চলতি বছরের ২২ মার্চ থেকে শুরু হচ্ছে IPL 2024। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আইপিএলের সূচি। বর্তমানে, প্রথম ধাপে ১৭ দিনের একটি সময়সূচী ঘোষণা করা হয়েছে। যেখানে ৭ এপ্রিল পর্যন্ত ম্যাচের সূচি দেওয়া হয়েছে। সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর দ্বিতীয় ধাপের ঘোষণা করা হবে। আইপিএল ২০২৪-এ, চেন্নাই সুপার কিংস দল ২২ মার্চ RCB-এর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। কিন্তু এর আগেই বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস দল।
এই খেলোয়াড় এবারের আইপিএল খেলতে পারবে না
নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চলছে দুই টেস্টের সিরিজ। ইনজুরির কারণে এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভন কনওয়ে। ESPNcricinfo-এর রিপোর্ট অনুযায়ী, এখন তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচটিও খেলতে পারবেন না। কনওয়ের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, কনওয়ের অস্ত্রোপচার করা হবে। এই কারণে আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। এই কারণে, কনওয়ের মে মাস পর্যন্ত খেলতে পারবেন না। ফলে বলা যেতেই পারে ডেভন কনওয়ের এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সম্ভাবনা খুবই কম।
CSK-এর হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন
আইপিএল ২০২২ মেগা নিলামে, চেন্নাই সুপার কিংস দল ডেভন কনওয়েকে এক কোটি টাকার বিনিময়ে নিজেদের দলে নিয়েছিল। কনওয়ে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত। সিএসকে দলের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন নিজের দৌলতে। চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করেন তিনি। আইপিএল ২০২২-এর সাতটি ম্যাচে তিনি ২৫২ রান করেছিলেন। এর পরে, তিনি আইপিএল ২০২৩ এর ১৬ ম্যাচে ৬৭২ রান করেন। আইপিএল ২০২৩-এ, তিনি সিএসকে দলকে শিরোপা জিততে সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন… সভাপতি কল্যান চৌবের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, লিগ্যাল হেডকেই সরিয়ে দিল AIFF
পাঁচবার শিরোপা জিতেছে সিএসকে
চেন্নাই সুপার কিংস আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। টিম মহেন্দ্র সিং ধোনি পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। গত মরশুমে সিএসকে গুজরাট টাইটানসকে ৫ উইকেটে হারিয়েছিল। চেন্নাইয়ে ধোনির মতো কিংবদন্তি অধিনায়ক আছে। যেখানে সিএসকে রবীন্দ্র জাদেজা এবং মইন আলির মতো তারকা অলরাউন্ডার রয়েছে। তবে এই মুহূর্তে ডেভন কনওয়ের অনুপস্থিতি দলকে চাপে ফেলতে পারে। কারণ কনওয়ে ব্যাট হাতে দলকে বারবার নানা সমস্যা থেকে উদ্ধার করেছিল। এখন দেখার কনওয়েকে নিয়ে চেন্নাই সুপার কিংস কোন পদক্ষেপ নেয়।