শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নতুন মরশুম। চেন্নাইয়ের উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামছে সিএসকে ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে বৃহস্পতিবার ১০ দলের অধিনায়ককে নিয়ে অনুষ্ঠিত হয় ক্যাপ্টেনস মিট।
ট্রফি নিয়ে ক্যাপ্টেনদের ফটো সেশনেই বড়সড় চমক ধরা পড়ে ক্রিকেটপ্রেমীদের চোখে। চেন্নাই সুপার কিংসের হয়ে ক্যাপ্টেনস মিটে প্রতিনিধিত্ব করেন রুতুরাজ গায়কোয়াড়। নিছক চেন্নাইয়ের প্রতিনিধি হয়ে যে তিনি ফটো সেশনে হাজির হননি, সেটাও স্পষ্ট হয়ে যায় আইপিএলের সোশ্যাল মিডিয়া বিজ্ঞপ্তিতেই।
মহেন্দ্র সিং ধোনির হাতে থেকে যে নেতৃত্বের ব্যাটন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ওঠে, সেটা স্পষ্ট হয়ে যায় আইপিএলের সোশ্যাল মিডিয়া পোস্টে। তবে ক্যাপ্টেনদের ফটো সেশনে অনুপস্থিত ছিলেন আরও একজন। পঞ্জাব কিংসের জার্সিতে হাজির ছিলেন না শিখর ধাওয়ান। স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়ে যায় যে, তবে কি শিখর ধাওয়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি?
ক্রিকেটপ্রেমীদের যাবতীয় জল্পনা দূর হয়ে যায় আইপিএলের সোশ্যাল মিডিয়া বিজ্ঞপ্তিতেই। আইপিএলের তরফে ট্রফি-সহ ক্যাপ্টেনদের ছবি পোস্ট করে ক্যাপশনে জানানো হয় যে, ৯ দলের ক্যাপ্টেন হাজির রয়েছেন ছবিতে। পঞ্জাব কিংসের হয়ে উপস্থিত রয়েছেন ভাইস ক্যাপ্টেন জিতেশ শর্মা। অর্থাৎ, আইপিএল ২০২৪-এর আগে পঞ্জাব কিংস ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব তুলে দেয় জিতেশের হাতে।
জিতেশ শর্মাকে ২০২২-এর মেগা আইপিএল নিলাম থেকে দলে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় পঞ্জাব কিংস। সেই থেকে আগ্রাসী উইকেটকিপার-ব্যাটারকে স্কোয়াডে ধরে রেখেছে তারা। ২০২২ আইপিএলে ১২ ম্যাচে মাঠে নেমে ২৩৪ রান সংগ্রহ করেন জিতেশ। তবে তাঁর স্ট্রাইক-রেট ছিল ১৬৩.৬৪। পরে ২০২৩ আইপিএলের ১৪ ম্যাচে মাঠে নেমে ৩০৯ রান সংগ্রহ করেন জিতেশ। ১৫৬.০৬ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন তিনি।
আগ্রাসী মেজাজের জন্য ভারতীয় ক্রিকেটমহলে আলাদা পরিচিতি তৈরি করে নেন জিতেশ। ক্রিজে এসেই বড় শট নিতে পারেন বলে টি-২০ ক্রিকেটে তাঁর কদর বেড়ে চলেছে ক্রমশ। জিতেশ শর্মা ভারতের হয়ে মোট ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৭.০৫ স্ট্রাইক-রেটে সাকুল্যে ১০০ রান সংগ্রহ করেছেন তিনি।
সার্বিকভাবে এখনও পর্যন্ত ১০৬টি টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন জিতেশ শর্মা। ৯৮টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ২৩০৩ রান। সেঞ্চুরি করেছেন ১টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১০টি।