শুভব্রত মুখার্জি: রায়পুরে বিসিসিআই আয়োজিত সিনিয়র মহিলা টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল বাংলা এবং মুম্বই। ম্যাচে কার্যত একপেশে লড়াইতে বাংলা দলকে হারিয়ে দিল মুম্বই। ম্যাচে ব্যাট হাতে মুম্বইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স করলেন জেমিমা রডরিগেজ। তাঁর ব্যাটে ভর করেই বাংলাকে আট উইকেটে হারিয়ে দিল মুম্বই। ফলে তাদের ইতিহাসে প্রথমবার তারা সিনিয়র টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল।
শহিদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে বাংলা দল। তাদের শুরুটা এদিন ভালো হয়নি। প্রথমেই আউট হয়ে যান ওপেনার তথা অধিনায়ক মিতা পল। চার রানের মাথাতে প্রথম উইকেট হারায় বাংলা। অপর ওপেনার দীপ্তি শর্মা ১৯ রানে আউট হন। ২২ বলে ১৯ রান কলে আউট হয়ে যান তিনি। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন প্রিয়াঙ্কা বালা। তিনি করেছেন ৩২ রান। খেলেছেন ৩৮ বল।মেরেছেন একটি ওভার বাউন্ডারি এবং দুটি বাউন্ডারি। এছাড়াও উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ মাত্র ১৮ বল খেলে করেন ২৮ রান। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চারে। এছাড়া প্রতিভা করেছেন ১৯ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে বাংলা দল ৬ উইকেটে করে ১১৭ রান।
মুম্বইয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাইমা ঠাকর এবং ফতিমা জাফর। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ১৮.৪ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই দল। হাতে আট উইকেট রেখে সহজ জয় ছিনিয়ে নেয় তারা। তাদের এই জয়ের অন্যতম কারিগর জেমিমা রডরিগেজ। তিনি মাত্র ৬২ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে মুম্বইয়ের জয় নিশ্চিত করেছেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১০ টি চারে। অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন জেমিমা রডরিগেজ। ফতিমা জাফর অপরাজিত ছিলেন মাত্র ১৮ রানে। বাংলার হয়ে সাইকা ইসাক এবং সুকন্যা পারিদা একটি করে উইকেট নিয়েছেন।