বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও তাঁর জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। এবার আইপিএলে প্রতিটি মাঠে ধোনির সমর্থক সংখ্যা সকলকে চমকে দিয়েছে। আরও একবার তা প্রমান পাওয়া গেল দেশের বাণিজ্যনগরী মুম্বইতে। গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের একটি পূজা মন্ডপে উপস্থিত হন প্রাক্তন ভারতীয় তারকা। সেখানে সময় কাটান তিনি। সেখানে ধোনিকে দেখতে ভিড় জমান তাঁর সমর্থকরা। সোশ্যাল মিডিয়া এক্সে একটি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ধোনি সিদ্ধিদাতা গণেশের দিকে ফুল অর্পণ করছেন।
মুম্বইয়ের ঠিক কোন পূজা মন্ডপে প্রাক্তন ভারত অধিনায়ক এসেছিলেন বোঝা যায়নি। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারকে দেখতে অসংখ্য মানুষ ভিড় জমায়। তাদের মধ্যে কেউ কেউ ধোনিকে গণেশ মূর্তিতে ফুল দেওয়ার জন্য অনুরোধ করেন। ধোনি হাসিমুখে ভক্তদের সব অনুরোধ পালন করেন। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ধোনির এক ভক্ত ওই ভিডিয়ো তলায় লেখেন, 'উৎসব পালনের জন্য উদানের উত্তেজনা অসাধারণ। ধোনির সঙ্গে উৎসব পালনটাও খুব মজাদার। মনের মানুষকে প্রভাবিত করার ক্ষমতা অনেক বেশি।' অন্য একজন ব্যবহারকারী লেখেন, 'ধোনিকে অনেক কম বয়সী এবং উত্তেজনাপূর্ণ দেখাচ্ছে।' বুধবারে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ধোনী মুম্বই বিমান বন্দর থেকে বেরিয়ে আসছেন। সেখান থেকে বেরিয়ে এসে সেখানে পার্কিংয়ে আগে থেকেই অপেক্ষা করা একটি গাড়িতে ওঠেন তিনি। সেখানে তাঁর জন্য অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন এবং ছবি তোলেন।
মহেন্দ্র সিং ধোনি অনেকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়ে এই বছরও খেলেছেন। এইবার তাঁর নেতৃত্বে অষ্টম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। পুরো টুর্নামেন্ট জুড়ে ধোনির হাঁটুর চোট থাকলেও তিনি তা উপেক্ষা করে খেলে গেছেন। তারপরে চিকিৎসকদের পরামর্শে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার করেন। ২০১১ সালে ধোনির নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জেতে ভারতীয় দল। তারপর থেকে একবারও বিশ্বকাপ জিততে পারেনি তারা। এইবার ঘরের মাঠেই বিশ্বকাপ হতে চলেছে প্রত্যেককে আশা করতেছে বিরাট এবং রোহিতরা ফের বিশ্বকাপ জিততে পারবে। আগামী ৫ অক্টোবর থেকে আমবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসবে বিশ্বকাপের প্রথম ম্যাচ।