'বক্সিং ডে'র দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামছে টিম ইন্ডিয়া। একদিনের এবং টি-২০ সিরিজে অপরাজিত 'মেন ইন ব্লু'। প্রথমে টি-২০ সিরিজ ড্র এবং এরপর একদিনের সিরিজে জয় পেয়েছে ভারত। এবার টেস্ট সিরিজে প্রোটিয়াদের পরাজিত করতে পারলেই একটি বড় নজির গড়বেন রোহিত শর্মা সহ গোটা ভারতীয় দল। তবে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, যে দক্ষিণ আফ্রিকার পিচ ব্যাটারদের জন্য একেবারেই সহজ নয়। তবে তিনি পুরোপুরি ভাবে প্রস্তুত। পাশাপাশি, রোহিত আরও দাবি করেন যে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতলে একটি বড় নজির গড়বে গোটা ভারতীয় দল।
মঙ্গলবার, অর্থাৎ ২৬শে ডিসেম্বর, প্রোটিয়াদের মাঠে ফের মহাযুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। তবে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই আত্মবিশ্বাস ও মনোবল তুঙ্গে 'মেন ইন ব্লু'র। টি-২০ সিরিজ ড্র এবং একদিনের সিরিজ জিতে ইতিমধ্যেই ছাপ ফেলতে সফল হয়েছে ভারতের তরুণ বাহিনী। তবে প্রোটিদের বিরুদ্ধে নামার আগে তারা যে বেশ সতর্ক, তা বলার অপেক্ষা রাখে না।
রোহিত বলেন, 'যদি আপনি অন্য দেশের পিচের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পিচের তুলনা করেন, তাহলে আমি বলব দক্ষিণ আফ্রিকার পিচ বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা। এই পিচ ব্যাটিং করবার জন্য একেবারেই নয়। এখানে ব্যাটারদের সবরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এখানকার পিচে বাউন্স প্রচুর যা ব্যাটারদের পক্ষে খেলা সহজ নয়। এমন পিচে রান করাটাও একটা বড় চ্যালেঞ্জ এবং এটার জন্য আমি ১০০ শতাংশ প্রস্তুত।'
পাশাপাশি, রোহিত আরও জানন যে এই সিরিজ জিতলে তিনি এবং তার দল বিরাট বড় নজির গড়বেন। তিনি বলেন, 'আমরা বহু জায়গায় খেলতে গিয়েছি এবং সেখানকার মাঠে টেস্ট সিরিজ হোক কি একদিনে সিরিজ বা যেকোনও সিরিজ হোক, আমরা সবকটাই জিতেছি। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে একবারও টেস্ট সিরিজ আমরা জিততে পারিনি। জিতে দেখানোটাই এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। তবে এই সিরিজ জিতলে আমার একটা বড় আঘাতের উপর হয়তো মলম পড়তে পারে। যদি আমরা এখানে টেস্ট সিরিজ জিততে পারি তাহলে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় হবে এবং সেটি হবে আমার হাত দিয়েই। এতটা পরিশ্রম করেছি যখন তখন কিছু তো হবেই। তবে জানিনা এটি মলম হয়ে আমার আঘাতের উপর কাজ করবে কিনা। বিশ্বকাপের ফাইনালে যে পরাজয়ের মুখোমুখি আমরা হয়েছি সেটি আমরা কেউ ভুলতে পারিনি কারণ যাই হোক না কেন, দিনের শেষে বিশ্বকাপ বিশ্বকাপই। অন্য কোনও টুর্নামেন্টের সঙ্গে এর তুলনা হয় না।'