বাংলা নিউজ > ক্রিকেট > Ranji Trophy 2024: পূজারার সেঞ্চুরি, জাদেজার ‘৯ উইকেট’, রঞ্জিতে মণিপুরকে খড়কুটোর মতো উড়িয়ে দিল সৌরাষ্ট্র

Ranji Trophy 2024: পূজারার সেঞ্চুরি, জাদেজার ‘৯ উইকেট’, রঞ্জিতে মণিপুরকে খড়কুটোর মতো উড়িয়ে দিল সৌরাষ্ট্র

চেতেশ্বর পূজারা। ছবি- পিটিআই।

Saurashtra vs Manipur Ranji Trophy 2024: দুরন্ত বোলিংয়ের সুবাদে তিন শতরানকারীকে টপকে ম্যাচের সেরা হন জাদেজা।

প্রত্যাশা মতোই রঞ্জি ট্রফির এলিট-এ গ্রুপের ম্যাচে মণিপুরকে একতরফাভাবে পরাজিত করে সৌরাষ্ট্র। আড়াই দিনেরও কম সময়ে দুর্বল প্রতিপক্ষকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেন চেতেশ্বর পূজারারা। চেতেশ্বর ছাড়াও সৌরাষ্ট্রের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অর্পিত বাসবদা ও প্রেরক মানকড়। বল হাতে মণিপুরকে একাই বিধ্বস্ত করেন ধর্মেন্দ্রসিং জাদেজা।

রাজকোটে টস জিত শুরুতে ব্যাট করতে নামে মণিপুর। তবে তারা প্রথম ইনিংসে মাত্র ১৪২ রানে অল-আউট হয়ে যায়। ক্যাপ্টেন কেইশাংবাম দলের হয়ে সব থেকে বেশি ৬৭ রান করেন। এছাড়া বশিদ মহম্মদ ৫১ রান করে মাঠ ছাড়েন। দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি তাদের আর কোনও ব্যাটার। খাতা খুলতে পারেননি ৫ জন।

সৌরাষ্ট্রের ধর্মেন্দ্রসিং জাদেজা প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন। ৩টি উইকেট দখল করেন চেতন সাকারিয়া। যুবরাজসিং দদিয়া নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ৬ উইকেটে ৫২৯ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। শতরান করেন চেতেশ্বর পূজারা, অর্পিত বাসবদা ও প্রেরক মানকড়। পূজারা ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৫ বলে ১০৮ রান করে সাজঘরে ফেরেন। এটি তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ারের ৬৩তম শতরান। বাসবদা ১৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯৭ বলে ১৪৮ রান করেন। প্রেরক মানকড় ১৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭৩ বলে ১৭৩ রান করে ক্রিজ ছাড়েন। লামাবাম সিং ৩টি ও রোনাল্ড লংজ্যাম ২টি উইকেট নেন।

আরও পড়ুন:- Yashasvi Jaiswal's World Record: রোহিতের জন্য আক্রমকে টপকানোর সময় পেলেন না যশস্বী, ছুঁলেন ২৮ বছর আগের বিশ্বরেকর্ড

প্রথম ইনিংসের নিরিখে ৩৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে মণিপুর। তারা দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অল-আউট হয়। এক ইনিংস ও ২৪৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে সৌরাষ্ট্র। বিকাশ সিং করেন ৬৪ রান। ৫৪ বলের ইনিংসে তিনি ১১টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ১০৫ বলে ৩২ রান করেন রোনাল্ড। তিনি ৩টি চার মারেন।

আরও পড়ুন:- Bengal vs Bihar Ranji Trophy 2024: ইডেনে বিহারকে ইনিংসে উড়িয়ে দিল বাংলা, স্মরণীয় জয় দিয়ে ক্রিকেটকে বিদায় মনোজের

সৌরাষ্ট্রের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫৫ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন ধর্মেন্দ্রসিং জাদেজা। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট ৯টি উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৩টি উইকেট নেন যুবরাজসিং দদিয়া। চেতন সাকারিয়া ২৮ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জাদেজা।

ক্রিকেট খবর

Latest News

বোনের বদলে কলেজছাত্রী দিদি এল মাধ্যমিক পরীক্ষা দিতে, প্রথমদিনেই গ্রেফতার হুগলিতে সাইবার ফ্রড রুখবে RBI-র নয়া ডোমেইন! কোন কোন ব্যাংক আওতায়? কীভাবে কাজ করবে Video: কোথাও নদী পেরিয়ে সেন্টারের পথে পরীক্ষার্থীরা, কোথাও দুর্গম জঙ্গল এলাকায়… ‘প্রভাবশালী’ জ্যোতিপ্রিয়র জামিন চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাক ED, চাইছেন শুভেন্দু কুম্ভ ২০২৫: প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দিল্লির CMর কুর্সিতে কি ফের কোনও মহিলা? শিখা রায় সহ কাদের নাম নিয়ে জল্পনা? ODIতে বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন কেন উইলিয়ামসন, ভাঙলেন কোন রেকর্ড? রণজয়ের সঙ্গে ওয়াইন তৈরি উৎসবে শ্যামৌপ্তি, হাতে হাতে ধরে পিষলেন আঙুর জিম্বাবোয়েতে টেস্ট সিরিজ জয় আয়ারল্যান্ডের, কৃতিত্ব অধরা ইংল্যান্ডের বেলাগাম সরকারি বাসে লাগাম পরাতে আসছে নয়া নজরদারি অ্যাপ!

IPL 2025 News in Bangla

WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.