যখন ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ও ধৈর্যশালী ব্যাটারদের কথা বলা হয়, সবার আগে যে নামটি প্রথমে উঠে আসে, তিনি প্রাক্তন ভারতীয় তারকা এবং বর্তমানে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। যখনই বিপদের মুখে পড়েছে টিম ইন্ডিয়া, দ্রাবিড় নিজে হাতে পার্টনারশিপ গড়ে টিম ইন্ডিয়াকে সম্মানজনক রানে পৌঁছে দিয়েছেন। সেটি একদিনে ক্রিকেট হোক কী টেস্ট ম্যাচ। তাঁর অবদান ভারতীয় ক্রিকেটে প্রচুর। সেই কারণেই রাহুল দ্রাবিড়কে বলা হত 'দ্য ওয়াল' বা 'মিস্টার ডিপেন্ডেবল'। এবার রাজার ছেলেই দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। বিনু মানকড় ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে ৮ ওভার বোলিং করে ৫৫ রান দিয়ে তুলে নেন সমিত দ্রাবিড়। মিস্টার ডিপেন্ডেবলের পুত্র নিয়েছেন একটি উইকেটও। ব্যাট হাতেও করলেন ৫১ বলে ২৭ রান।
প্রসঙ্গত, সপ্তাহ দুই থেকে তিন আগে হায়দরাবাদে বিনু মানকড় ট্রফির জন্য কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়। এরপরেই খুশির হাওয়া বয়ে আসে দ্রাবিড় পরিবারে। ছোট ছেলে অন্বয় দ্রাবিড় কর্নাটকের অনূর্ধ্ব-১৪ দলের অধিনায়ক। এবার ভারতীয় দলের কোচের বড় ছেলে দুর্দান্ত পারফরম্যান্স করে ফের একবার ক্রিকেটের মানচিত্রে নিজের নামকে সামনে আনলেন।
উল্লেখ্য, রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ায় প্রবেশ করেছিলেন ১৯৯৪ সালে কিন্তু প্রথম ম্যাচটি খেলেছিলেন ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে দলে জায়গা পাকাপাকি করে নেন দ্রাবিড়। তাঁর সেরা ইনিংস গুলির মধ্যে হলো ১৯৮৯ সালে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শতরান করা। সেই বিশ্বকাপেই তিনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে একটি দারুণ অর্ধশতরান করে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফিরিয়েছিলেন এবং তার ব্যাটের উপর ভর করেই টিম ইন্ডিয়া একটি লড়াকু রান বোর্ডে তোলে এবং অবশেষে ম্যাচটি জেতে।
এছাড়াও দ্রাবিড়ের আরেকটি দুর্দান্ত ইনিংসের মধ্যে একটি হল কলকাতার ইডেন গার্ডেন্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। দ্রাবিড় ও ভিভিএস লক্ষণ টানা একটি দিন ক্রিজে অপরাজিত ছিলেন এবং ভারতকে একটি সম্মানজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলেন। অবশেষে সেই টেস্ট ম্যাচটি ভারত নিজের পকেটে পুড়ে নেয় সৌরভের নেতৃত্বে। এছাড়াও বরাবরই অজি বাহিনীদের বিরুদ্ধে তিনি টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জেতেন এবং বহু বোলার সেই সময় ছিল যারা দ্রাবিড়কে বল করতে ভয় পেতো। উনি ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন কিন্তু ওনার নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিততে পারেনি।