জয় দিয়ে লেজেন্ডস লিগ ক্রিকেট অভিযান শুরু করল সুরেশ রায়নার আরবানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে তারা উত্তেজক লড়াইয়ে হারিয়ে দেয় রস টেলরের সাদার্ন সুপারস্টার্সকে।
রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সুরেশ রায়নার নেতৃত্বাধীন আরবানরাইজার্স হায়দরাবাদ। তারা ১৯.২ ওভারে ১৫৬ রানে অল-আউট হয়ে যায়। এক আফগান পেসারের আগ্রাসনের সামনে মাথা নত করেন রায়নারা।
দলের হয়ে সব থেকে বেশি ৪৬ রান করেন মার্টিন গাপ্তিল। ২৮ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। ২৯ বলে ৪০ রান করেন যোগেশ নাগর। তিনি ৫টি চার মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৩ রান করেন স্টুয়ার্ট বিনি। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৭ রান করেন পিটার ট্রেগো।
ক্যাপ্টেন রায়না ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১০ রান করে মাঠ ছাড়েন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ১৫ রান করেন ডোয়েন স্মিথ। খাতা খুলতে পারেনিন গুরকিরৎ সিং মন, অমিত পাউনিকর ও ক্রিস মফু।
সাদার্ন সুপারস্টার্সের হয়ে আফগান তারকা হামিদ হাসান ৪ ওভারে ৩০ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। এছাড়া ২টি করে উইকেট নেন আবদুর রাজ্জাক ও সুরঙ্গ লাকমল। ১টি করে উইকেট নেন পবন নেগি ও দিলশান মুনাবীরা।
পালটা ব্যাট করতে নেমে সাদার্ন সুপারস্টার্স ১৯.২ ওভারে ১৪৩ রানে অল-আউট হয়ে যায়। ১৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে আরবানরাইজার্স হায়দরবাদ। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৪ রান করেন দিলশান মুনাবীরা।
এছাড়া শ্রীবৎস গোস্বামী ১৮, মানবিন্দর বিসলা ১৮, রাজেশ বিষ্ণোই ১১, পবন নেগি ১০, সুরঙ্গ লাকমল ১১ ও ক্যাপ্টেন রস টেলর ১২ রান করেন। জেসি রাইডার ৫, উপুল থরঙ্গা ৫ ও আন্দ্রে ম্যাককার্থি ৭ রান করে সাজঘরে ফেরেন।
৪ ওভার বল করে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন হায়দরাবাদের পবন সূয়ল। ২টি করে উইকেট নেন ক্রিস মফু ও পিটার ট্রেগো। ১টি করে উইকেট দখল করেন স্টুয়ার্ট বিনি ও প্রজ্ঞান ওঝা। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পবন সূয়ল।