শুভব্রত মুখার্জি:- রবিবার থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। এই সিরিজ শুরুর আগেই বিস্তর জলঘোলা হয়েছে। দক্ষিণ আফ্রিকা এই সিরিজে কার্যত বি টিমকে পাঠিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নিজেদের ঘরোয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তারকা ক্রিকেটারদের খেলাতে গিয়ে এই সিদ্ধান্ত নিয়ে প্রবলভাবে সমালোচিত হতে হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে। এমন আবহেই শুরু হয়েছে এই সিরিজ। আর প্রথমদিনেই অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা দলকে একেবারে ব্যাকফুটে ফেলে দিয়েছে নিউজিল্যান্ড দল। চোট সারিয়ে দলে ফিরে এসেই ম্যাচে প্রভাব ফেলেছেন কেন উইলিয়ামসন। অনবদ্য শতরান হাঁকিয়েছেন তারকা এই ক্রিকেটার।আর এর পাশাপাশি ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকেও।
মাউন্ট মঙ্গানুইতে এদিন প্রথম দিনের দ্বিতীয় ওভারেই এক অনন্য কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার টিসেপো মোরেকি। আন্তর্জাতিক ক্রিকেটে রবিবার অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার মোরেকির। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসেই তিনি প্রথম বলে এলবিডব্লু আউট করে দেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে। ২৪তম বোলার হিসেবে টেস্ট কেরিয়ারের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মোরেকি। পরবর্তীতে ইনিংসের ১৭তম ওভারে অপর ওপেনার টম ল্যাথামকেও ফিরিয়ে দিয়েছেন ডেন পিটারসন। দিনে এই দুটি উইকেট মাত্র নিয়েছে দক্ষিণ আফ্রিকার বোলাররা।
এরপর এদিনের সমস্ত আলোটুকু শুষে নিয়েছেন কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছেন তারা। ৪১৯ বলে অবিচ্ছিন্ন ২১৯ রানের জুটি গড়েছেন তাঁরা। করে প্রথম দিনে মাউন্ট মঙ্গানুইয়ে ৮৬ ওভার খেলা হয়েছে। দিন শেষে মাত্র ২ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে কেন উইলিয়ামসন।নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে দুই ১৭টি টেস্ট সিরিজে খেলেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ১৩টি সিরিজে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বাকি ৪টি সিরিজ ড্র হয়েছে। তবে এই সিরিজ কার্যত বি টিমকে নিয়ে জিততে গেলে মিরাকেল করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এই সিরিজের স্কোয়াডের ৮ জনই নতুন। যারা এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। প্রথম টেস্টের প্রথমনিউ সেশনে ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান করে নিউজিল্যান্ড।
পরের দুই সেশনে মাউন্ট মঙ্গানুইয়ে উইলিয়ামসন ও রবীন্দ্র। দুজনেই করেছেন শতরান। উইলিয়ামসনের এটি টেস্ট কেরিয়ারের ৩০তম শতরান। ফলে পেছনে ফেলেছেন ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলিকে। দুজনের টেস্ট কেরিয়ারেই রয়েছে ২৯টি টেস্ট শতরান। ২৫৯ বলে ১১২ রান করে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামসন। ১৫টি চার মেরেছেন তিনি তাঁর শতরানের ইনিংসে। টেস্ট কেরিয়ারে প্রথম শতরান করেছেন রবীন্দ্র। অপরাজিত রয়েছেন ২১১ বলে ১১৮ রান করে। ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মেরে সাজিয়েছেন তাঁর ইনিংসকে। ৮০ রানের মাথাতে এদিন রবীন্দ্রর ক্যাচ ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা।