বিশ্বকাপের পর প্রথম হোম সিরিজ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। তাদের বিপক্ষ বাংলাদেশ। ইতিমধ্যেই সিরিজের শুরু খুব দুর্দান্তভাবে করেছে ব্ল্যাক ক্যাপস বাহিনী। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচটি ৪৪ রানে পকেটে তুলে নিয়েছে তারা। সৌজন্যে উইল ইয়ংয়ের দুর্দান্ত শতরান এবং অধিনায়ক টম ল্যাথামের মারকুটে ব্যাটিং। এছাড়াও দলের বোলিং ছিল দুর্দান্ত। তবে এই সিরিজে এই মুহূর্তে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা পেসার কাইল জেমিসনের হ্যামস্ট্রিং চোট, তাই কোনও রকমের সুযোগ দিতে চায় না দল। দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাকি দুটি ম্যাচে খেলানো হবে না জেমিসনকে। এই সম্পর্কে বলতে গিয়ে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে দলের হেড কোচ গ্যারি স্টেড জানিয়েছেন যে এমন গুরুতর বিষয় তারা সতর্কের সঙ্গে দেখবেন এবং জেমিসনের পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে বেন সিয়ার্সকে।
রবিবার প্রথম একদিনের ম্যাচটি খেলতে মুখোমুখি হয় দুই দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাহাড় সমান রান তোলে নিউজিল্যান্ড। জবাবে রান তারা করতে নেমে দ্রুত গতিতে রান করা শুরু করলেও, শেষ পর্যন্ত প্রয়োজনীয় রান তুলতে পারেনি বাংলাদেশ। অবশেষে ম্যাচ হারতে হয় ৪৪ রানে। তবে এই সিরিজ শেষ হওয়ার আগে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড শিবির। হ্যামস্ট্রিং চোটের জন্য এই সিরিজে আর দেখা যাবেনা কাইল জেমিসনকে। এই প্রসঙ্গে দলের হেড কোচ গ্যারি স্টেড জানান যে যেহেতু চোট গুরুতর তাই সতর্ক এবং মনোযোগ দিয়ে দেখা হবে ব্যাপারটা।
স্টেড জানান, 'কাইলের চোটটা এই মুহূর্তে সত্যি খুবই গুরুতর এবং আমাদের সামনে এখনও অনেক ক্রিকেট ম্যাচ বাকি রয়েছে। তাই আমরা হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নিতে চাইনা এবং এই ব্যাপারটিকে আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে এবং সতর্কের সাথে দেখবো। আগামী দিনের কথা ভেবে আমাদের খুবই ঠান্ডা মাথায় ব্যাপারটা দেখতে হবে।'
এছাড়াও হেড কোচ দাবি করেন যে তাঁর পরিবর্তে এখনও অনেক ক্রিকেটার রয়েছে দলে এবং যদি বেন সিয়ার্সকে সুযোগ দেওয়া হয় তাহলে তিনি আশাবাদী বেন ভালোই পারফর্ম করবেন। তিনি বলেন, 'দেখুন যেটা বললাম কাইলের চোটটা খুবই গুরুতর। তাই আমরা এই ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করতে চাই না। তবে আমি মনে করি কাইলের এই চোট পাওয়া অনেক তরুণ ক্রিকেটারদের জন্য দরজা খুলে দিয়েছে। বেনের কাছে একটি ভালো সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার। আশা করছি ও সুযোগ পেলে ভালো পারফর্ম করবে।'