বাংলা নিউজ > ক্রিকেট > আইপিএল বনাম লাল বল ক্রিকেট বিতর্কে সচিন, রাহুলদের উদাহরণ টেনে ইশানদের বড় বার্তা দিলেন সৌরভ

আইপিএল বনাম লাল বল ক্রিকেট বিতর্কে সচিন, রাহুলদের উদাহরণ টেনে ইশানদের বড় বার্তা দিলেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ উল্লেখ করেছেন যে, কোহলি, রোহিত, ওয়ার্নারের মতো অনেক খেলোয়াড় রয়েছেন, যাঁরা সফল ভাবে লাল-বল সাদা-বলের ক্রিকেট খেলছেন। এই প্রসঙ্গে তিনি দ্রাবিড়, তেন্ডুলকরেরও উদাহরণ দিয়েছেন। তাঁরা উভয় ফর্ম্যাটেই সাফল্যের সঙ্গে খেলেছেন। সৌরভের মতে, আইপিএল খেললে, প্রথম শ্রেণির ক্রিকেটে না খেলার কোনও কারণ নেই।

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আর প্রথম-শ্রেণির ক্রিকেট একজন প্লেয়ারের পক্ষে একসঙ্গে চালিয়ে যাওয়াটা কোনও সমস্যাই নেই। ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করার জন্য বিসিসিআই শ্রেয়স আইয়ার এবং ইশান কিষানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে। তা নিয়ে চলছে বিতর্ক। এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছেন যে, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের মতো অনেক খেলোয়াড় রয়েছেন, যাঁরা সফল ভাবে লাল-বল সাদা-বল- উভয় ফর্ম্যাটেই ভারসাম্য বজায় রেখেছেন। এই প্রসঙ্গে তিনি রাহুল দ্রাবিড় এবং সচিন তেন্ডুলকরেরও উদাহরণ দিয়েছেন। তাঁরা উভয় ফর্ম্যাটেই সাফল্যের সঙ্গে খেলেছেন। তাই সৌরভের মতে, এটা কোনও সমস্যা হতে পারে না।

টাইমস অফ ইন্ডিয়াকে সৌরভ বলেছেন, ‘ওরা লাল-বল এবং সাদা-বল- উভয় ফর্ম্যাটেই খেলতে পারে। আইপিএল ক্যারিয়ার খেলার পাশাপাশি প্রথম-শ্রেণির ক্রিকেটও খেলাটা সমস্যার নয়। এই দুই ক্ষেত্রে কোনও সংঘর্ষই নেই। প্রথম-শ্রেণির ক্রিকেট শেষ হওয়ার পরে, আইপিএল শুরু হতে প্রায় এক মাস বাকি থাকে। এতে আমি কোনও সমস্যা দেখছি না।’

আরও পড়ুন: শীঘ্রই ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন পন্ত, দিনক্ষণ বলে দিলেন সৌরভ

তিনি আরও যোগ করেছেন, ‘অনেক শীর্ষ মানের খেলোয়াড় টেস্ট ক্রিকেট এবং সাদা বলের ক্রিকেট একসঙ্গেই খেলে। আপনি কোহলি, রোহিত, বুমরাহ, কেএল রাহুল এবং ঋষভ পন্তের দিকে তাকান। বিশ্ব মঞ্চে মিচেল মার্শ রয়েছেন। মার্শ অস্ট্রেলিয়ার প্রধান লাল বলের খেলোয়াড় এখন। হ্যারি ব্রুক লাল বলের ক্রিকেট খেলে। ডেভিড ওয়ার্নার অনেক টেস্ট ক্রিকেট খেলেছে। কিন্তু ও সাদা বলের সেরা খেলোয়াড়দের একজন ছিল। এমন কী আমাদের সময়েও সচিন, রাহুল এবং আমি টেস্ট ক্রিকেট খেলেছি এবং তার পর সাদা বলের ক্রিকেট খেলেছি। এটা বলার কোনও জায়গা নেই যে, একজন প্লেয়ার একটি খেলতে পারে, কিন্তু অন্যটি নয়।’

আরও পড়ুন: শ্রেয়স এবং ইশান কেন্দ্রীয় চুক্তি ফিরে পেতে পারেন, কী ভাবে? জানালেন BCCI-এর এক কর্তা

ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট ইশান কিষানের রঞ্জি না খেলা নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তিনি ইশানের পাশে দাঁড়িয়ে বিসিসিআই-কে পরামর্শ দিয়ছেন, ‘আমার মতে বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ এবং জাতীয় নির্বাচকদের ইশানের সঙ্গে কথা বলা উচিত। ইশান আগেও রঞ্জি ট্রফি খেলেছে। এছাড়া সাদা বলের ক্রিকেটও খেলেছে। তাহলে ও কি হঠাৎ খারাপ ক্রিকেটার হয়ে গেল? এটা তো হতে পারে না।’ আসলে ইশানের সমস্যার কথাটাও সকলের শোনা উচিত বলে মনে করেন সৌরভ।

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘দিল্লি ক্যাপিটালসের সমস্ত খেলোয়াড়ই সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জি ট্রফি খেলেছে। এমন কী ইশান্ত শর্মা রঞ্জি খেলেছে। খালিল আহমেদ অনেক দিন পর পুরো মরশুমে খেলেছে। আমরা অফ সিজনে ওর সঙ্গে কাজ করেছি এবং ওকে রঞ্জি খেলার জন্য ফিট করেছি। মাত্র দু'-এক জন ব্যতিক্রম আছে, যাদের সঙ্গে কথা বলা দরকার।’

ক্রিকেট খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে আপনার? কোনও ভালো খবর পাবেন? জানুন ৮ সেপ্টেম্বরের রাশিফল বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB কপালে তিলক কেটে গণপতির আরাধনায় মধুমিতা... ছেলে, নাতি সকলকে নিয়ে পরিবারের সঙ্গে ৭৫ তম জন্মদিন উদযাপন রাকেশ রোশনের! স্বাধীনতার সময় বয়স ছিল ১৫, চিনুন কফি হাউেসের প্রবীন এই মানুষকে… ধর্ষণের সঙ্গে চলে নারকীয় অত্যাচার, মাটিগাড়া কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা আদালতের ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস… আউট হয়ে খেপে লাল রিয়ান! প্যাডে মারলেন ব্যাট, ভ্যাবাচাকা খেলেন ধারাভাষ্যকারও শশ রাজযোগে ৫ রাশির প্রেম জীবনে আসবে সুখ সমৃদ্ধি, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল বয়কট ট্রেন্ডে হাঁটল না তিন ক্লাব, দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছে, জানান কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.