শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলের মঞ্চে বেশ পরিচিত নাম মাইক হেসন। দীর্ঘদিন রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবির ক্রিকেট ডিরেক্টেরের দায়িত্ব পালন করেছেন তিনি। বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের দায়িত্ব তিনি সামলেছেন নিজ হাতে। এবার নিউজিল্যান্ডের এই প্রাক্তনীর হাতেই হেড কোচের দায়িত্ব তুলে দিল পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড।
প্রসঙ্গত আরসিবির ডিরেক্টর পদে থাকার পাশাপাশি দীর্ঘদিন নিউজিল্যান্ড দলের হেড কোচের দায়িত্ব পালন করারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর তাঁর এই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ।
ইউনাইটেডের তরফে হেসনের আন্তর্জাতিক ক্রিকেটে অনবদ্য ট্র্যাক রেকর্ড এবং স্ট্র্যাটেজিক লিডারশিপের সুখ্যাতির প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে দলের জন্য তুলনাহীন এক্সিলেন্স এবং অভিজ্ঞতা নিয়ে আসবেন হেসন। উল্লেখ্য পিএসএলের ইতিহাসে শুরুর দিকে অন্যতম সফল দল ছিল ইসলামাবাদ। তারা প্রথম তিনবারের মধ্যে দুইবার শিরোপা জিতেছিল। কিন্তু এরপরেই তাদের ছন্দপতন ঘটে যায়। প্রথম দুইবার শিরোপা জয়ের সময়ে তাদের হেড কোচের দায়িত্বে ছিলেন প্রাক্তন অজি তারকা ক্রিকেটার ডিন জোন্স। এরপর একাধিকবার তাদের কোচ বদল হয়েছে। মিসবা উল হক, জোহান বোথা, আজহার মাহমুদ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসলামাবাদের।
নয়া দায়িত্ব পাওয়ার পরে মাইক হেসন জানিয়েছেন, 'আমি ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পেয়ে গর্বিত এবং অত্যন্ত আনন্দিত। প্রফেশনাল, আধুনিক এবং মনস্তাত্বিক ভাবনা চিন্তার সঙ্গে জড়িয়ে রয়েছে এই ফ্র্যাঞ্চাইজির অ্যাপ্রোচ। আমি ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা নিয়ে খুবই আশাবাদী। যেভাবে ভবিষ্যতের ভাবনা চিন্তা ওরা করেছে তা খুবই আধুনিক। ভালো ফল করার ক্ষেত্রে খুবই উপযোগী এই ভাবনা চিন্তা। দলের ক্রিকেটার এবং স্টাফরা খুবই প্রতিভাবান। আমি ওদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।'