সোমবার সার্ভিসেস-রাজস্থান ম্যাচটি যেমন ড্র হয়েছে, তেমনই মহারাষ্ট্রের আর ঝাড়খান্ডের মধ্যেও রঞ্জি ট্রফির ম্যাচটি ড্র হয়ে গিয়েছে। তবে প্রথম ইনিংসে লিড পাওয়ার সুবাদে সার্ভিসেস এবং মহারাষ্ট্র তিন করে পয়েন্ট পেয়েছে। সেখানে বাকি দুই দল এক করেই পয়েন্ট পেয়েছে।
রবিবার চার উইকেট হারিয়ে ৫৪৩ রান ছিল। সেখান থেকে চতুর্থ দিন আবার খেলা শুরু করে মহারাষ্ট্র। শেষ পর্যন্ত তারা তাদের প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ৬০৫ করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। মহারাষ্ট্রের পবন শাহ (১৩৬), অভিজ্ঞ কেদার যাদব (১৮২) এবং অঙ্কিত বাওয়ানে (১৩১) তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথম ইনিংসে ৪০৩ রান করা ঝাড়খন্ড দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ১৬৭ রান করে। তার পর খেলা শেষ হয়ে যায়।
দিল্লিতে সার্ভিস এবং রাজস্থানের মধ্যে গ্রুপ এ খেলার ফলাফলটিও একটি পূর্বনির্ধারিত উপসংহার ছিল। সার্ভিসেস প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৪৬৬ রান করেছিল। তবে প্রথম ইনিংসে রাজস্থান ১৫৩ রানেই অলআউট হয়ে যায়। তাদের ফলোয়ান করায় সার্ভিসেস। তখনই তারা তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলেছিল। এর পর ফের ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৩০ করে রাজস্থান। তার পর ম্যাচটি শেষ হয়ে গেলে ড্র হয়।
আরও পড়ুন: লারার মতো চারশোর ইনিংস খেললেন কর্ণাটকের তরুণ,ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ছুঁলেন ৭৬ বছর আগের রেকর্ড
এদিকে দিল্লি আর জম্মু কাশ্মীরের ম্যাচটি খারাপ আবহাওয়ার জন্য খেলাই হয়নি সেভাবে। মাত্র ৪২ ওভার খেলা হয়েছে। তাতে দিল্লি ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান করে। খেলা হলে কিন্তু রাজধানীর দলের কপালে দুঃখই ছিল। পুরো খেলা না হলেও, যশ ধুল সুযোগ পেয়েছিলেন ব্যাটিংয়ের। তিনি নিরাশই করেছেন। উমরান মালিকের বলে মাত্র ১৮ রান (৩১ বলে) করে এলবিডব্লিউ হয়ে যান যশ ধুল। এদিকে নিজেদের প্রথম ম্যাচে পুদুচেরির কাছে হেরে যাওয়ার পর, নতুন অধিনায়ক হিম্মত সিং-এর অধীনে দিল্লি এই মরশুমের রঞ্জিতে তাদের প্রথম পয়েন্ট পেল। দিল্লি এবং জম্মু ও কাশ্মীরও এক করে পয়েন্ট পেয়েছে।