শুভব্রত মুখার্জি:- দেশের মাটিতে ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত কৌরদের হারিয়ে টি-২০ সিরিজ জিতে নিয়েছেন সোফি একেলস্টোনরা। এই সিরিজেই ভারতীয় সিনিয়র দলের হয়ে অভিষেক ঘটেছে বাংলার ক্রিকেটার সাইকা ইসাকের।অভিষেক সিরিজে তাঁর পারফরম্যান্স খুব একটা নজর কাড়তে পারেনি। এর পিছনে কি রয়েছে নার্ভাসনেস? আরেক ভারতীয় প্রাক্তন তারকার গলায় অন্ততপক্ষে সেই রকম প্রতিধ্বনি শোনা গেল। ঝুলন গোস্বামী জানিয়ে দিলেন সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের পরবর্তীতে তাঁকে ফোন করেছিলেন সাইকা ইসাক। তাঁর গলায় ধরা পড়েছিল নার্ভাসনেস! এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের আরেক কৃতী সন্তান ঝুলন গোস্বামী।
সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের শেষ ম্যাচে ভারত হারিয়ে দেয় ইংল্যান্ডকে। ফলে সিরিজ ভারতের বিরুদ্ধে শেষ হয়েছে ২-১ ফলে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ভারত জিতেছে ৫ উইকেটে। এই ম্যাচে ভারতের হয়ে ২১ বছর বয়সী শ্রেয়াঙ্কা পাটিল তিনটি উইকেট নেন। ভারতের এই জয়ের পরে মহাতারকা ঝুলন গোস্বামী শ্রেয়াঙ্কা নন বরং সাইকার প্রশংসা করেছেন। ঘটনাচক্রে এই ম্যাচে বাঁহাতি স্পিনার সাইকা ও তিনটি উইকেট নিয়েছেন। এই স্পেলে চার ওভার বল করে মাত্র ২২ রান দেন সাইকা।
সাইকা সম্বন্ধে বলতে গিয়ে ঝুলন নিউজ ১৮'কে বলেছেন, ‘বাংলার ক্রিকেট এবং মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর হিসেবে আমি সাইকার পারফরম্যান্সে খুব খুশি। যে ভাবে সাইকা (ইংল্যান্ডের বিরুদ্ধে) পারফরম্যান্স করেছে তাতে আমি খুশি। আসন্ন বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সাইকা ইসাক। সবসময়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স করতে মুখিয়ে থাকে ও। সবসময়ে দলের হয়ে যোগদান করতে মরিয়া সাইকা। আমাকে গত ম্যাচের (দ্বিতীয় টি-২০ ম্যাচের) পর সাইকা ফোন করেছিল। ওঁর গলাটা বেশ নার্ভাস শোনায়। আমি ওঁকে শান্ত হতে বলেছিলাম। ধৈর্য্য রাখতে বলেছিলাম। ওঁর বোলিং আমি ওকে উপভোগ করতে বলি। যার ফল সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে আমরা ওর বোলিংয়ে দেখেছি। দুই প্রান্ত দিয়েই ওভার দ্য উইকেট অথবা রাউন্ড দ্য উইকেট দিয়েই বলও দারুন ছন্দের সঙ্গে করেছে।’