মেয়েদের ক্রিকেটে এর আগে যা কেউ করে দেখাতে পারেননি, তেমনই নজির গড়লেন আইরিস জুইলিং। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ১০ ওভারের ম্য়াচে সেঞ্চুরি করলেন নেদারল্যান্ডসের ডানহাতি ওপেনার।
সোমবার ইসিসি উইমেন্স টি-১০ লিগে অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামে নেদারল্যান্ডসের মহিলা ক্রিকেট দল। কার্তামা ওভালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। জুইলিংয়ের দুরন্ত শতরানে ভর করে তারা নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৫৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। অর্থাৎ, ওভার প্রতি ডাচরা প্রায় ১৬ রান করে সংগ্রহ করে।
জুইলিং ১০২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে নট-আউট থাকেন। ৩৬ বলের মারকাটারি ইনিংসে তিনি ৫টি চার ও ১১টি ছক্কা মারেন। অপর ওপেনার অ্যানেমিন থমসন ২৪ বলে ৩৪ রান করে রান-আউট হন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে রবিন রিজকে ৩ বলে ১৩ রান করে নট-আউট থাকেন। অতি সংক্ষিপ্ত ইনিংসে তিনি ২টি ছক্কা হাঁকান।
অস্ট্রিয়ার কোনও বোলার এই ম্যাচে উইকেট নিতে পারেননি। যথেচ্ছ রান খরচ করেন প্রত্যেকেই। মল্লিকা মহাদেবা ২ ওভারে ৪৬ রান খরচ করেন। ১ ওভারে ২৩ রান খরচ করেন জো অ্যান্তোইনেট।
আরও পড়ুন:- IPL-এ বিরাট কোহলির সঙ্গে ঝগড়া করা ক্রিকেটারকে নির্বাসিত করল ILT20, কারণ কী?
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রিয়ার মেয়েরা ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোটে ৫৯ রান সংগ্রহ করে। অর্থাৎ, ১০০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে নেদারল্যান্ডসের মহিলা ক্রিকেট দল। অস্ট্রিয়ার হয়ে একা মল্লিকাই দুই অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন। তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩০ রান করেন। তাদের চারজন ব্যাটার খাতা খুলতে ব্যর্থ হন।
আরও পড়ুন:- ম্যাথিউজের পরে এবার টাইমড আউট গডফ্রেড, একই ম্যাচে দেখা গেল অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড
নেদারল্যান্ডসের ক্যারোলিন ডি'ল্যাঙ্গ ২ ওভারে মাত্র ৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। ২ ওভারে মোটে ৭ রান খরচ করে একজোড়া উইকেট নেন হ্যানা ল্যান্ডহির। রবিন ২ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ১ ওভারে মাত্র ৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন কারলিন ভ্যান কুলউইক।
জুইলিং ব্যাটের মতো বল হাতেও ডাচদের হয়ে ইনিংস শুরু করেন। তিনি ১ ওভার বল করে মোটে ৮ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি। যদিও ধ্বংসাত্মক শতরান করার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তোলেন আইরিস জুইলিংই।