ধারাবাহিকের আসা যাওয়া লেগেই থাকে। এখন খুব কম ধারাবাহিক আগের মতো ২-৩ বছর ধরে চলে। এই তো সদ্যই স্টার জলসায় শুরু হল রোশনাই। থামল লাভ বিয়ে আজকাল। আর তার মধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এল। প্রতীক সেন আবারও ছোট পর্দায় ফিরছেন, নবাগতা রত্নপ্রিয়া দাসকে সঙ্গী করে। তাঁদের এই আসন ধারাবাহিকের নাম উড়ান। আর সেই খবর প্রকাশ্যে আসার পরই রটে যায় যে স্টার জলসার অন্যতম বিখ্যাত সিরিয়াল হরগৌরী পাইস হোটেল নাকি শেষ হতে চলেছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন শঙ্কর ওরফে রাহুল মজুমদার।
হরগৌরী পাইস হোটেল নিয়ে কী বললেন রাহুল?
এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন রাহুল মজুমদার। সেখানে তিনি এই গুজব প্রসঙ্গে বলেন, 'অনেকেই তোমরা আমায় মেসেজ করেছ, জানিয়েছ যে একটা ফেক নিউজ নাকি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বলা হচ্ছে হরগৌরী পাইস হোটেল নাকি শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই আমি তোমাদের সবাইকে সবার আগে অনেক ধন্যবাদ জানাতে চাই এত কনসার্ন দেখানোর জন্য, ভালোবাসার জন্য। তবে আমাদের ধারাবাহিক শেষ হচ্ছে না। এটা সম্পূর্ণ ভুয়ো খবর। এখনও পর্যন্ত এমন কোনও খবর নেই।'
এরপর তিনি আবারও বলেন, 'আগের বছরও আইপিএলের সময় রটে যায় যে হরগৌরী পাইস হোটেল নাকি শেষ হয়ে যাচ্ছে। তারপর আবার এই বছরের আইপিএল চলে এল। এরম নিউজ বেরোলে একদিকে ভালো যে আমরা এক বছর করে বাড়ছি। কিন্তু যে খবর রটেছে পুরোটাই ফেক। তাই কোনও টেনশনের ব্যাপার নেই। হরগৌরী পাইস হোটেল চলছে।'
কে কী বলছেন?
এক ব্যক্তি রাহুলের এই পোস্টে লেখেন, 'আমরা বন্ধ হতে দেব না এই সিরিয়াল।' আরেকজন লেখেন, 'হরগৌরী পাইস হোটেল সিরিয়ালটা দারুণ হচ্ছে। চলুক আরও অনেক দিন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তোমাদের সিরিয়ালটা খুব ভালো, সত্যি নিউজটা দেখে কষ্ট হয়েছিল কিন্তু এখন মনটা হালকা হয়ে গেল। ধন্যবাদ দাদা, আরও চলুক এভাবে একসঙ্গে।'
আরও পড়ুন: নুসরতের কোলে আস্ত ওরাংওটাং! অভিনেত্রীর গাল ধরে করে দিলেন আদরও! হেসে খুন নেটপাড়া
হরগৌরী পাইস হোটেল প্রসঙ্গে
হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায় রোজ রাত ১০টা থেকে। এখানে মুখ্য ভূমিকায় রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায় রয়েছেন। সদ্যই বদলে গিয়েছে এই ধারাবাহিকে মহেশ্বরী।