শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেটের এই মুহূর্তে অন্যতম প্রতিভাবান ক্রিকেটার সউদ শাকিল। সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্সও যথেষ্ট ভালো। আর সেই সুবাদেই আসন্ন এশিয়া কাপের জন্য নির্বাচিত পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন তিনি। এবার শাকিলকে নিয়ে আরও একধাপ এগিয়ে বড় দাবি করে বসলেন দেশের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। প্রাক্তন পাক উইকেটরক্ষক ব্যাটারের মতে শাকিলের যে প্রতিভা রয়েছে তাতে করে আগামী ৩-৪ বছরের মধ্যেই তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা বিরাট কোহলি এবং বাবর আজমের পর্যায়ের পৌঁছানোর ক্ষমতা রাখেন।
পাকিস্তানের হয়ে ইতিমধ্যেই ৭টি টেস্টে খেলে ফেলেছেন তিনি। করেছেন ৮৭৫ রান। তাঁর ব্যাটিং গড় ৮৭.৫০। ডানহাতি এই ব্যাটারের ইতিমধ্যেই হাঁকিয়েছেন ৬টি অর্ধশতরান। করেছেন দুটি শতরানও। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে কেরিয়ারের প্রথম শতরানটি পেয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ব্যাটার সউদ শাকিলের আইসিসি ক্রমতলিকাতেও উন্নতি ঘটেছে। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ইতিমধ্যেই পাকিস্তানের ব্যাটিংয়ের বড় ভরসা হয়ে উঠেছেন তিনি। আর এভাবে খেলতে থাকলে তিন-চার বছরের মধ্যে তিনি বিরাট কোহলি-বাবর আজমদের পর্যায়ে পৌঁছে যাবেন বলেই ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। শাকিলের মতো ব্যাটারের উঠে আসা পাকিস্তানের ক্রিকেটের জন্য ইতিবাচক বলেও বিশ্বাস তাঁর।
কামরান জানিয়েছেন, 'আমি সউদকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি। আমি ওকে বিরাট কোহলি, বাবর আজমসহ আরও শীর্ষ পাঁচ-ছয়জন ক্রিকেটারের সঙ্গে একাসনে বিবেচনা করছি। আগামী ৩-৪ বছরের মধ্যেই এই ক্রিকেটারদের পর্যায়ে শাকিলের পৌঁছানো উচিত। যে পারফরম্যান্স কঠিন পরিস্থিতিতে শাকিল দেখিয়েছে তা প্রশংসনীয়। যখন যে কোনও ব্যাটার অল্প বয়সেই দারুণ ব্যাটিং পারফরম্যান্স দেখায়, বিশেষ করে টেস্ট কেরিয়ারের শুরুর দিকে তখন এটা পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো একটি সঙ্কেত বলেই আমার মত।'
উল্লেখ্য সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন শাকিল। গল টেস্টে ২৭ বছর বয়সী এই ব্যাটার ২০৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। এই গলেই ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটার হিসেবে টানা সাত ইনিংসে অর্ধশতরানের উপর রান করার নজির গড়েছিলেন তিনি।