নর্দাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে ওয়ান ডে কাপের ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করার আগে পৃথ্বী শ বেশ কিছুদিন পরিচিত ছন্দে ছিলেন না। গত এক বছরে রানের মধ্যে থাকলেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি। তবে সেরা ছন্দে না থেকেও ১২ মাসের মধ্যে তিন ফর্ম্যাটে অবিশ্বাস্য তিনটি ইনিংস খেলে এমন এক রেকর্ড গড়েন পৃথ্বী, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই।
আসলে পৃথ্বীই ক্রিকেটের ইতিহাসের একমাত্র ব্যাটার যিনি এক বছরের (১২ মাসের) মধ্যে টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি, লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি ও ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন। ২০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি, ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি ও ৪-৫ দিনের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার নজির অন্যদেরও রয়েছে। তবে কেউই ১২ মাসের মধ্যে এমনটা করে দেখাতে পারেননি।
পৃথ্বী ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের অগস্ট, অর্থাৎ ১০ মাসের মধ্যেই তিন ফর্ম্যাটে ব্যাট করতে নেমে এমন বিরল কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
পৃথ্বীর টি-২০'তে সেঞ্চুরি:-
২০২২ সালের ১৪ অক্টোবর মুম্বইয়ের হয়ে অসমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির ম্যাচে মাঠে নামেন পৃথ্বী। সেই ম্যাচে তিনি ১৩টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১৩৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন।
পৃথ্বীর ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি:-
২০২৩ সালের ১০-১৩ জানুয়ারী মুম্বইয়ের হয়ে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নামেন পৃথ্বী শ। সেই ম্যাচের ১টি ইনিংসে ব্যাট করে ৪৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৮৩ বলে ৩৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
পৃথ্বীর লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি:-
২০২৩ সালের ৯ অগস্ট নর্দাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে ওয়ান ডে কাপের ম্যাচে মাঠে নামেন পৃথ্বী। সেই ম্যাচে ২৮টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ১৫৩ বলে ২৪৪ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন তিনি।
পৃথ্বী শ-র আন্তর্জাতিক কেরিয়ার:-
এখনও পর্যন্ত ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ান ডে ও ১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন পৃথ্বী শ। টেস্টে ১টি সেঞ্চুরি ও ২টি অর্ধশতরান-সহ ৪২.৩৭ গড়ে ৩৩৯ রান সংগ্রহ করেছেন তিনি। ওয়ান ডে ক্রিকেটে ৩১.৫০ গড়ে তাঁর সংগ্রহ ১৮৯ রান। একমাত্র আন্তর্জাতিক টি-২০ ম্যাচটিতে পৃথ্বী ১ বলেই আউট হয়ে যান।