রঞ্জি ট্রফিতে কেরল বনাম বাংলা ম্যাচের তৃতীয় দিনের স্কোরকার্ড:-
রঞ্জি ট্রফিতে কেরল বনাম বাংলা ম্যাচের তৃতীয় দিনের আপডেট:-
— ২০.৪ ওভারে ৭৭ রানে ২ উইকেট হারাল বাংলা। ৫০ বলে ৩১ রান করে আউট হলেন সুদীপ ঘরামি। ক্রিজে রয়েছেন অভিমন্যু। বাংলাকে জিততে হলে এখনও করতে হবে ৩৭২ রান।
— ৬.২ ওভারে ২৭ রানের মাথায় ফিরলেন খারিয়া। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে ব্যর্থ তিনি।
— দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামল বাংলা। ওপেন করতে নামলেন অভিমন্যু ও খারিয়া।
— ২৬৫/৬ রানে ডিক্লেয়ার ঘোষণা করল কেরল। বাংলাকে জিততে হলে প্রয়োজন ৪৪৯ রান।
— ৪৬.৬ ওভারের মাথায় কেরলকে বড় ধাক্কা দিলেন করণ লাল। অক্ষয়কে ফিরিয়ে দিলেন তিনি। ৪ উইকেট হারিয়ে ১৮০ রান কেরলের।
—৪৫.২ ওভারের মাথায় বড় সাফল্য পেলেন অঙ্কিত মিশ্র। সচিন বেবিকে তুলে নিলেন তিনি। কেরলের এই ব্যাটার করেন ৫১ রান। কেরলের রান ৩ উইকেট হারিয়ে ১৭৮।
— প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বেশ ছন্দে দেখা যাচ্ছে সচিন বেবিকে। অর্ধশতরান করে দলকে এগিয়ে দিচ্ছেন তিনি। ৩৭ ওভার শেষে কেরলের রান ২ উইকেট হারিয়ে ১৫১ রান।
— বাংলাকে বল হাতে ভরসা দিচ্ছেন শাহবাজ। দ্বিতীয় উইকেটটি তুলে নিলেন নিলেন। এবার তাঁর শিকার জলজ সাক্সেনা (৩৭ রান)। ২২.৪ ওভার শেষে কেরলের রান ৯১।
— অবশেষে দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটটি পেলেন শাহবাজ আহমেদ। কুন্নুমালকে (৫১ রান) তুলে তিনি নিলেন তিনি। ২০.৪ ওভার শেষে কেরলের রান ৮৮।
— দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামল কেরল। ওপেন করছেন রোহন কুন্নুমাল এবং জসজ সাক্সেনা। শুরু থেকেই এই দুই ব্যাটার চালিয়ে খেলছেন। ৪ ওভার শেষে কেরলের রান ২০।
— যা হওয়ার ঠিক সেটাই হল। অলআউট হল বঙ্গ ব্রিগেড। ৫১.১ ওভারের মাথায় করণ লালকে তুলে নিলেন জলজ। ফলে মাত্র ১৮০ রানে শেষ বাংলার প্রথম ইনিংস। একাই ৯ উইকেট তুলে নিলেন সাক্সেনা।
— তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারালো বাংলা। ৪৯.৬ ওভারের মাথায় সুরাজ সিন্ধু জসওয়ালকে তুলে নেন সাক্সেনা। ম্যাচের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৭৩।
— কেরলের বিরুদ্ধে ম্যাচ হারলেই এবারের মতো রঞ্জি অভিযান শেষ করবে বঙ্গ ব্রিগেড। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। তবে দ্বিতীয় দিনের শেষে বাংলার যা হাল তাতে ম্যাচ জেতা তো দূরের কথা, বরং ম্যাচ ড্র করতে পারে কিনা সেটাও দেখার বিষয়। দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ৮ উইকেটে ১৭২। জলজ সাক্সেনাই নিয়েছেন সাত উইকেট।
— কেরলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে বেশ চাপে বাংলা। মাত্র ১৫১ রানে ৮টি উইকেট পড়ে গিয়েছে লক্ষ্মীরতন শুক্লার দলের। স্বাভাবিক ভাবেই এই ম্যাচে কামব্যাক করা বেশ কিছুটা কঠিন বলেই মনে করা হচ্ছে।