাই ভক্তদের মধ্যেও এই ম্যাচটি নিয়ে আগ্রহ ছিল।
আরসিবির হয়ে অভিষেক হয়েছিল উইল জ্যাকের। মুম্বই দলে একটা পরিবর্তন দেখা গিয়েছিল। পীযূষ চাওলার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে শ্রেয়স গোপালকে। আরসিবিতে তিনটি পরিবর্তন হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শুরুটা খারাপ হয়েছিল। পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ৪৪ রান ছিল। বিরাট কোহলি ৯ বলে মাত্র তিন রান এবং উইল জ্যাক ৬ বলে মাত্র আট রান করতে পারেন। আরসিবির তৃতীয় উইকেটের পতন ঘটে রজত পতিদারের (৫০)। খাতাও খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। হাফ সেঞ্চুরি করেছেন ফ্যাফ ডু প্লেসি। ৬১ রান করে আউট হন ফ্যাফ। মহিপাল লোমরও খাতা খুলতে পারেননি। সৌরভ চৌহানও বড় ইনিংস খেলতে পারেননি। বিজয়কুমার বিশাককে শূন্য রানে আউট করে পাঞ্জা খোলেন জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন… BFC v MBSG Match: মাত্র ৯ মিনিটে ৩টে গোল! বেঙ্গালুরুকে ৪-০ হারাল মোহনবাগান
মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা ভালো হয়েছিল। পাওয়ারপ্লেতে ইশান কিষান নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং স্কোর ৭০ পেরিয়ে যায়। রোহিত ও ইশান যোগ করেন ১০২ রান। ৬৯ রান করে আউট হন ইশান কিষান। তার পরে আসা সূর্যকুমার যাদব আরসিবি বোলারদের শিক্ষা দিলেন। ৩৮ রান করে আউট হন রোহিত শর্মা। মাত্র ১৯ বলে ৫২ রান করলেন সূর্যকুমার যাদব। এদিন তিনি চারটি ছক্কা ও পাঁচটি চার হাঁকালেন। হার্দিক পান্ডিয়া ৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন ও ১০ বলে ১৬ রান করেন তিলক বর্মাও অপরাজিত থাকেন। ১৫.৩ ওভারে লক্ষ্য অর্জন করে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত সাত উইকেটে জেতে হার্দিক অ্যান্ড কোম্পানি।