মধ্যপ্রদেশের বিরুদ্ধে গত ম্যাচে কার্যত একার হাতে ওড়িশাকে তিন পয়েন্ট এনে দেন শুভ্রাংশু সেনাপতি। এমপির বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৭৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৩ রান করেন ওড়িশার ২৭ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার। তবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জির প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। শুভ্রাংশু রান না পাওয়ায় ওড়িশাও প্রথম ইনিংসে গুটিয়ে যায় নিতান্ত সস্তায়।
কটকে চলতি রঞ্জি ট্রফির এলিট-ডি গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে ওড়িশা ও জম্মু-কাশ্মীর। ঘরের মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওড়িশা। যদিও চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মুখে পড়তে হয় তাদের। ওড়িশা প্রথম দিনের চায়ের বিরতিতেই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১৩০ রানে। তাদের প্রথম ইনিংস স্থায়ী হয় সাকুল্যে ৪৭.২ ওভার।
গোবিন্দ পোদ্দার ব্যাট হাতে একা লড়াই চালান। দলের হয়ে সব থেকে বেশি ৫৫ রান করেন তিনি। ৬২ বলের আগ্রাসী ইনিংসে গোবিন্দ ৯টি চার মারেন। এছাড়া ক্যাপ্টেন শান্তনু মিশ্র ওপেন করতে নেমে ৩টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন।
আরও পড়ুন:- SA 20-তে ৪১ বলে ধ্বংসাত্মক শতরান উইল জ্যাকসের, অল্পের জন্য ভাঙা হল না ডেভিড উইলির রেকর্ড
অপর ওপেনার অনুরাগ সারঙ্গী ১টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন। ১০ নম্বরে ব্যাট করতে নেমে রাজেশ মোহান্তি ২১ বলে ১১ রান করেন। তিনি ২টি চার মারেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। খাতা খুলতে পারেননি সন্দীপ পট্টনায়েক, সূর্যকান্ত প্রধান ও সুনীল রউল।
জম্মু-কাশ্মীরের হয়ে প্রথম ইনিংসে একাই ৫ উইকেট নিয়ে ওড়িশাকে ভাঙেন ২৯ বছরের ডানহাতি পেসার রোহিত শর্মা। তিনি ১৩ ওভার বল করে ৮টি মেডেন-সহ মোটে ১২ রান খরচ করেন। রোহিত দিল্লির বিরুদ্ধে গত ম্যাচের ১টি ইনিংসে বল করার সুযোগ পান। সেই ম্যাচে ১২ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন তিনি। চলতি রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের হয়ে মোটে ২টি ইনিংসে সাকুল্যে ২৫ ওভার বল করে ৪২ রানের বিনিময়ে ৮টি উইকেট সংগ্রহ করেন রোহিত শর্মা।
এছাড়া ওড়িশার বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে ১২ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন উমরান মালিক। ৯.২ ওভার বল করে ২টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে একজোড়া উইকেট নেন উমর নাজির মীর। উইকেট পাননি আকিল নবি ও আবিদ মুস্তাক।