হাই-স্কোরিং ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে আন্দ্রে রাসেল ম্যাচের সেরা হতে পারেন, তবে কলকাতার জয়ে সুয়াশ শর্মার অবদান কতটা, যাঁরা খেলা দেখেছেন, ভুলবেন না কোনও দিন। স্কোরবুকে লেখা থাকবে ইডেনে নাইট রাইডার্স বনাম সানরাইজার্স আইপিএল ২০২৪-এর তৃতীয় লিগ ম্যাচের শেষ ওভারে সুয়াশ একটি ক্যাচ ধরেছিলেন। তবে পরিস্থিতির বিচারে সেটি কত গুরুত্বপূর্ণ ছিল, তার উল্লেখ থাকবে না কোথাও। এটাও নির্দিষ্ট করা থাকবে না যে, পিছন দিকে দৌড়ে সেই ক্যাচটি নেওয়া কতটা কঠিন ছিল।
শনিবার ইডেনে ব্যাক্তিগত পারফর্ম্যান্সের ঝলকানি দেখান অনেকেই। হায়দরাবাদের হয়ে বল হাতে লড়েন নটরাজন। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন ক্লাসেন। কেকেআরে জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হর্ষিত রানা। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফিল সল্ট ও আন্দ্রে রাসেল। তবে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় সুয়াশের শেষ ওভারের একটি ক্যাচেই।
জিততে শেষ ২ বলে ৫ রান দরকার ছিল হায়দরাবাদের। ৮টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৬৩ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলা এনরিখ ক্লাসেন ব্যাট করছিলেন। সুতরাং, ১টি বাউন্ডারি মারলেই স্কোর লেভেল হয়ে যেত। ইনিংসের ১৯.৫ ওভারে হর্ষিত রানার বলে সজোরে ব্যাট চালান ক্লাসেন। বল ব্যাটে ঠিক মতো কানেক্ট হয়নি। শর্ট থার্ডম্যানে ফিল্ডিং করা সুয়াশ শর্মার মাথার উপর দিয়ে হাওয়ায় ভেসে যায় বল। সুয়াশ বলের দিকে চোখ রেখে পিছন দিয়ে দৌড় শুরু করেন। শেষমেশ শরীর ফেলে বল লুফে নেন তিনি।
সুয়াশের নাগাল থেকে বল বেরিয়ে গেলে ইডেনের গতিশীল আউটফিল্ডে তা বাউন্ডারির বাইরে চলে যেত নিশ্চিত। সুতরাং, ম্যাচ সেখানেই বেরিয়ে যেত কলকাতার হাত থেকে। সুয়াশ এমন চাপের মুখে মাথা ঠান্ডা রেখে দুর্দান্ত ক্যাচ ধরেন। ম্যাচের শেষ বলে কামিন্স কোনও রান সংগ্রহ করতে না পারায় ৪ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেন কেকেআর।
আরও পড়ুন:- KKR-এর হয়ে অভিষেকে সব থেকে বেশি রান, সেরা ৫-এ জায়গা করে নিলেন সল্ট
সুয়াশ এদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন। রমনদীপ সিংকে বসিসে তাঁকে মাঠে নামায় কলকাতা। ২ ওভার বল করে ১৮ রান খরচ করেন সুয়াশ। সঙ্গে অনবদ্য ক্যাচ ধরে দলের জয়ে যথার্থই প্রভাব রাখেন তিনি।
ইডেনে কেকেআর শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে হায়দরাবাদ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রানে আটকে যায়।