বাংলা নিউজ > ক্রিকেট > ILT20: নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন শাহিন আফ্রিদি, লড়াই চালাবেন নাইট রাইডার্সের বিরুদ্ধেও

ILT20: নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন শাহিন আফ্রিদি, লড়াই চালাবেন নাইট রাইডার্সের বিরুদ্ধেও

নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন শাহিন আফ্রিদি। ছবি- এপি।

International League T20: পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে ইন্টারন্যাশনাল লিগ টি-২০'তে যোগ দিলেন তারকা পেসার। PCB ছাড়েনি বলে টুর্নামেন্টের উদ্বোধনী মরশুমে খেলা হয়নি আজম খানের।

অবশেষে আমিরশাহির নতুন ক্রিকেট লিগ আইএল টি-২০'তে পাকিস্তানের ছোঁয়া লাগতে চলেছে। ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র দ্বিতীয় মরশুমে দেখা যাবে পাক পেসার শাহিন আফ্রিদিকে। আগামী ৩টি মরশুমের জন্য ডেজার্ট ভাইপার্স ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন তিনি।

টুর্নামেন্টের প্রথম মরশুমে পাকিস্তানের কোনও ক্রিকেটার অংশ নেননি। সুতরাং, শাহিনই ওদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইএল টি-২০'তে সই করলেন। গত বছর টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ডেজার্ট ভাইপার্সের হয়েই মাঠে নামার কথা ছিল আজম খানের। তবে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি।

নতুন বছরের জানুয়ারিতে বসবে ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র আসর। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৩ জানুয়ারি। শাহিন সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউ ইয়ার টেস্ট খেলে তার পরেই ভাইপার্স স্কোয়াডে যোগ দেবেন।

নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পরে ভিডিয়ো বার্তায় আফ্রিদি জানান, ‘ডেজার্ট ভাইপার্সে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আমি জানি আমিরশাহিতে পাকিস্তানের প্রচুর সমর্থক রয়েছেন। আশা করি আসন্ন আইএল টি-২০’তে তাঁরা আমাদের দলকে সমর্থন করবেন। ওখানেই আপনাদের সঙ্গে দেখা হবে।'

আরও পড়ুন:- ছক্কা হাঁকালে বুক ফুলিয়ে ঘোরেন ব্যাটাররা, T20I-তে ছয় হজম করার লজ্জাজনক বিশ্বরেকর্ড চাহালের, তালিকায় রয়েছেন শাকিবও

শাহিন আফ্রিদি ইন্টারন্যাশনাল লিগ টি-২০'তে যোগ দেওয়ার অর্থ, তাঁকে মাঠে নামতে দেখা যাবে এমআই এমিরেটস, আবু ধাবি নাইট রাইডার্সের মতো ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে, যাদের শিকড় গাঁথা আইপিএলে। উল্লেখ্য, জেডার্ট ভাইপার্স উদ্বোধনী মরশুমের ফাইনালে ওঠে। তবে তারা খেতাবি লড়াইয়ে পরাজিত হয় গাল্ফ জায়ান্টসের কাছে।

এমআই এমিরেটস ও দুবাই ক্যাপিটালস লিগের খেলা শেষ করে যথাক্রমে তৃতীয়ও চতুর্থ স্থানে থেকে। ৬ দলের টুর্নামেন্টে একেবারে শেষে থাকে আবু ধাবি নাইট রাইডার্স।

আরও পড়ুন:- IND vs WI: চূড়ান্ত এলোমেলো ক্যাপ্টেন্সি, নেতা হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে ৫টি বড় ভুল করেন হার্দিক

জাকা আশরাফ নতুন পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে পাক ক্রিকেটারদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অংশ নেওয়া প্রসঙ্গে বোর্ডের মনোভাব অনেক নরম হয়েছে। পাক ক্রিকেটাররা খেলতে চেয়েও অনেক সময় বিদেশি টি-২০ লিগে অংশ নিতে পারতেন না বোর্ডের কড়াকড়ির জন্য। দীর্ঘদিন ধরেই পাক ক্রিকেটারদের মনে এই বিষয়ে অসন্তোষ জমে ছিল। নতুন পরিচালন কমিটি বিষয়টি উপলব্ধি করেই ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আটকানোর পথে হাঁটছে না।

উল্লেখ্য, শাহিন আফ্রিদি ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে ইতিমধ্যেই অংশ নিয়েছেন। বাবর আজম, হাসান আলিরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন শ্রীলঙ্কার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়র লিগে। মহম্মদ রিজওয়ান সম্প্রতি মাঠে নামেন গ্লোবাল টি-২০ কানাডায়।

ক্রিকেট খবর

Latest News

অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করা গিয়েছে, কলতানের গ্রেফতারির পর জানাল পুলিশ জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট 'তাদের শিবির থেকেই অডিয়ো লিক...', কলতানের গ্রেফতারির পর ফের সরব কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.