বাংলা নিউজ > ক্রিকেট > সেরা ছন্দে না থেকেও 'এক বছরে' এমন এক রেকর্ড গড়েন পৃথ্বী, যে কৃতিত্ব বিশ্বের আর কারও নেই

সেরা ছন্দে না থেকেও 'এক বছরে' এমন এক রেকর্ড গড়েন পৃথ্বী, যে কৃতিত্ব বিশ্বের আর কারও নেই

সতীর্থের আলিঙ্গনে পৃথ্বী শ। ছবি- টুইটার (@NorthantsCCC)।

গত ১২ মাসের মধ্যে তিন ফর্ম্যাটে তিনটি অবিশ্বাস্য ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েন পৃথ্বী শ। ক্রিকেটের ইতিহাসের আর কোনও ব্যাটার এমন নজির গড়তে পারেননি।

নর্দাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে ওয়ান ডে কাপের ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করার আগে পৃথ্বী শ বেশ কিছুদিন পরিচিত ছন্দে ছিলেন না। গত এক বছরে রানের মধ্যে থাকলেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি। তবে সেরা ছন্দে না থেকেও ১২ মাসের মধ্যে তিন ফর্ম্যাটে অবিশ্বাস্য তিনটি ইনিংস খেলে এমন এক রেকর্ড গড়েন পৃথ্বী, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই।

আসলে পৃথ্বীই ক্রিকেটের ইতিহাসের একমাত্র ব্যাটার যিনি এক বছরের (১২ মাসের) মধ্যে টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি, লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি ও ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন। ২০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি, ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি ও ৪-৫ দিনের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার নজির অন্যদেরও রয়েছে। তবে কেউই ১২ মাসের মধ্যে এমনটা করে দেখাতে পারেননি।

পৃথ্বী ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের অগস্ট, অর্থাৎ ১০ মাসের মধ্যেই তিন ফর্ম্যাটে ব্যাট করতে নেমে এমন বিরল কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

পৃথ্বীর টি-২০'তে সেঞ্চুরি:-

২০২২ সালের ১৪ অক্টোবর মুম্বইয়ের হয়ে অসমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির ম্যাচে মাঠে নামেন পৃথ্বী। সেই ম্যাচে তিনি ১৩টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১৩৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন।

আরও পড়ুন:- IND vs WI: ভারতের হার-জিতের মাঝে দাঁড়িয়ে পুরান, তুরুপের তাস হতে পারেন কুলদীপ, ফাইনালের ভাগ্য নির্ধারণ করবে এই ৫টি বিষয়

পৃথ্বীর ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি:-

২০২৩ সালের ১০-১৩ জানুয়ারী মুম্বইয়ের হয়ে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নামেন পৃথ্বী শ। সেই ম্যাচের ১টি ইনিংসে ব্যাট করে ৪৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৮৩ বলে ৩৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

পৃথ্বীর লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি:-

২০২৩ সালের ৯ অগস্ট নর্দাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে ওয়ান ডে কাপের ম্যাচে মাঠে নামেন পৃথ্বী। সেই ম্যাচে ২৮টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ১৫৩ বলে ২৪৪ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন তিনি।

আরও পড়ুন:- Yashasvi Breaks Rohit's Record: প্রথম T20I হাফ-সেঞ্চুরিতেই রোহিত শর্মার ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন যশস্বী

পৃথ্বী শ-র আন্তর্জাতিক কেরিয়ার:-

এখনও পর্যন্ত ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ান ডে ও ১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন পৃথ্বী শ। টেস্টে ১টি সেঞ্চুরি ও ২টি অর্ধশতরান-সহ ৪২.৩৭ গড়ে ৩৩৯ রান সংগ্রহ করেছেন তিনি। ওয়ান ডে ক্রিকেটে ৩১.৫০ গড়ে তাঁর সংগ্রহ ১৮৯ রান। একমাত্র আন্তর্জাতিক টি-২০ ম্যাচটিতে পৃথ্বী ১ বলেই আউট হয়ে যান।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

৯৮ শতাংশই মুসলিম, কাশ্মীরের সেই গুরেজে ভালো ভোট পেল BJP, হিসেব দিলেন অমিত মালব্য খয়রাশোল বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে জনস্বার্থ মামলার অনুমতি দিল হাইকোর্ট দুর্গাপুজোর প্রাক্কালে জামিন পেলেন তাপস মণ্ডল, ৫৯৫ দিন জেলে ছিলেন মানিক ঘনিষ্ঠ বিজেপির প্রাক্তন জোটসঙ্গী হওয়ার খেসারত? ২৫ বছরের ইতিহাসে সবথেকে খারাপ ফল পিডিপির মুলতান টেস্টে ইংরেজ বোলারদের নাস্তানাবুদ পাক দলের! পিচ দেখে খচে বোম পিটারসেন-ভন হরিয়ানার ভোটে 'বাজিগর' বিজেপি, নেপথ্যে ধর্মেন্দ্র এবং এক বাঙালি জম্মু ও কাশ্মীরে মুখ থুবড়ে পড়ল BJP, উপত্যকায় কোন কাঁটায় বিদ্ধ পদ্ম? NC-কংগ্রেস ঝড়ে বিজেপি সভাপতিরও হার জম্মু-কশ্মীরে, কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? Health Tips: পুজোর মরসুমে হঠাৎ অসুস্থতার হাত থেকে বাঁচাবে এই সবুজ ফল ‘দেখ কেমন লাগে…’, RG Kar-এর সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা, সমর্থন কিঞ্জল-শ্রীলেখার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.