শুভব্রত মুখার্জি: ক্রিকেটের ২২ গজে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সম্পর্কের মধ্যে সাম্প্রতিক সময়ে দারুণ অবনতি ঘটেছে। সব সময়ে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে যেন একটা ঝামেলা লেগেই রয়েছে। এই সম্পর্কের অবনতি ঘটেছিল গত ওডিআই বিশ্বকাপের সময় থেকেই। অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট যে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কতটা প্রভাব ফেলেছে, তা বোঝা যায় দুই দেশের চলতি টেস্ট সিরিজ থেকেই। এমন আবহেই শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার একটি পোস্ট ভাইরাল হয়েছে।
বর্তমানে আইপিএলে সিএসকের হয়ে খেলছেন শ্রীলঙ্কার পাথিরানা এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। সেখানেই ফিজের বলে একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন পাথিরানা। তার পরেই তাঁকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। আর সেখানেই এক ভক্ত লিখেছেন, ‘হয়তো এই প্রথম বার কোনও শ্রীলঙ্কান, কোনও বাংলাদেশিকে সাহায্য করলেন।’ আর সেই পোস্টটিই পাথিরানা ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন, যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার আইপিএলের ম্যাচে। দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লি। তাদের হয়ে শুরুটা খুব ভালো করেন ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ'। আক্রমণাত্মক খেলা শুরু করেন দুই ব্যাটার। এই ইনিংসের সময়েই দশম ওভারের তৃতীয় বলে ঘটে ঘটনাটি। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান বল করছিলেন ডেভিড ওয়ার্নারকে। ওই বলে ওয়ার্নার দুরন্ত একটি রিভার্স সুইপ খেলেন। সেই বলকেই শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতেই তালুবন্দি করেন পাথিরানা। যা দেখে অবাক হয়ে যান স্বয়ং ধোনিও।
আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিক করে মগডালে চড়ল RR,ধাক্কা খেল KKR এবং CSK, শোচনীয় হাল MI-এর
ভাইজ্যাগে ২১ বছর বয়সী পাথিরানার এই ক্যাচের ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সাড়া ফেলে দেয়। ভক্তরা প্রশংসায় ভরান পাথিরানাকে। ডেভিড ওয়ার্নার এদিন ৩৫ বলে ৫২ রান করে আউট হয়ে যান। ম্যাচে ২০ রানে জয় পায় দিল্লি দল। ম্যাচের পরেই একটি পোস্ট নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেন পাথিরানা। যেখানে এক ভক্ত লিখেছেন, ‘প্রথম বার কোনও শ্রীলঙ্কান একজন বাংলাদেশিকে সহায়তা করল।’ পাথিরানা এই স্টোরি দেওয়ার পরপরেই তা ভাইরাল হয়েছে। যদিও অনেকে আবার ক্যাচ ধরার পরে পাথিরানা যে উদযাপন করেননি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।