ফের আরও একটি ম্যাচে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে ৭ ম্যাচ খেলে ছ'টিতেই হারল তারা। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাই স্কোরিং ম্যাচে ২৫ রানে হারে আরসিবি। আর এই ম্যাচে হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি গভীর হতাশা প্রকাশ করেছেন। স্বীকার করে নিয়েছেন যে, ধারাবাহিক হারের ফলে মনোবলে মারাত্মক ধাক্কা লেগেছে। আর এতে আত্মবিশ্বাসও একেবারে নিম্নমুখী হয়ে গিয়েছে।
আরসিবি বনাম এসআরএইচ ম্যাচে একাধিক রেকর্ড
সোমবারের ম্যাচে একাধিক রেকর্ড হয়। সানরাইজার্স হায়দরাবাদ ৩ উইকেটে ২৮৭ রানের বিরাট স্কোর করে। এটি আইপিএলের ইতিহাসে এক ইনিংসে করা সর্বোচ্চ রানের রেকর্ড। এই রান তাড়া করতে নেমে আরসিবি শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করে। তবে শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৬২ রানেই থেমে যায় তাদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এটি আবার সর্বোচ্চ রানের ইনিংস। ম্যাচটি উভয় ইনিংসে ৩৮টি ছক্কা হয়। সেটিও রেকর্ড। এছাড়াও উভয় দল মিলে এদিন মোট ৫৪৯ রান করেছে, এটিও রেকর্ড স্কোর।
আরও পড়ুন: BCCI-এর উচিত RCB-কে অন্য মালিকের কাছে বেচে দেওয়া- বেঙ্গালুরুর হাল দেখে ক্ষোভ উগরালেন ভূপতি
‘উন্মাদের মতো রান হয়েছে’
ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে হতাশ ডু'প্লেসি বলেছেন, ‘এই ম্যাচে যে পরিমাণ রান হয়েছে, তা উন্মাদের মতো, বিস্ময়কর। এটি একটি বিশ্ব রেকর্ড। আমি বলব না ২৭০ হওয়াটা বাঞ্ছনীয়। তবে এরকম দিনে বোলিং করাটা কঠিন ছিল। আমরা কয়েকটি জিনিস চেষ্টা করেছিলাম এবং সেগুলি খুব একটা কাজ করছিল না।’
আরও পড়ুন: মাত্র ৩৯ বলে সেঞ্চুরি, IPL-এ চতুর্থ দ্রুততম, হায়দাবাদের হয়ে ইতিহাস লিখলেন হেড
‘টানা হার মানসিক ভাবে ভেঙে দেয়’
একটি জয় যেমন অনেক আত্মবিশ্বাস জোগায়, তেমনি টানা হারও একটি দলকে মানসিক ভাবে ভেঙে দেয়। ফ্যাফ দাবি করেছেন, ‘আত্মবিশ্বাস কমে গেলে, সেটা লুকানোর কোনও উপায় থাকে না। ফাস্ট বোলারদের জন্য এই উইকেটে লড়াই করাটা বেশ কঠিন ছিল। ব্যাটিংয়ের ক্ষেত্রে আবার আমাদের কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে। পাওয়ারপ্লে-র রান রেট যাতে না কমেস সেই চেষ্টা করা দরকার। প্লেয়াররা শেষ পর্যন্ত লড়াই করেছে এবং রান তাড়া করতে নেমে কখনও হাল ছেড়ে দেয়নি। ম্যাচটা দেখে ভালো লাগল। তবে বোলিং দৃষ্টিকোণ থেকে ৩০-৪০ রান একটু বেশিই হয়েছে।’
ডু'প্লেসি তাঁর এবং তাঁর দলের উপর বিশাল চাপের কথা স্বীকার করে নিয়েছেন। আরসিবি অধিনায়ক বলেছেন, ‘এর থেকে বের হয় নিজের মনকে সতেজ করাটা গুরুত্বপূর্ণ। এটি এমন একটি মানসিক খেলা। কখনও কখনও আপনি মনে করেন, আপনার মন এবার বিস্ফোরিত হতে চলেছে। আপনি যখন প্রতিযোগিতায় ফিরে আসবেন, তখন আপনাকে সম্পূর্ণ প্রতিশ্রুতি নিয়ে ফিরে আসত হবে।’