প্রথম ২ ম্য়াচ থেকে ৪ পয়েন্ট তুলে নেওয়া বাংলার কাছে ঘরের মাঠে ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ম্য়াচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হচ্ছিল। প্রথম হোম ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া ছিল বাংলা। যদিও বেঁকে বসে প্রকৃতি। মন্দ আবহাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় দিনে খেলা হয় নামমাত্র সময়। প্রথম দিনেও কোটার ৯০ ওভার পূর্ণ করা যায়নি। শেষ দিনে বাংলার সরাসরি ম্যাচ জয়ের সম্ভাবনা ছিল না। তবে ইডেনে প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট পাকা করাই পাখির চোখ ছিল মনোজ তিওয়ারিদের। প্রকৃতির প্রতিকূলতা এড়িয়ে শেষ দিনে ৮৩ ওভার খেলা হলেও ছত্তিশগড়কে প্রথম ইনিংসে অল-আউট করতে পারেনি বাংলা।
বাংলা বনাম ছত্তিশগড় রঞ্জি ট্রফি ২০২৪ ম্যাচের স্কোরকার্ড:-
বাংলা বনাম ছত্তিশগড় রঞ্জি ট্রফি ২০২৪ ম্যাচের আপডেট:-
— ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১৯ বলে ১১৪ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল।
— ব্যর্থ হল শেষ দিনে বাংলার মরিয়া প্রচেষ্টা। প্রথম ইনিংসে ছত্তিশগড়কে অল-আউট করা সম্ভব হল না মনোজ তিওয়ারিদের পক্ষে। বাংলার ৮ উইকেটে ৩৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে ছত্তিশগড় তাদের প্রথম ইনিংসে ৯২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৪ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। উভয় দলের প্রথম ইনিংস শেষ হয়নি। বাংলার রানকে টপকাতেও পারেনি ছত্তিশগড়। তাই উভয় দলকে ১ পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
— ৮৬.৫ ওভারে সূরজের বলে এলবিডব্লিউ হন আশুতোষ। নিশ্চিত শতরান হাতছাড়া করেন তিনি। ২৪০ বলে ৮৮ রান করে মাঠ ছাড়েন আশুতোষ। মারেন ১০টি চার। ছত্তিশগড় ২০৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গগনদীপ সিং।
— ৮৪.৩ ওভারে সূরজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আমনদীপ। ১টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৮ রান করেন তিনি। ছত্তিশগড় ১৯৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শশাঙ্ক সিং।
— ৭৫.১ ওভারে শ্রেয়াংশের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সঞ্জীত দেশাই। ১৩০ বলে ৩৭ রান করেন তিনি। মারেন ৫টি চার। দলগত ১৭৯ রানে ৪ উইকেট হারায় ছত্তিশগড়। ব্যাট করতে নামেন আমনদীপ।
— ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে বাংলার তিন পয়েন্টের আশায় জল ঢাকার উপক্রম করছেন আশুতোষ সিং। প্রথম ইনিংসে বাংলাকে টপকানো কঠিন ছত্তিশগড়ের পক্ষে। তবে বাংলাকে লিড নিতে না দেওয়াই লক্ষ্য ছত্তিশগড়ের। ৬৩ ওভার শেষে প্রথম ইনিংসে ছত্তিশগড়ের স্কোর ৩ উইকেটে ১৩৫ রান। ৫৭ রানে ব্যাট করছেন আশুতোষ। ১৭ রানে ব্যাট করছেন সঞ্জীত।
— লাঞ্চের পরে চতুর্থ দিনের প্রথম সাফল্য পায় বাংলা। ২৯.৬ ওভারে সূরজের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন জীবেশ। ৭৩ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৩টি চার। ব্যাট করতে নামেন সঞ্জীত দেশাই।
— চতুর্থ দিনের লাঞ্চে প্রথম ইনিংসে ছত্তিশগড়ের স্কোর ২ উইকেটে ৭৪ রান। তারা ২৯ ওভার ব্যাট করেছে। জীবেশ ২৬ রানে ব্যাট করছেন। ১৪ রানে ব্যাট করছেন আশুতোষ। অর্থাৎ, শেষ দিনের প্রথম সেশনে কোনও উইকেট পায়নি বাংলা।
— চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় জমাট ব্যাটিং ছত্তিশগড়ের। ২৫ ওভার শেষে ছত্তিশগড়ের স্কোর ২ উইকেটে ৬২ রান। জীবেশ ১৫ ও আশুতোষ ১৩ রানে ব্যাট করছেন।
— মন্দ আলোর জন্য চতুর্থ দিনে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে। ২০ ওভার শেষে প্রথম ইনিংসে ছত্তিশগড়ের স্কোর ২ উইকেটে ৪৩ রান। জীবেশ ৩ ও আশুতোষ ১১ রানে ব্যাট করছেন।
— তৃতীয় দিনে খেলা হয় মোটে ৯ ওভার। বাংলা ৮ উইকেটে ৩৮১ রানে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। পালটা ব্যাট করতে নেমে ছত্তিশগড় ৯ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৭ রান তোলে। একনাথ ১২ ও ঋষভ তিওয়ারি ১০ রানে আউট হন। ১টি করে উইকেট নেন করণ লাল ও সূরজ জসওয়াল।
— দ্বিতীয় দিনে খেলা হয় ৫৫ ওভার। দ্বিতীয় দিনের শেষে বাংলা ১২৮ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৮১ রান তোলে। অভিষেক পোড়েল ১১৪ ও অনুষ্টুপ মজুমদার ৭১ রান করেন। শশাঙ্ক সিং, সৌরভ মজুমদার ও বাসুদেব ২টি করে উইকেট নেন।
— ইডেনে ছত্তিশগড়ের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলা। তারা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে। প্রথম দিনে খেলা হয় সাকুল্যে ৭৩ ওভার।