শুভব্রত মুখার্জি: চলতি সপ্তাহের গোড়ার দিকেই হঠাৎ করেই অবসর ঘোষণা করেছিলেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার নিল ওয়াগনার। এরপর অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টে চার দিনের মধ্যে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে নিউজিল্যান্ড দল। ওয়েলিংটনে প্রথম টেস্টে ১৭২ রানের বিরাট ব্যবধানে অজিরা হারিয়ে দিয়েছে কিউয়ি দলকে। এরপরেই দ্বিতীয় টেস্টে কিউয়ি দলে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে তাদের সদ্য অবসর নেওয়া পেসার নিল ওয়াগনারের। প্রথম টেস্টে খেলা তরুণ পেসার ওরুরকির ফর্ম নিয়ে বিশেষজ্ঞদের চিন্তা রয়েছে। তাঁর উপরে তিনি চোটের কবলেও পড়েছেন। ফলে অনেকেই আশা করছেন যে দ্বিতীয় টেস্টে ওরুরকির জায়গায় নিল ওয়াগনার ফিরে আসতে পারেন।
আর এই বিষয়টি নিয়েই অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সকে প্রশ্ন করা হলে তিনি তাঁর উত্তরে একটু কটাক্ষের ছলেই বলেন ‘বিশ্বের সংক্ষিপ্ততম অবসর’। এই বলে তিনি হেসে ফেলেন। তাঁর আরও বক্তব্য যদিও দলের দ্বিতীয় সেরা বোলার হয় তাহলে তাঁকে অবশ্যই ফেরানো যেতে পারে।
আরও পড়ুন… সভাপতি কল্যান চৌবের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, লিগ্যাল হেডকেই সরিয়ে দিল AIFF
ম্যাচ শেষে সাংবাদিকদের তরফে প্যাট কামিন্সকে, নিল ওয়াগনারের ফিরে আসা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিশ্বের সংক্ষিপ্ততম অবসর (হাসি)।’ তারপরেই তিনি বলেন, ‘আমি বলব কেন নয়? (কেন ফিরবে না নিল ওয়াগনার)। যদি তুমি মনে কর যে ও দলের দ্বিতীয় সেরা বোলার, ও তোমার দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারবে, তাহলে কেন দলে ফিরবে না? হ্যা এগিয়ে যান ওঁকে দলে ফিরিয়ে আনুন। আমি তো এর আগেও ওঁকে খেলেছি তাই না। ওঁকে দলে ফিরতে দেখলে আমার ভালোই লাগবে। ওঁর এনার্জি খুব বেশি। ওঁর সঙ্গে এর আগেও আমার কথা হয়েছে। দীর্ঘক্ষণ চ্যাট হয়েছে। তাই আমি মুখিয়ে রয়েছি ও ফিরে আসার পরে কেমন পারফরম্যান্স করে তা দেখার জন্য।’
তবে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের আগে নিল ওয়াগনারকে দল থেকে ছেড়ে দিয়েছে নিউজিল্যান্ড। ওয়াগনার অবসর ভেঙে ম্যাচে ফিরতে পারেন বলে যে খবর চালান হচ্ছিল তাতে এবার সমাপ্তি দিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। তাদের তরফ থেকে বলা হয়েছে দ্বিতীয় টেস্টে ওয়াগনার খেলবেন না। জানিয়ে রাখি, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৮ মার্চ থেকে। জানা গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াডে উইল ও’রকে প্রতিস্থাপন করবেন আনক্যাপড ওয়েলিংটন ফাস্ট বোলার বেন সিয়ার্স।
নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদিও ম্যাচ শেষে নিল ওয়াগনারকে নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ‘শেষ এক সপ্তাহে ওঁকে খুব ভালো রিসেপশন দিয়েছে সমর্থকরা। মাঠে ওঁর একাধিক ভালো মুহূর্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই ও সমর্থকদের কাছে খুব প্রিয় এক ব্যক্তিত্ব।’ উল্লেখ্য নিল ওয়াগনারের জন্ম দক্ষিণ আফ্রিকাতে। নিউজিল্যান্ডের হয়ে ৬৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ২৬০ টি উইকেট। গড় মাত্র ৩৭। টেস্টে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকায় তিনি আপাতত রয়েছেন পঞ্চম স্থানে। এই তালিকায় শীর্ষে রয়েছেন রিচার্ড হ্যাডলি। তারপর রয়েছেন টিম সাউদি, ড্যানিয়েল ভেট্টোরি,ট্রেন্ট বোল্ট।