বাংলা নিউজ > ক্রিকেট > NZ vs SA: ব্র্যাডম্যানকে পিছনে ফেললেন উইলিয়ামসন, প্রথম দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড

NZ vs SA: ব্র্যাডম্যানকে পিছনে ফেললেন উইলিয়ামসন, প্রথম দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড

রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। ছবি-এএফপি (AFP)

দুর্দান্ত শতরান করলেন কেন উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্র। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে চালকের আসনে নিউজিল্যান্ড। শুধু তাই নয়, নয়া রেকর্ড গড়লেন উইলিয়ামসন।

শুভব্রত মুখার্জি:- রবিবার থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। এই সিরিজ শুরুর আগেই বিস্তর জলঘোলা হয়েছে। দক্ষিণ আফ্রিকা এই সিরিজে কার্যত বি টিমকে পাঠিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নিজেদের ঘরোয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তারকা ক্রিকেটারদের খেলাতে গিয়ে এই সিদ্ধান্ত নিয়ে প্রবলভাবে সমালোচিত হতে হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে। এমন আবহেই শুরু হয়েছে এই সিরিজ। আর প্রথমদিনেই অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা দলকে একেবারে ব্যাকফুটে ফেলে দিয়েছে নিউজিল্যান্ড দল। চোট সারিয়ে দলে ফিরে এসেই ম্যাচে প্রভাব ফেলেছেন কেন উইলিয়ামসন। অনবদ্য শতরান হাঁকিয়েছেন তারকা এই ক্রিকেটার।আর এর পাশাপাশি ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকেও।

মাউন্ট মঙ্গানুইতে এদিন প্রথম দিনের দ্বিতীয় ওভারেই এক অনন্য কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার টিসেপো মোরেকি। আন্তর্জাতিক ক্রিকেটে রবিবার অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার মোরেকির। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসেই তিনি প্রথম বলে এলবিডব্লু আউট করে দেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে। ২৪তম বোলার হিসেবে টেস্ট কেরিয়ারের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মোরেকি। পরবর্তীতে ইনিংসের ১৭তম ওভারে অপর ওপেনার টম ল্যাথামকেও ফিরিয়ে দিয়েছেন ডেন পিটারসন। দিনে এই দুটি উইকেট মাত্র নিয়েছে দক্ষিণ আফ্রিকার বোলাররা।

এরপর এদিনের সমস্ত আলোটুকু শুষে নিয়েছেন কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছেন তারা। ৪১৯ বলে অবিচ্ছিন্ন ২১৯ রানের জুটি গড়েছেন তাঁরা। করে প্রথম দিনে মাউন্ট মঙ্গানুইয়ে ৮৬ ওভার খেলা হয়েছে। দিন শেষে মাত্র ২ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে কেন উইলিয়ামসন।নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে দুই ১৭টি টেস্ট সিরিজে খেলেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ১৩টি সিরিজে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বাকি ৪টি সিরিজ ড্র হয়েছে। তবে এই সিরিজ কার্যত বি টিমকে নিয়ে জিততে গেলে মিরাকেল করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এই সিরিজের স্কোয়াডের ৮ জনই নতুন। যারা এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। প্রথম টেস্টের প্রথমনিউ সেশনে ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান করে নিউজিল্যান্ড।

পরের দুই সেশনে মাউন্ট মঙ্গানুইয়ে উইলিয়ামসন ও রবীন্দ্র। দুজনেই করেছেন শতরান। উইলিয়ামসনের এটি টেস্ট কেরিয়ারের ৩০তম শতরান। ফলে পেছনে ফেলেছেন ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলিকে। দুজনের টেস্ট কেরিয়ারেই রয়েছে ২৯টি টেস্ট শতরান। ২৫৯ বলে ১১২ রান করে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামসন। ১৫টি চার মেরেছেন তিনি তাঁর শতরানের ইনিংসে। টেস্ট কেরিয়ারে প্রথম শতরান করেছেন রবীন্দ্র। অপরাজিত রয়েছেন ২১১ বলে ১১৮ রান করে। ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মেরে সাজিয়েছেন তাঁর ইনিংসকে। ৮০ রানের মাথাতে এদিন রবীন্দ্রর ক্যাচ ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা।

ক্রিকেট খবর

Latest News

'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না' অব্যবস্থার অভিযোগ! নীরবতা ভাঙলেন গ্রেটার নয়ডা স্টেডিয়ামের ম্যানেজার মজা করে মেট্রোর আপৎকালীন বোতাম টেপায় ব্যাহত পরিষেবা, ৫,০০০ টাকা জরিমানা যুবকের ভারত সফরে আসার আগে কাউন্টিতে ‘৯ উইকেট’ শাকিবের, প্রচ্ছন্ন হুঁশিয়ারি রোহিতদের পাহাড়ের ৩ পুরসভায় ভোট, সিদ্ধান্ত নিতে রাজ্যকে ৬ সপ্তাহ সময় বেঁধে দিল হাইকোর্ট ট্রাক ধর্মঘটে ব্যবসায় প্রভাব, পুজোর আগে বিভিন্ন সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.