বাংলা নিউজ > ক্রিকেট > স্পট ফিক্সিং করেই ‘হ্যান্ডলিং দ্য বল’ আউট- অযৌক্তিক দাবি করায়, চ্যানেলকে আইনি নোটিশ ধরালেন মুশফিকুর

স্পট ফিক্সিং করেই ‘হ্যান্ডলিং দ্য বল’ আউট- অযৌক্তিক দাবি করায়, চ্যানেলকে আইনি নোটিশ ধরালেন মুশফিকুর

মুশফিকুর রহিম।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ‘হ্যান্ডলিং দ্য বল’ আউট হয়েছেন মুশফিকুর। আর এই আউটের বর্ণনা দিতে গিয়েই বাংলাদেশের এক সংবাদমাধ্যম মুশফিকুর রহিমের বিরুদ্ধে কার্যত স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলেছে। আর তাতেই রীতিমতো চটেছেন মুশফিকুর।

শুভব্রত মুখার্জি: ক্রিকেটের ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্ভট আউটের সাক্ষী থেকেছে বিশ্ব। যার মধ্যে অন্যতম হল 'হ্যান্ডলিং দ্য বল' (হাত দিয়ে বল উইকেটে যাওয়া থেকে আটকানো) বা ‘অবস্ট্রাকটিং দ্য বল ’ (বল বা ফিল্ডারকে ইচ্ছাকৃত ভাবে আটকে দেওয়া) আউট। সম্প্রতি এমন এক ঘটনার সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। মিরপুরে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটেছে এই ঘটনা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই এই রকম অদ্ভুত আউট হয়েছেন বাংলাদেশের কিপার ব্যাটার মুশফিকুর রহিম। তিনি এই টেস্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ‘হ্যান্ডলিং দ্য বল’ আউট হয়েছেন। এই ঘটনার বর্ননা দিতে গিয়েই বাংলাদেশের এক সংবাদমাধ্যম মুশফিকুর রহিমের বিরুদ্ধে কার্যত স্পট ফিক্সিংয়ের অভিযোগ তোলে। আর সেই ঘটনাতেই রীতিমতো ক্ষুব্ধ মুশফিকুর। তিনি পত্রপাঠ ওই চ্যানেলকে আইনি নোটিশ পাঠিয়ে এই ধরনের ঘটনার জবাবদিহি চেয়েছেন।

আরও পড়ুন: এখনও সময় আছে- 2024 T20 WC-এ রোহিতের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ এড়িয়েই গেলেন জয় শাহ

শোনা গিয়েছে, বাংলাদেশের ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির তরফেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খানের মারফতে ওই সংবাদমাধ্যমটিকে আইনি চিঠি পাঠিয়েছেন মুশফিকুর। মুশফিকুর রহিমের স্পষ্ট বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম-সহ সমস্ত মাধ্যম থেকে ওই খবরটি মুছে দিতে হবে। পাশাপাশি টিভি চ্যানেলকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে প্রকাশ করতে হবে প্রেস বিজ্ঞপ্তি। এখানেই শেষ নয়, মুশফিকুরের কাছে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইতে হবে ওই সংবাদমাধ্যমকে। লিখিত ভাবে জানাতে হবে, যাতে আগামী দিনে এমন মারাত্মক ভুল কোনও ভাবেই আর না হয়। তার দায়িত্বও নিতে হবে।

আরও পড়ুন: WPL 2024 এক রাজ্যেই অনুষ্ঠিত হবে- সাফ জানালেন জয় শাহ, সঙ্গে IPL কবে থেকে শুরু হবে, তা নিয়ে দিলেন বড় আপডেট

প্রসঙ্গত, বাংলাদেশ কিপার ব্যাটারের আইনজীবী জানিয়েছেন, ‘যে অভিযোগ আমার মক্কেলের বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।একেবারে অসত্য। ইয়েলো জার্নালিজমের আরও একটা নিদর্শন এই ধরনের মনগড়া সংবাদ। মুশফিকুরের আউট নিয়ে মনগড়া, অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করা হয়েছে। তাঁর ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে।’ জানা গিয়েছে, যে সংবাদকর্মী এই রিপোর্টটি করেছেন, তাঁকে বিসিবির তরফে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়েছিল। আর সেই কাজ করতে গিয়েই এমন ঘটনা ঘটিয়েছেন ওই শিক্ষানবীশ। সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে। কয়েক লক্ষ মানুষ তা দেখার পাশাপাশি প্রচুর পরিমাণে ডাউনলোড এবং শেয়ারও হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪১তম ওভারে এই ঘটনা ঘটে। কাইল জেমিসনের একটি বল ক্রিজে দাঁড়িয়ে খেলেন মুশফিকুর। যা পিচে ড্রপ করে লাফিয়ে ওঠে। মুশফিকুর আচমকা সেই বল হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন।

ক্রিকেট খবর

Latest News

ফেক লিখে পাঠালেই পুরস্কার, ঘোষণা মমতার, 'আর্মির থেকেও পুলিশের সম্মান বেশি' ‘‌কর্মবিরতি করলেন আবার স্টাইপেন্ডও নিলেন’‌, জুনিয়র ডাক্তারদের নিশানা কল্যাণের শুক্রের ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ, ব্যবসা বাড়বে, ৩ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে ফাঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরিজনদের মারধরের অভিযোগ AI টুলও ব্যর্থ হয়ে গেল! স্মৃতি-হরমনদের নিয়ে ট্রোলিং আটকাতে পারছে না ICC ‘এটা বাংলার সমস্যা নয়..',জয়নগর কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন এড়ালেন দেব এ কেমন বিয়ে! কনেকে খুঁটিতে বেঁধে অশ্লীল তামাশা ছেলেদের নিয়মিত অফিসে এলেই পুরস্কার, কর্মচারীদের খুশি করতে একমত দেশের ৯১ শতাংশ CEO ২৪ ঘণ্টার মধ্যে ফেটে গেল SPর কনফিডেন্স, হাইকোর্টের প্রশ্ন পকসোর ধারা নেই কেন? টি-১০ ক্রিকেটে টাকা ঢাললেন সচিন, আমেরিকায় দেখা যাবে আরও ভারতীয় তারকাদের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.