বাংলা নিউজ > ক্রিকেট > NZ vs ENG ODI: কনওয়ে এবং মিচেলের ব্যাটিং তাণ্ডব! ইংল্যান্ডকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড

NZ vs ENG ODI: কনওয়ে এবং মিচেলের ব্যাটিং তাণ্ডব! ইংল্যান্ডকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড

শতরান করার পরে ডেভন কনওয়ে (ছবি-এএফপি)

প্রথম ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ৪ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। কিউয়ি দলের জয়ের নায়ক ছিলেন ডেভন কনওয়ে এবং ড্যারিল মিচেল। নিউজিল্যান্ডের এই দুই তারকা তৃতীয় উইকেটে অপরাজিত ১৮০ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন।

প্রথম ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ৪ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। কিউয়ি দলের জয়ের নায়ক ছিলেন ডেভন কনওয়ে এবং ড্যারিল মিচেল। নিউজিল্যান্ডের এই দুই তারকা তৃতীয় উইকেটে অপরাজিত ১৮০ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। কার্ডিফের সোফিয়া গার্ডেনে খেলা এই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে বোর্ডে ২৯১ রান তোলে। ইংল্যান্ডের ব্যাটিং দেখে এই টার্গেটকে চ্যালেঞ্জিং মনে হলেও নিউজিল্যান্ড দল ব্যাট করতে এলে এই টার্গেট সহজেই অর্জন করে ফেলে। কিউয়ি দল ৪৫.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে এই স্কোর অর্জন করে। ডেভন কনওয়ে ১১১ রানে অপরাজিত থাকেন এবং মিচেল ১১৮ রানে অপরাজিত থাকেন। কনওয়ে তাঁর শক্তিশালী ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান।

এদিনের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক জোস বাটলারের (৭২) হাফ সেঞ্চুরির ভিত্তিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে ইংল্যান্ড। ম্যাচে ডেভিড মালান (৫৪), বেন স্টোকস (৫২) এবং লিয়াম লিভিংস্টোন (৫২) রান করেন। পুরো ইনিংস জুড়েই স্বাগতিকদের ধরে রেখেছিল কিউয়ি বোলাররা। শেষ পর্যন্ত, ইংল্যান্ড যখন আক্রমণ করার মেজাজে ছিল, তারা স্লোয়ার বাউন্সার ব্যবহার করে স্বাগতিকদের শান্ত রাখার চেষ্টা করেছিল। এই স্কোর তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল নিউজিল্যান্ড। প্রথমে উইল ইয়ং (২৯) এর সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কনওয়ে। এরপর ১১৭ রানে হেনরি নিকোলসের (২৬) রূপে দ্বিতীয় ধাক্কা খায় দল।

একটা সময়ে মনে হচ্ছিল ইংল্যান্ড ম্যাচে ফিরে আসতে পারে, কিন্তু তারপর কনওয়েকে সমর্থন করতে আসা ড্যারিল মিচেল নিজের পা পিচে জমিয়ে দেন এবং স্বাগতিকদের একটিও উইকেট নেওয়ার সুযোগ দেননি। এই সময়ে, উভয় ব্যাটসম্যানই নিজ নিজ সেঞ্চুরি পূর্ণ করেন এবং ১৮০ রানের অপরাজিত জুটি গড়েন। তাদের জুটিতে সহজেই জয় পায় নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে তৃতীয় উইকেটে এটিই তৃতীয় সর্বোচ্চ জুটি। ওয়ানডে ক্রিকেটে কোনও দলের সামনেই থামছেন না ড্যারিল মিচেল। সব দলের বিরুদ্ধেই তাঁকে বেশ কঠিন মনে হচ্ছে। গত ৫ ম্যাচে এটি এই ব্যাটসম্যানের তৃতীয় সেঞ্চুরি। একই সময়ে, কনওয়ে তাঁর ১৯ ওয়ানডেতে চতুর্থবারের মতো ১০০ রানের সীমা অতিক্রম করেছেন। এদিনের জয়ের ফলে ৪ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

ক্রিকেট খবর

Latest News

সেই রাতে সঞ্জয় ছাড়া আরও 'অনেক সন্দেহভাজন' ছিল আরজি করে, নয়া সূত্র CBI-এর হাতে মাঠে আমার থেকে বেশি ঝগড়া করো তুমি, কোহলির তির তাঁর দিকেই ঘোরালেন গম্ভীর- ভিডিয়ো শোতে ‘আর কবে’ গাওয়ার আবদার! ভক্তের কথায় মিষ্টি মুখে বিদ্রুপ অরিজিতের, বললেন... 'ডাক্তারদের দাবি ন্যায্য...', আরজি কর কাণ্ডে জবাবদিহি চেয়ে কড়া বার্তা অভিষেকের ‘বাড়িতে আসার কথা বলে…’, আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে বলিউড নিয়ে বিস্ফোরক কঙ্গনা আন্দোলনেই জব্দ লুটেরা! সন্দেশখালিতে বাসিন্দাদের কেড়ে নেওয়া জমি, পুকুর ফেরত ‘কত মেয়ে দুঃখ পেল’! বউর সঙ্গে ফেসবুক ডিপি কিঞ্জলের; লিখলেন,‘যে আমাকে সব কিছুতে…’ আজ এশিয়ার ম্যাচে নামছে মোহনবাগান! কোথায় লাইভ দেখবেন? কত টাকা লাগবে? দেখুন আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত টিটাগড়ে দলীয় কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল তৃণমূল কাউন্সিলর, আটক করল পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.